মিক্সড মার্শাল আর্টে নামছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোরোনালদোর ইনস্টাগ্রাম হ্যান্ডল

ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন ৪০ বছর। আগামী বছর যে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলবেন, সেটা পরিষ্কার করে বলেছেন গত মাসেই। সিএনএন উপস্থাপককে তখন রোনালদো নিজের অবসরের সময়টাও পরিষ্কার করে বুঝিয়ে দেন। পর্তুগিজ কিংবদন্তি কিছুদিন আগে থেকেই বলছিলেন, শিগগির অবসর নেবেন। সিএনএন উপস্থাপককে রোনালদোর ব্যাখ্যা ছিল, ‘শিগগিরই বলতে আমি এক–দুই বছরের কথা বলেছি।’

আচ্ছা, অবসর নেওয়ার পর রোনালদো কিসে মজতে পারেন? আল নাসর তারকার মাঠের বাইরে তো ব্যবসা–বাণিজ্যের অভাব নেই। হোটেল, জিম, ফ্যাশন, সিনেমা, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে মোটা অঙ্কের বিনিয়োগ আছে তাঁর। কিন্তু রোনালদো যে ধরনের মানুষ, অবসর নেওয়ার পর তাঁর এসব ব্যবসায় পূর্ণ মনোযোগ না দেওয়ার সম্ভাবনা হয়তো বেশি। নিজে যেহেতু খেলোয়াড়, তাই খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট কিছুতে হয়তো বেশি মনোযোগ দিতে পারেন। আর সেটা হতে পারে সম্ভবত মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) লড়াইয়ের জগৎ।

ক্রিস্টিয়ানো রোনালদো ২০২৬ বিশ্বকাপে খেলার অপেক্ষায়
এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ গত ২৭ নভেম্বর রোনালদোর হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে করা পোস্টে এমএমএ লড়াইয়ে জগতে নামার ঘোষণা দেন রোনালদো, ‘রোমাঞ্চ নিয়ে বড় একটা খবর জানাচ্ছি—@ওয়াওএফসিএমএমএর অংশীদার হতে যাচ্ছি। শৃঙ্খলা, সম্মান, দৃঢ়তার মতো মূল্যবোধের বিষয়ে আমাদের ভাবনা এক। ওয়াওএফসি অনন্য এবং শক্তিশালী কিছু তৈরি করছে আর তাতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমরা যেন খেলাটাকে নতুন উচ্চতায় নিতে পারি, তরুণদের অনুপ্রাণিত করতে পারি।’

রোনালদোর এই পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ওয়াওএফসির অংশীদার হয়ে বিশ্বব্যাপী নতুন যুগের সূচনা করলেন।’ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ওয়াও এফসি গর্বের সঙ্গে জানাচ্ছে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিষ্ঠানের অংশীদার হবেন। তাঁর যোগ দেওয়া ওয়াও এফসির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতের মিক্সড মার্শাল আর্ট দুনিয়ার জন্য বদলে যাওয়ার মুহূর্ত।’

ওয়াও এফসির পুরো নাম ‘ওয়ে অব ওয়ারিয়র।’ এই স্প্যানিশ ফার্মটি মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ইভেন্ট আয়োজন করে। ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বোর্ডে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) লাইটওয়েট তারকা ইলিয়া তপুরিয়ার সঙ্গে যোগ দেবেন রোনালদো।

রোনালদোর সেই পোস্টে সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াও এফসির পক্ষ থেকে বলা হয়, ‘ওয়াও এফসি সব ধরনের দর্শকশ্রেণিতে ব্যাপক প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে। বছরের পর বছর ধরে ইভেন্টে অংশ নেওয়ার হার ৪০০ শতাংশ বেড়েছে। প্রতিটি শোতে টিকিট বিক্রি ধারাবাহিকভাবে ৫ হাজারের বেশি অতিক্রম করেছে। ওয়াও এর ইভেন্টগুলো আন্তর্জাতিকভাবে ১৭০–এর বেশি দেশে পৌঁছেছে, যা কমব্যাট স্পোর্টসে এই প্রতিষ্ঠানকে বিশ্বের উদীয়মান শক্তিতে পরিণত করেছে।’

আরও পড়ুন

রোনালদোর ওয়াও এফসিতে যোগ দেওয়ার এই খবর ২৭ নভেম্বরই প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডল থেকে করা পোস্টে নিশ্চিত করা হয়। এরপর গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে লেখা, ‘লড়াইয়ের (ফাইটিং) নতুন যুগ শুরু হচ্ছে।’ ভিডিওতে রোনালদো ও তপুরিয়া নিজেদের ইচ্ছের কথাগুলো বলেন।

যুক্তরাষ্ট্রের বক্সার রায়ান গার্সিয়া এমএমএতে রোনালদোকে নিয়ে অন্য সম্ভাবনা দেখছেন। তাঁর মতে, শুধু বিনিয়োগ করা নয়; রোনালদো এমএমএ লড়াইয়ে অ্যাথলেট হিসেবেও অংশ নিতে পারেন। কানাডিয়ান অনলাইন প্লাটফর্ম ‘কাভারস’কে গার্সিয়া বলেছেন, ‘যেকোনো বিভাগে, যেখানে সে পা ব্যবহার করে, হয়তো তায়কোয়ান্দো কিকবক্সার হতে পারবে।’

রোনালদোর যে ফিটনেস, তাতে ইচ্ছাটি তাঁকে পেয়ে বসে কিনা কে জানে! তবে ব্যাপারটা সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো।

আরও পড়ুন