মেসিকে এমবাপ্পের সমান বেতন দিয়ে রাখবে না পিএসজি

পিএসজির দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেফাইল ছবি: এএফপি

লিওনেল মেসিকে কি আদৌ পিএসজি রাখবে? ফরাসি পত্রিকা লে’কিপ গতকাল জানিয়েছিল, ব্যাপারটি নিয়ে নাকি খোদ পিএসজিই নিশ্চিত নয়। তবে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি মেসিকে রাখার জন্য যে টাকার অঙ্ক প্রস্তাব করবে, সেটি কোনোভাবেই কিলিয়ান এমবাপ্পের সমান হবে না।

আরও পড়ুন

পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে মেসি আলোচনা চালিয়ে যাচ্ছে তিন মাস ধরেই। ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জেতার পর থেকে মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। চুক্তি আজ হয়ে যাচ্ছে, কাল হয়ে যাচ্ছে বলে বলে এটা ঝুলেই রয়েছে।

আগেই খবর বেরিয়েছে, অনেক বিষয়েই নাকি পিএসজির সঙ্গে মতে মিলছে না মেসির। তাঁর কিছু ব্যাপারে আপত্তি আছে, আছে নানা শর্তও। আপত্তি দলের পরিকল্পনা নিয়ে। সব পরিকল্পনার কেন্দ্রবিন্দু এমবাপ্পে হওয়ায় মেসি খানিকটা বিরক্তই। তিনি দলের পরিকল্পনায় নিজের অংশীদারত্ব আরও বাড়াতে চান। মোটকথা, মাঠে তিনি রাজা হয়েই থাকতে চান, যেমনটা ছিলেন বার্সেলোনায়, যেমনটা থাকেন আর্জেন্টিনার জার্সিতে। বিশেষ করে দেশকে বিশ্বকাপ জেতানোর পর মেসি যে এমনটা চাইবেন, সেটা তো খুবই স্বাভাবিক। বেতনও তিনি চান এমবাপ্পের সমান।

গত মৌসুমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার গুঞ্জন ওঠার পর পিএসজি ফরাসি তারকার বেতন বাড়িয়েছে অনেকটাই। খবরে তো বেরিয়েছে, পিএসজি নাকি এমবাপ্পেকে রাখার জন্য রীতিমতো ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে দিয়েছিল।

আরও পড়ুন
আরও পড়ুন

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর পিএসজি নিজেদের পরিকল্পনা নতুন করে বিশ্লেষণ করছে। এর ওপর উয়েফার আর্থিক সংগতি নীতির খড়্গ তো আছেই। মেসির বেতন আরও বাড়িয়ে উয়েফার রক্তচক্ষুর শিকার হতে চায় না পিএসজি।

এরই মধ্যে মেসিকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু মেসি নাকি সেটি মানেননি। মেসিও পিএসজিকে নিজের চাওয়ার বিষয়টি জানিয়েছেন, কিন্তু সেগুলোকে বড্ড বাড়াবাড়িই মনে হচ্ছে পিএসজির কাছে। মেসি যতই বিশ্বকাপজয়ী হন না কেন, একজন ৩৬ বছর বয়সী খেলোয়াড়কে কোনোভাবেই আকাশচুম্বী বেতন দিতে চায় না পিএসজি। এমবাপ্পের সমান তো নয়-ই।

আরও পড়ুন