আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির নতুন চুক্তি হবে কখন

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন কোচ লিওনেল স্কালোনিছবি: টুইটার

আর্জেন্টিনায় বিশ্বকাপ জয়ের উদ্‌যাপন সেরে স্পেনে ফিরেছেন লিওনেল স্কালোনি। মায়োর্কায় তাঁর পরিবার থাকে। এখানকার লা লিগার দল মায়োর্কায় স্কালোনি এক সময় খেলতেন। বিশ্বকাপ জেতায় ক্লাবটি তাঁকে সম্মানিতও করেছে। মায়োর্কায় সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে আর্জেন্টিনার এই কোচের।

সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, প্রশংসা ঝরছে চারপাশ থেকে। এর মধ্যেও একটি কথা কিন্তু উঠছে। আর্জেন্টিনার কোচ হিসেবে গত ৩১ ডিসেম্বর মেয়াদ পূরণ হয়েছে স্কালোনির। নতুন চুক্তি নিয়ে নাকি আলোচনা চলছে। কিন্তু সেই চুক্তি কবে হবে?

আরও পড়ুন
আরও পড়ুন

স্পেনের রেডিও ‘কাদেনা কোপ’–এর অনুষ্ঠান ‘এল পার্তিদাজো’কে দেওয়া সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তর দিয়েছেন স্কালোনি। কিছুদিনের মধ্যেই আর্জেন্টিনায় গিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএফ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দেখা করার কথা বলেছেন আর্জেন্টিনার এই কোচ। সেখানেই নতুন চুক্তির সবকিছু চূড়ান্ত করবেন দুজন।

স্কালোনি বলেছেন, ‘কিছুদিনের মধ্যেই বুয়েনস এইরেসে যাব। সভাপতির সঙ্গে বসে আমরা যে চুক্তিতে পৌঁছাতে চাই, সেই চেষ্টা করব। এটাই ভেবেছি। তবে কবে যাব, সেটি ঠিক করিনি। পরিবার নিয়ে এখানে (মায়োর্কা) ভালোই আছি, উপভোগ করছি।’ এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছিল, স্কালোনি আর্জেন্টিনায় ফিরে তাপিয়ার সঙ্গে বসে নতুন চুক্তি করবেন। নতুন চুক্তির মেয়াদ হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে এমনও হতে পারে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তরফ থেকেই আগেভাগে ঘোষণাটা আসতে পারে।

এ নিয়ে স্কালোনির মন্তব্য, ‘একসময় হয়তো এটা (ঘোষণা) হতে পারে’ তবে ‘অন্য বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ।’ স্কালোনি ‘অন্য বিষয়গুলো’ বলতে সম্ভবত চুক্তির শর্তাবলি ও পারিশ্রমিক বুঝিয়েছেন। তবে এ নিয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। শুধু বলেছেন, ‘বুয়েনস এইরেসে ফিরে সভাপতির সঙ্গে বসতে চাই। তাঁর সঙ্গে খুব ভালো সম্পর্ক, জাতীয় দলের দায়িত্ব সামলানোর যে সুযোগ তিনি দিয়েছেন, সে জন্য ধন্যবাদ। যা হবে সেটা আমরা জানাব।’

আরও পড়ুন
আরও পড়ুন

৪৪ বছর বয়সী স্কালোনি খেলতেন রাইটব্যাক পজিশনে। পেশাদার ফুটবল খেলেছেন ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত। এর মধ্যে ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত ছিলেন দেপোর্তিভো লা করুনায়। লা লিগা জিতেছেন দলটির হয়ে। স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে-ও জিতেছেন। ইউরোপে ওয়েস্ট হাম ও লাৎসিওতে খেললেও স্পেনেই ক্যারিয়ারের বেশির ভাগ দিন কাটিয়েছেন স্কালোনি।

দেপোর্তিভো ছাড়াও রেসিং সান্তেন্দর ও মায়োর্কাতেও খেলেছেন। স্পেনে তাঁর পরিবারও যেহেতু থাকে, তাই অনেকেই মনে করেন স্কালোনি একদিন হয়তো স্পেন জাতীয় দলেরও দায়িত্ব নিতে পারেন! সাক্ষাৎকারে ঠিক এই প্রশ্নই করা হয়েছিল স্কালোনিকে, ‘কেন নয়? স্পেন আমাকে অনেক কিছু দিয়েছে এবং এটা আমার দ্বিতীয় ঘর। নিজেকে এই দেশের অংশ মনে হয়।’

তবে স্কালোনি আগ বাড়িয়ে কিছু বলতে যাননি। স্পেন একজন স্প্যানিশ কোচ চাইবে, সেটাই স্বাভাবিক বলে মনে করেন আর্জেন্টিনার এই কোচ, ‘যদিও আমি মনে করি, স্প্যানিশ কোচ নিয়োগের পূর্ণ অধিকার আছে স্পেনের...দেলা ফুয়েন্তে (স্পেনের বর্তমান কোচ) কোচিং কোর্সে আমাকে অনেক শিখিয়েছেন। একজন অসাধারণ মানুষ। যত দ্রুত সম্ভব (স্পেন) জাতীয় দল এবং তার সঙ্গে দেখা করব।’