আরেকটু এগিয়ে টানেলে ঢোকার আগে হতাশা যেন চরমে পৌঁছায় রোনালদোর। তিনি দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন। এরপর কোনো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে টানেলের ভেতরে চলে যান।

রোনালদো কাল পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। দলকে গোল এনে দেওয়ার সুযোগও তিনি পেয়েছিলেন প্রথমার্ধে। কিন্তু তাঁর শট ঠেকিয়ে দেন আল ইত্তিহাদের গোলকিপার। এর আগেই অবশ্য রোনালদো অফসাইডের শিকার হন।

সব মিলিয়েই ম্যাচ শেষের ওই হতাশা রোনালদোর। তবে পরবর্তী সময় সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন সাবেক রিয়াল তারকা, ‘এই ফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী।’

রোনালদো এরপর সমর্থকদের উদ্দেশে টুইটারে লেখেন, ‘আল নাসর সমর্থকদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে আছেন।’