রোনালদো কি তাহলে মেক্সিকোর ক্লাবে যাচ্ছেন
এই অধ্যায় শেষ।
গল্প? এখনো লেখা হচ্ছে।
সবার প্রতি কৃতজ্ঞ।
আল নাসরের হয়ে পরশু রাতে মৌসুমের শেষ ম্যাচটি খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই পোস্ট দেখার পর থেকেই সমর্থকদের মনে জেগেছে কৌতূহল—তাহলে রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়?
যেহেতু আল নাসর ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, মৌসুম শেষেই রোনালদো ক্লাব ছাড়তে পারেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরেই চলছে। রোনালদোর ঘনিষ্ঠ সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ৪০ বছর বয়সী ফরোয়ার্ড আল নাসর ছেড়ে এমন কোনো ক্লাবে যেতে চান, যে ক্লাব আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলবে।
শুরুতে সৌদি আরবেরই আরেক ক্লাব ও আল নাসরের নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের নাম শোনা যাচ্ছিল। এরপর শোনা গেল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর নাম। সম্প্রতি এই তালিকার যোগ হয়েছে মরক্কোর ওয়াইদাদ অ্যাথলেটিক ক্লাব।
সর্বশেষ স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস–এর খবরে এসেছে আরেকটি নাম—মোন্তেররেই। মেক্সিকোর এই ক্লাব নাকি রোনালদোকে পেতে খুবই আগ্রহী। স্বল্পমেয়াদি চুক্তিতে (এক মাস) হলেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে আনতে চায় তারা।
আল হিলাল, বোতাফোগো, ওয়াইদাদ ও মোন্তেররেই—চার ক্লাবই এবার নিজ নিজ মহাদেশ থেকে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
তবে এদের মধ্যে আপাতত মোন্তেররেইকেই এগিয়ে রাখছে ট্রান্সফারমার্কেট। ফুটবলের দলবদল, পরিসংখ্যান ও তথ্য–উপাত্তভিত্তিক এই ওয়েবসাইট জানিয়েছে, রোনালদোর মোন্তেররেইয়ে যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ ৩৪%, বোতাফোগোয় যাওয়ার সম্ভাবনা ৩০%।
সংবাদমাধ্যমগুলো মোন্তেররেইকে এগিয়ে রাখার কারণ হিসেবে দুটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উল্লেখ করেছে। (১) রোনালদোর চাহিদা অনুযায়ী বেতন দেওয়ার সক্ষমতা, (২) সের্হিও রামোসের উপস্থিতি।
মোন্তেররেই ক্লাবটি মেক্সিকোর বহুজাতিক কোমল পানীয় ও খুচরা পণ্য বিক্রেতা কোম্পানি ফেমসার মালিকানাধীন। এটি বিশ্বের সবচেয়ে বড় কোলাজাতীয় পানীয় বোতলজাতকরণ গ্রুপ এবং রাজস্বের দিক থেকে মেক্সিকোর পঞ্চম বৃহত্তম কোম্পানি। তাই রোনালদোকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে ক্লাবটির কোনো সমস্যা হওয়ার কথা নয়।
এর চেয়েও বড় ব্যাপার, রিয়াল মাদ্রিদে রোনালদোর একসময়ের বন্ধুপ্রতিম সতীর্থ সের্হিও রামোস বর্তমানে মোন্তেররেইতেই খেলছেন। রামোস রোনালদোকে তাঁর ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে স্পেনের আরেক ক্রীড়া দৈনিক মার্কা।
এএস জানিয়েছে, আল নাসর রোনালদোকে যে সুযোগ-সুবিধা দিয়েছে, মোন্তেররেই ততটা দিতে পারবে না। তবে তাঁর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস দেবে। যদিও মোন্তেররেইয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর মালিক মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর। সম্প্রতি এফএ কাপের শিরোপা জেতা ক্রিস্টাল প্যালেস, ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ এবং বেলজিয়ান ক্লাব আরডব্লুডি মোলেনবিকেরও বেশির ভাগ অংশের মালিকানায় আছেন টেক্সটর।
কিন্তু লিওঁর আর্থিক দায়বদ্ধতার কারণে টেক্সটর এই মুহূর্তে কিছুটা চাপে আছেন। তাই রোনালদোকে বিশাল অঙ্কের বেতন দিয়ে বোতাফোগোয় নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন।
বোতাফোগোর পর্তুগিজ কোচ রেনাতো পাইভা কদিন আগে রোনালদোকে নিয়ে বলেছিলেন, ‘তার মতো তারকা যদি আসতে চায়, তাহলে না বলা যায় না। কোচরা সব সময় সেরা খেলোয়াড়কেই চান।’ কিন্তু পাইভা চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত মালিকপক্ষের হাতে।
এখন প্রশ্ন হলো—আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ফুরাবে আগামী ৩০ জুন। আর ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন। তাহলে রোনালদো এর আগেই অন্য ক্লাবে যাবেন কীভাবে? এর সমাধানও ফিফা করে দিয়েছে। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে চলা ৩২ দলকে ১ থেকে ১০ জুনের মধ্যে বিশেষ দলবদলের সুবিধা দেওয়া হয়েছে, যেন তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারে।
যেহেতু চুক্তির মেয়াদ বাকি থাকলেও এই মৌসুমে আল নাসরের আর কোনো ম্যাচ নেই, তাই রোনালদোকে ক্লাব বিশ্বকাপের যেকোনো দল বিনা ট্রান্সফার ফিতে সই করাতে পারবে।