ম্যাচ শেষে ক্ষুব্ধ রিচার্লিসন বলেছেন, ‘কেন আমাকে বদলি হিসেবে খেলানো হচ্ছে আমি বুঝতে পারছি না। খুব ভালোভাবেই সব এগোচ্ছিল। ওয়েস্ট হাম এবং চেলসির বিপক্ষে জয়ও পেলাম। তারপর হঠাৎ করে দেখলাম সে (সহকারী কোচ ক্রিস্টিয়ান স্টেল্লিনি) আমাকে বেঞ্চে বসিয়ে দিল। উলভসের বিপক্ষে আমাকে মাত্র ৫ মিনিটের জন্য নামানো হলো। আমি জিজ্ঞেস করেছি, কেন? তারা আমাকে কিছুই বলতে পারেনি। আর গতকালও তারা আমাকে জিমে পরীক্ষা দিতে বলে, সেটি ভালো হলেই আমি খেলতে পারব। কিন্তু খেলার সময় তারা আমাকে বেঞ্চে বসিয়ে দিল। এই বিষয়গুলো বোঝা সম্ভব নয়।’

ক্ষুব্ধ রিচার্লিসন আরও যোগ করে বলেন, ‘দেখা যাক সে (কন্তে) কাল কি বলে। কিন্তু এখানে কেউ বোকা না। আমি পেশাদার, আমি প্রতিদিন কাজ করি এবং খেলতে চাই। আমি সময় পাচ্ছি না। আমি ছোটখাটো চোটে ভুগছি কিন্তু যখনই আমি মাঠে নামি, নিজের জীবন দিয়ে দিই।’

খেলার সুযোগ না পেয়ে রিচার্লিসন ক্ষোভ প্রকাশ করলেও মাঠে তাঁর পারফরম্যান্স ভিন্ন কিছুই বলছে। চ্যাম্পিয়নস লিগে ২ গোল করলেও প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলে এখনো গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান তারকা। সব মিলিয়ে ২৫ ম্যাচ খেলেও তাঁর গোল সংখ্যা সাকল্যে সেই দুটিই।