লিভারপুলের মাঠে ড্র করে শীর্ষে থেকেই বড়দিনে আর্সেনাল

গ্যাব্রিয়েল মাগালাইসের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনালএএফপি

লিভারপুল ১: ১ আর্সেনাল

আর্সেনাল না লিভারপুল, পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিন উদ্‌যাপন করবে কারা?

এই প্রশ্ন সামনে রেখেই শনিবার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় লিভারপুল ও আর্সেনাল। শীর্ষস্থান ধরে রাখতে ড্র হলেই চলত আর্সেনালের। ম্যাচ জেতো ও অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে টপকে শীর্ষে ওঠো—লিভারপুলের ছিল এই সমীকরণ।

ঘরের মাঠে লিভারপুল মেলাতে পারেনি সেই সমীকরণ। ১-১ গোলে ড্র হয়েছে এক ও তিনের লড়াই। তাতে নিশ্চিত হয়েছে আর্সেনালের শীর্ষে থেকে বড়দিন উদ্‌যাপন। তবে শীর্ষে উঠতে না পারলেও ভিলাকে টপকে দুইয়ে উঠে গেছে লিভারপুল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট লিভারপুল ও ভিলার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকাতেই দুইয়ে লিভারপুল।

ম্যাচের শুরুতেই লিভারপুলকে চেপে ধরেছিল আর্সেনাল। মিকেল আরতেতার দল পুরস্কারও পেয়ে যায় হাতেনাতে। ৪ মিনিটেই অ্যানফিল্ডকে চুপ করিয়ে এগিয়ে যায় গানাররা। মার্টিন ওডেগার্ডের ফ্রিকিক থেকে অফসাইডের ফাঁদ ভেঙে হেডে গোল পেয়ে যান আর্সেনালের গ্যাব্রিয়েল। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এবারের লিগ এটিই প্রথম গোল।

লিভারপুলের একমাত্র গোলটি মোহাম্মদ সালাহর
এএফপি

লিভারপুল সমতায় ফেরে ২৯ মিনিটে। নিজেদের অর্ধ থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড লম্বা পাস বাড়িয়েছিলেন ডান প্রান্তে আগুয়ান মোহাম্মদ সালাহর দিকে। মিসরীয় ফরোয়ার্ড আর্সেনাল ডিফেন্ডার জিনচেঙ্কোকে ফাঁকি দিয়ে ডান প্রান্ত দিয়ে ঢুকে যান পেনাল্টি বক্সে। এরপর বাঁ পায়ের দারুণ এক কোনাকুনি শটে পেয়ে যান গোল।

আরও পড়ুন

ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে শততম লিগ ম্যাচটার দ্বিতীয়ার্ধে প্রাধান্য ছিল লিভারপুলেরই। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা দলটি নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। ৭১ থেকে ৭৩, এই তিন মিনিটেই দুবার অল্পের জন্য গোল পায়নি ইয়ুর্গেন ক্লপের দল। বদলি খেলোয়াড় হার্ভি এলিয়টের শট বাইরে দিয়ে যায়। দু মিনিট পরেই পাল্টা এক আক্রমণ থেকে মোহাম্মদ সালাহর পাস ফাঁকায় পেয়ে যান আলেকজান্ডার-আরনল্ড। কিন্তু তাঁর নেওয়া শট শুধু ক্রসবারটাকেই কাঁপাতে পারে।

আরও পড়ুন