মেসি–এমবাপ্পেদের হারের দায় দেওয়ায় চটেছেন পিএসজির কোচ

রেনের কাছে হারে খেলোয়াড়দের কোনো দায় দেখছেন না পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়েরছবি: রয়টার্স

চোটের কারণে নেইমার নেই। রেনের বিপক্ষে কাল মাঝেমধ্যে জ্বলে উঠলেও লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পেকে ম্যাচের বেশির ভাগ সময়ই মন হয়েছে বিচ্ছিন্ন দ্বীপের মতো। মেসি–এমবাপ্পের দুজনই নিষ্প্রভ থাকলে যা হওয়ার কথা, সেটাই হয়েছে। রেনের কাছে ২–০ গোলে হেরে মাঠ ছেড়েছে পিএসজি

এ হারের পর ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র পয়েন্ট তালিকায় পিএসজির তেমন ক্ষতিবৃদ্ধি হয়নি। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে প্যারিসের দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে। তা যা–ই হোক, পিএসজির এ হার মেনে নিতে পারছে না দলটির সমর্থকসহ অনেকেই।

আরও পড়ুন
রেনের কাছে পিএসজির ২–০ গোলের হারে সেভাবে জ্বলে উঠতে পারেননি মেসি
ছবি: রয়টার্স

রেনের বিপক্ষে ম্যাচ শেষে পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়েরের সংবাদ সম্মেলনে দলের প্রতি তাঁর খেলোয়াড়দের নিবেদন নিয়েই প্রশ্ন উঠেছে। এ প্রশ্নে অবশ্য একটু বিরক্তই হয়েছেন গালতিয়ের। কড়া জবাব দিয়ে তিনি তাঁর খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়েছেন।

এমনিতেই পিএসজির ড্রেসিংরুম নিয়ে অনেক দিন ধরে নেতিবাচক খবরই বেশি আসছে। চারদিকে গুঞ্জন, পিএসজির খেলোয়াড়দের মধ্যে একতার খুব অভাব! গালতিয়ের অবশ্য সেই গুঞ্জন উড়িয়ে দেওয়ার চেষ্টা সব সময়ই করে এসেছেন।

আরও পড়ুন
রেনের বিপক্ষে কালকের ম্যাচটি এভাবে হতাশায়ই কেটেছে এমবাপ্পের
ছবি: রয়টার্স

রেনের কাছে হারের পরও খেলোয়াড়দের আড়াল করার চেষ্টা করে পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, ‘আমার খেলোয়াড়েরা তাদের সর্বস্ব দিয়েছে। আমাদের খেলোয়াড়দের জুতোয় পা গলিয়ে দেখুন না! তারা ৮ জন খেলোয়াড়কে অনুপস্থিত দেখেছে। খেলতে হয়েছে একাডেমির খেলোয়াড়দের নিয়ে, যারা কিনা দু–একবার মূল দলের সঙ্গে অনুশীলন করে।’

গালতিয়ের এখানেই থামেননি। মেসি–এমবাপ্পেদের নিয়ে সমালোচনা করা লোকেদের উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আপনারা আমার খেলোয়াড়দের নিবেদন নিয়ে দোষারোপ করতে পারেন না। এটা সত্যি নয়।’

আরও পড়ুন