ইউরোপের ফুটবলে মধ্যপ্রাচ্যের যত মালিক

কাতারি মালিকানাধীন পিএসজিতে খেলেন এমবাপ্পে, নেইমার ও মেসিরয়টার্স

কাতারের ব্যাংকার শেখ জসিম বিন হামাদের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনে নিতে চাইছে। আগে থেকেই ফ্রান্সের ক্লাব পিএসজি কাতারের মালিকানা আছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের আছে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগের আরেক দল নিউক্যাসলের মালিকপক্ষ সৌদি আরবের।

ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে বিদেশি মালিকানা নিয়ে জেনে নিন এএফপির সৌজন্যে-

ম্যানচেস্টার ইউনাইটেড

ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিষ্ঠিত হয় ১৮৭৮ সালে। ইংলিশ ফুটবলের শীর্ষস্তর প্রিমিয়ার লিগে রেকর্ড ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

আরও পড়ুন

বর্তমান মালিক

২০০৫ সালে ক্লাবটি কিনে নেয় যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। এই ব্যবসায়িক পরিবারটির অধীনে আছে আমেরিকান ফুটবলের দল টাম্পা বে বুকানিয়ার্স এবং আবাসন প্রতিষ্ঠান ফার্স্ট এইড করপোরেশন। ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নেওয়ার কয়েক বছর পর ক্লাবটিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত করে গ্লেজার পরিবার।

গত কয়েক বছরে মাঠে ইউনাইটেডের ব্যর্থতার সূত্রে সমর্থকদের কাছে অজনপ্রিয় হয়ে উঠেছে গ্লেজার পরিবার। ক্লাবের বিশাল ঋণের কারণে মালিকপক্ষ নিজেরাও বিরক্ত। সব মিলিয়ে গত বছরের নভেম্বরে ক্লাব বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয় গ্লেজার পরিবার। তবে প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগও নেওয়া হতে পারে বলে জানানো হয়।

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম
রয়টার্স

স্টেডিয়াম ও ধারণক্ষমতা

ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়াম ওল্ড ট্রাফোর্ডের আসনসংখ্যা ৭৫ হাজার। ১৯১০ সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আইকনিক স্টেডিয়ামটি পুনঃসংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মূল খেলোয়াড়

এই মুহূর্তে দলটির প্রধান তারকা খেলোয়াড় ইংলিশ ফরোয়ার্ড মারকাস রাশফোর্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৪ গোল করেছেন তিনি, যা বিশ্বকাপের পর ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সর্বোচ্চ। ইউনাইটেডের বর্তমান দলটিতে আছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করা লিসান্দ্রো মার্তিনেজ, পর্তুগিজ ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেজ, ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরোরা।

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো কোচের সঙ্গে সম্পর্কে অবনতির সূত্রে নভেম্বরে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যান।

দাম

ডেলয়েটের হিসাব অনুসারে, ২০২৩ ফুটবল অর্থের লিগে চতুর্থ অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২ সালে ক্লাবটির আয় ছিল ৬৮ কোটি ৮৬ লাখ ইউরো, যা আগের বছরের তুলনায় ১৩ কোটি বেশি। ডেলয়েট অর্থের লিগে ২০১৮ সালে এক নম্বরে ছিল ইউনাইটেড।

আরও পড়ুন

পিএসজি

ফ্রান্সের প্যারিস এফসি ও সেইন্ট–জার্মেই একত্র হয়ে পিএসজি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। দলটি ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লিগ আঁ–র অন্যতম সফল দল।

পিএসজি আক্রমণভাগে নেতৃত্ব দেন কিলিয়ান এমবাপ্পে
রয়টার্স

বর্তমান মালিক

২০১১ সালে ফ্রান্সের ক্লাব পিএসজি কিনে নেয় কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস (কিউএসআই)। এটি কাতারের সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান কাতার ইনভেস্টমেন্ট অথোরিটির (কিউআইএ) অধিভুক্ত প্রতিষ্ঠান। কিউএসআই গত বছরের অক্টোবরে জানায়, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ব্রাগার ২২ শতাংশ মালিকানা কিনবে তারা।

আরও পড়ুন

স্টেডিয়াম ও ধারণ ক্ষমতা

প্যারিসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পিএসজির হোম ভেন্যু পার্ক দি প্রিন্সেস। এর দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ৫০০। ১৯৭৪ সাল থেকে এটিকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করছে পিএসজি, তবে মাঠটির মূল মালিক ক্লাব নয়। মাঠটি তারা ব্যবহার করে নগর কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে। প্যারিসের পশ্চিম উপশহরে নিজস্ব মাঠ তৈরি করতে চায় পিএসজি, তবে সেটি বিক্রির জন্য নয় বলে জানিয়ে দিয়েছেন প্যারিসের মেয়র।

