কোপা দেল রেতে ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত

কোপা দেল রে ট্রফিফাইল ছবি

স্প্যানিশ ফুটবলে শীর্ষ স্তরের কর্তৃপক্ষ লা লিগা জানিয়েছে, কোপা দেল রের একটি ম্যাচে সম্ভাব্য ফিক্সিংয়ের তদন্ত করছেন আদালত। ম্যাচটিতে অংশ নিয়েছিল লেভান্তে ও হুরকান মেলিলা।

মেলিলার আলভারেজ ক্লারো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০২১ সালে ২ ডিসেম্বর। ম্যাচে ৮-০ ব্যবধানে জিতেছিল লেভান্তে। ব্লেসা ৩টি, সোলদাদো ও দানি গোমেজ ২টি করে এবং মালসা একটি গোল করেন। ম্যাচের দুই অর্ধেই ৪টি করে গোল হয়েছিল।

আরও পড়ুন

তখন লা লিগায় খেলা লেভান্তে এখন স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে খেলছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত হুরকান খেলে পঞ্চম বিভাগে। মুন্দো দেপোর্তিভোর খবরে বলা হয়, বৃহস্পতিবার একটি বিবৃতির মাধ্যমে সম্ভাব্য ম্যাচ-ফিক্সিংয়ের তদন্ত চলার কথা নিশ্চিত করেছে লা লিগা।

কোপা ডেল রে কর্তৃপক্ষ জানায়, একটি অজ্ঞাতনামা সূত্র থেকে মেইলের মাধ্যমে ফিক্সিংয়ের তথ্য এসেছিল। এরপর লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস স্পেনের ন্যাশনাল পুলিশ সেন্টার পর ইন্টেগ্রিটি ইন স্পোর্টস অ্যান্ড গ্যাম্বলিংয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন, যা এখন মেলিকার দ্বিতীয় বিচারিক আদালত তদন্ত করছে।

ফিক্সিং-তদন্তের কথা নিশ্চিতের কিছুক্ষণ পর আরেকটি বিবৃতি দেয় লা লিগা। সেখানে ‘লেভান্তে পুলিশ এবং আদালত কর্তৃক চলমান তদন্তের বাইরে’ বলে উল্লেখ করা হয়। প্রশ্ন ওঠা ম্যাচটিতে জিতলেও পরের রাউন্ডে আলকোয়ানোর কাছে পেনাল্টিতে হেরে বিদায় নেয় লেভান্তে। সেবার ফাইনালে ভ্যালেন্সিয়াকে হারিয়ে কোপা ডেল রে জেতে রিয়াল বেতিস।

আরও পড়ুন

লা লিগার দেওয়া তথ্য বলছে, এরই মধ্যে ৬ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে একজন মেলিকার খেলোয়াড়ও আছেন। মেলিকার এল ফারো দি মেলিলার সূত্রে মুন্দো দেপোর্তিভো জানায়, মেলিলার এক সাবেক ফুটবলারকে বুধবার আটক করা হয়েছিল, পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযোগ বহাল আছে।

আরও পড়ুন

এল ফারোতে সেদিনের ম্যাচের ধারা বর্ণনায় কিছু সন্দেহজনক বিষয় উঠে এসেছিল। যার মধ্যে উল্লেখযোগ্য ‘খেলোয়াড়রা কোনো বল চ্যালেঞ্জ করেননি’, ‘একবারও লক্ষ্যে শট নেয়নি’ এবং ‘মনেই হয়নি তারা খেলার মধ্যে আছে’।