ধর্ষণের অভিযোগ মাথায় নিয়েও স্বস্তির খবর পেলেন হাকিমি

প্যারিসে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে হাকিমিছবি: এএফপি

বেশ বিপদেই আছেন আশরাফ হাকিমি। পিএসজির এই রাইটব্যাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফ্রান্সের কৌঁসুলিরা। এমন খারাপ পরিস্থিতিতেও অবশ্য হাকিমি পেলেন কিছুটা স্বস্তির খবর।

তদন্ত চলাকালে খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই মরক্কোর এই ফুটবলারের। এমন তথ্যই জানিয়েছে ইএসপিএন। ফরাসি লিগে নেঁসের বিপক্ষে আগামী শনিবার খেলবে পিএসজি। সে ম্যাচেই খেলার সম্ভাবনা আছে হাকিমির।

আরও পড়ুন

গত রোববার ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর আগের দিন শনিবার প্যারিসে হাকিমি নিজের বাসায় ওই নারীকে ধর্ষণ করেছেন—এ অভিযোগ করেন সেই নারী। অভিযোগ করলেও তিনি অবশ্য মামলা করেননি। তবে এরপরও ফ্রান্সের কৌঁসুলিরা অভিযোগটি তদন্ত করছেন।

খেলতে বাধা নেই হাকিমির
ছবি: এএফপি

হাকিমি এখনো এ বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে হাকিমির ক্লাব পিএসজি তাঁকে নির্দোষ দাবি করে তাঁর পাশে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে পিএসজি জানিয়েছে, হাকিমি অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন, বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। ক্লাব ফুটবলারের পাশে আছে। এ ছাড়া সংবাদমাধ্যম ইএসপিএনও জানিয়েছে, ধর্ষণের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাকিমি।

আরও পড়ুন

হাকিমির আইনজীবী ফ্যান্নি কলিনও এ বিষয় নিয়ে কথা বলেছেন। তিনিও দাবি করছেন, হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন। ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ানকে তিনি বলেছেন, ‘অভিযোগটি পুরোপুরি মিথ্যা। সে খুবই স্বাভাবিক ও সুষ্ঠু বিচারিক নিষ্পত্তির আশায় আছে।’ আইনজীবী ফ্যান্নি কলিন তদন্তকারী দলকে পুরো ঘটনা তদন্তে সহায়তা করতেও ইচ্ছুক।

গত ১৬ জানুয়ারি ইনস্টাগ্রামে হাকিমি ও ওই নারীর পরিচয় হয়। শনিবার হাকিমির সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান সেই নারী। হাকিমি এরপর অনৈতিক আচরণ শুরু করলে তিনি হাকিমির বাসা থেকে পালান। কাছেই এক বন্ধুর কাছে সাহায্য চেয়ে খুদে বার্তা পাঠান তিনি। সেই বন্ধু এসে তাঁকে উদ্ধার করেন। এ তথ্য জানিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।