আর্সেনালের ছয়ে ছয়, পয়েন্ট খুইয়েছে পিএসজি

আর্সেনাল জিতেছে টানা ষষ্ঠ ম্যাচরয়টার্স

ক্লাব ব্রুগা ০:৩ আর্সেনাল, বিলবাও ০:০ পিএসজি

ক্লাব ব্রুগা আজকের আগে ঘরের মাঠে যে দুটি ম্যাচ খেলেছে এবার, কোনোটিতেই তিন গোলের কম করেনি।

আজ সেই ব্রুগাকে তাদের নিজেদের মাঠে ‘বোতলবন্দী’ রেখেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি বেলজিয়ামের ক্লাবটিকেই উল্টো ৩ গোল হজম করিয়েছে। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আর্সেনালের ৬ ম্যাচে ষষ্ঠ জয়। পুরো ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেও মিকেল আরতেতার দলই।

এ দিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অবশ্য আটকে গেছে। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল।

আর্সেনালের জয়ে ৩ গোলের দুটি এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধের ২৫ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন ননি মাদুয়েকে। ২৩ বছর বয়সী এই উইঙ্গার ৪৭ মিনিটে করেন দলের দ্বিতীয় গোল।

আর্সেনালের জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলি দলের তৃতীয় গোল এনে দিলে। শেষ পযন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আর্সেনাল।

পয়েন্ট তালিকায় গানাররা এখন শীর্ষে, ব্রুগা ৩৬ দলের মধ্যে ৩১তম অবস্থানে।

আরও পড়ুন

সান মেমসে পিএসজি পয়েন্ট হারিয়েছে নিজেদের ফিনিশিং দুর্বলতায়। দ্বিতীয়ার্ধে অবশ্য ব্রাডলি বার্কোলার শট ক্রসবার না ফেরালে গোল হয়েও যেতে পারত।

বিলবাওয়ের বিপক্ষে সব মিলিয়ে মোট ১৮টি শট নিয়েছে পিএসজি, ১৩টিই পেনাল্টি বক্সের ভেতর থেকে। এমনকি ৫টি শট লক্ষ্যেও ছিল। কিন্তু কোনো প্রচেষ্টাতেই কাজ হয়নি ফরাসি ক্লাবটির।

০:০ স্কোরলাইনে মাঠ ছাড়লেও অবশ্য পিএসজি পয়েন্ট তালিকায় খুব একটা পিছিয়ে নেই। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আছে এনরিকের দল, বিলবাও ৫ পয়েন্ট নিয়ে ২৮তম।

আজ রাতের সব ম্যাচের ফল

জুভেন্টাস ২:০ পাফোস

লেভারকুসেন ২:২ নিউক্যাসল

বেনফিকা ২:০ নাপোলি

ডর্টমুন্ড ২:২ বোদো/গ্লিমট

বিলবাও ০:০ পিএসজি

ব্রুগা ০:৩ আর্সেনাল

রিয়াল ১:২ ম্যানচেস্টার সিটি

ভিয়ারিয়াল ২:৩ কোপেনহেগেন

আরও পড়ুন