বেতন বাড়িয়ে ৩৩ বছর পর লিগ জেতানো কোচকে রেখে দিচ্ছে নাপোলি

২০২৫ সালের জুন পর্যন্ত নাপোলিতেই থাকছেন স্পালেত্তিছবি : টুইটার

৩৩ বছর! কত কিছু হয়ে গেছে এ সময়ে। হচ্ছিল না শুধু নাপোলির আরেকটি লিগ শিরোপা জেতা। অনেক দেরিতে হলেও নেপলসবাসীর অপেক্ষার অবসান হয়েছে। পাঁচ ম্যাচ বাকি থাকতেই এবার সিরি ‘আ’ ট্রফি (স্কুদেত্তো নামে পরিচিত) নিজেদের করে নিয়েছে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ক্লাব।

৩৩ বছরের আক্ষেপ ঘোচাতে ৩১ কোচ বদলাতে হয়েছে নাপোলিকে। এ সময়ে ক্লদিও রানিয়েরি, মার্সেলো লিপ্পি, জিয়ান পিয়েরো ভেনতুরা, মরিসিও সারি, রাফায়েল বেনিতেজ, এমনকি কার্লো আনচেলত্তির হাতে দায়িত্ব সঁপে দিয়েছিল ক্লাবটি। কিন্তু কেউই চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি।

অবশেষে লুসিয়ানো স্পালেত্তির অধীনে ইতালির চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। ৪ মে লিগ জয়ের পর নাপোলি সভাপতি অরেলিও দি লরেন্তিস বলেছিলেন, ‘স্পালেত্তি আমাদের সঙ্গেই থাকছেন। আমাদের প্রকল্প এখানেই থামছে না। এটা সবে শুরু। আমরা বারবার জিততে চাই। আমাদের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ।’ লরেন্তিস তাঁর কথার সঙ্গে কাজের মিলও দেখালেন।

দলবদল বিষয়ক ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমেরকাতো গতকাল তাদের প্রতিবেদনে লিখেছে, পরশু রাতে ক্লাবের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া চিয়াভেল্লিকে নিয়ে স্পালেত্তির সঙ্গে ডিনারে বসেছিলেন লরেন্তিস। ডিনার শেষে স্পালেত্তির চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনাটা ফলপ্রসূই হয়েছে। নাপোলিতে থেকে যেতে রাজি হয়েছেন স্পালেত্তি। ৬৪ বছর বয়সী কোচ ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুন

নাপোলিকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পুরস্কারও পাচ্ছেন স্পালেত্তি। তাঁর বেতন প্রায় ২৫ শতাংশ বাড়ানো হচ্ছে। ২০২১ সালে নাপোলির দায়িত্ব নেওয়া স্পালেত্তি মৌসুমে ২৮ লাখ ইউরো (৩২ কোটি ৭৮ লাখ টাকা) পেতেন। আগামী মৌসুম থেকে পাবেন ৩৮ লাখ ইউরো (প্রায় ৪১ কোটি টাকা)।

আনচেলত্তি–রানিয়েরিরা যা পারেননি, স্পালেত্তি সেটাই করে দেখিয়েছেন
ছবি : টুইটার

কালসিওমেরকাতো আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্পালেত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি ঘোষণা করবে নাপোলি। ওই প্রাক্‌-মৌসুম প্রস্তুতির সূচিও জানানোর কথা তাদের।

নাপোলিতে থেকে যাওয়ার ব্যাপারে স্পালেত্তি বলেছেন, ‘ক্লাব সভাপতির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। নিশ্চিত করে বলতে পারি, ভবিষ্যৎ বেশ রোমাঞ্চকর হতে চলেছে।’