আরও পড়ুন

মূল খেলোয়াড়

বর্তমানে ফুটবলের সবচেয়ে বড় তিন তারকা খেলেন পিএসজিতে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির সঙ্গে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের নেইমার।

দাম

ডেলয়েটের অর্থের লিগে ২০২৩ বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে আছে পিএসজি। ২০২২ সালে ক্লাবটির আয় ছিল ৬৫ কোটি ৪২ লাখ ইউরো।

নিউক্যাসল ইউনাইটেড

ইংল্যান্ডের পুরোনো ক্লাবগুলোর অন্যতম নিউক্যাসল ইউনাইটেড, প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে।

বর্তমান মালিক

ইংলিশ ক্লাবটির ৮০ শতাংশের মালিক সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ)। ব্রিটিশ ধনকুবের মাইক অ্যাশলের কাছ থেকে ক্লাবটি কেনা হয় ২০২১ সালের অক্টোবরে।

সৌদি মালিকানায় যাওয়ার পর উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে ক্লাবটিতে। এরই মধ্যে চলতি প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে উঠে এসেছে নিউক্যাসল। সিংহভাগ মালিকানা কিনলেও সৌদির কেউ নিউক্যাসলের হয়ে সামনে আসেন না। ক্লাব কর্তৃপক্ষের একজন হিসেবে জনসমক্ষে থাকেন ব্রিটিশ ধনকুবের আমান্ডা স্টাভেলি।

লিভারপুলের মতো দলকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার সেরা চারে নিউক্যাসল
রয়টার্স

স্টেডিয়াম ও ধারণ ক্ষমতা

নিউক্যাসল ইউনাইটেডের নিজস্ব মাঠ সেইন্ট জেমস পার্ক। এখানে একসঙ্গে খেলা দেখতে পারেন ৫২ হাজার দর্শক।

মূল খেলোয়াড়

নিউক্যাসলের তারকা মুখ ইংলিশ ডিফেন্ডার কাইরান ট্রিপিয়ার, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমেরেজ এবং প্যারাগুইয়ান উইঙ্গার মিগুয়েল আলমিরন।

দাম

ডেলয়েট ‘মানি লিগে’র হিসাব অনুসারে, ২০২২ সালে নিউক্যাসলের আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ইউরো। যা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ২০তম।

পেপ গার্দিওলার অধীনে খেলা ম্যানচেস্টার সিটি এবারও লিগ শিরোপার অন্যতম দাবিদার
রয়টার্স

ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটির প্রতিষ্ঠা ১৮৮০ সালে। গত এক দশকের ইংলিশ লিগের সফলতম দল এটি।

বর্তমান মালিক

ম্যানচেস্টার সিটির বর্তমান মালিক সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ মনসুর। এটি তিনি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কাছ থেকে কিনে নেন ২০০৮ সালে। চুক্তির ক্রয়মূল্য ছিল ২৫ কোটি ইউরো।

আরব আমিরাতের মালিকানায় যাওয়ার পর ম্যানচেস্টার সিটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়। প্রিমিয়ার লিগের সর্বশেষ ১১ মৌসুমের ৬টিতেই চ্যাম্পিয়ন হয় সিটি।

স্টেডিয়াম ও ধারণ ক্ষমতা

বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে ম্যানচেস্টার সিটির মাঠ বর্তমানে ইতিহাদ স্টেডিয়াম নামে পরিচিত। এখানকার আসনসংখ্যা ৫৩ হাজার ৪০০। স্টেডিয়ামের আসনসংখ্যা বাড়াতে গত বছরের শেষ দিকে একটি সম্ভাব্যতা যাচাই করেছে সিটি। লক্ষ্য একসঙ্গে ৬০ হাজার দর্শককে খেলা দেখানো।

আরও পড়ুন

মূল খেলোয়াড়

নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হলান্ড ও বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার সঙ্গে আছেন জ্যাক গ্রিলিশ, রদ্রিরা।

দাম

২০২২ সালে ম্যানচেস্টার সিটির মোট আয় ছিল ৭৩ কোটি ১০ লাখ ইউরো, যা ডেলয়েট ফুটবল মানি লিগে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালেও আয়ে এক নম্বরে ছিল ম্যানচেস্টার সিটি। যদিও ২০১৫-১৬ মৌসুমের আগে শীর্ষ পাঁচেই ছিল না ক্লাবটি।