নতুন চুক্তিতে হলান্ডকে যে প্রস্তাব দিচ্ছে সিটি

সিটি তারকা আর্লিং হলান্ডছবি: রয়টার্স

গ্রীষ্মের দলবদলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে আর্লিং হলান্ড একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। হলান্ডকে ঘিরে ইংলিশ ফুটবলের ইতিহাসটাই যেন নতুন করে লিখতে হচ্ছে। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার পাশাপাশি অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছেন হলান্ড।

মৌসুমজুড়ে এমন দুর্দান্ত পারফরম্যন্সের পর হলান্ডকে নাকি নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে ম্যান সিটি। তবে চমকে যাওয়ার মতো তথ্য হচ্ছে, সেই চুক্তিতে নাকি হলান্ডের কোনো রিলিজ ক্লজও রাখা হয়নি!

রিলিজ ক্লজ হচ্ছে ফুটবলারদের চুক্তির একটা ধারা। যেখানে একজন খেলোয়াড়কে কিনতে ইচ্ছুক কোনো ক্লাবের কমপক্ষে কত টাকা খরচ হবে, সেই অঙ্কটা লেখা থাকে। ধরা যাক কোনো খেলোয়াড়ের চুক্তির রিলিজ ক্লজ প্রায় ১২ কোটি ইউরো। অর্থাৎ বর্তমান ক্লাবের ইচ্ছার বাইরে কোনো ক্লাব সেই খেলোয়াড়কে কিনতে চাইলে এই পরিমাণ অর্থ বর্তমান ক্লাবকে দিতেই হবে।

হলান্ড ও গার্দিওলা
ছবি: রয়টার্স

সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হাতছাড়া না করতে চাইলে এমন রিলিজ ক্লজ দিয়ে রাখে ক্লাবগুলো। টাকার অঙ্কটাও হয় অস্বাভাবিক। আবার খেলোয়াড়দের জন্যও এটি একধরনের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। কোনো ক্লাবে থাকতে না চাইলে রিলিজ ক্লজের মাধ্যমে তাঁর অন্য কোনো ক্লাবে যাওয়ার সুযোগ থাকে।

২০২২ গ্রীষ্মের দলবদলে হলান্ড ৬ কোটি ইউরোতে বরুসিয়া থেকে সিটিতে যোগ দেন হলান্ড। তাঁর সঙ্গে ৫ বছরের চুক্তি হয় সিটির, অর্থাৎ ২০২৭ পর্যন্ত সিটিতে থাকার কথা হলান্ডের। তবে সেই চুক্তিতেই একটা শর্ত ছিল ২০২৪ সালের পর রিলিজ ক্লজের ১৭ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে কোনো ক্লাব চাইলে তাঁকে নিতে পারবে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর, নরওয়েজীয় তারকার এই চুক্তটি সরাসরি পেপ গার্দিওলার সঙ্গে সিটির চুক্তির সঙ্গে সম্পর্কিত ছিল। অর্থাৎ গার্দিওলা সিটিতে না থাকলে হলান্ডও চলে যেতে পারেন, এমন একটা শর্ত ছিল। গত বছর নভেম্বরে সিটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা। ফলে হলান্ডকে হারানোর ভয়ও কিছুটা কমে গেছে সিটির। এ কারণেই তাঁর চুক্তিতে রিলিজ ক্লজেরও দরকার মনে করছে না সিটি।

আরও পড়ুন

ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য আথলেটিক বলছে, হলান্ডের চুক্তি থেকে রিলিজ ক্লজ সরিয়ে দিয়ে নতুন প্রস্তুাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিটি। নতুন চুক্তিতে তাঁকে ২০২৯ পর্যন্ত ক্লাবে থাকার প্রস্তাব দেওয়া হবে। এ নিয়ে হলান্ডের এজেন্টের সঙ্গে খুব শিগগির সিটি আলোচনায় বসবে বলে জানিয়েছে দ্য আথলেটিক।