মেসির চোখে বার্সার জন্য ভালোবাসা দেখেছেন লেভানডফস্কি

লরিয়াস অ্যাওয়ার্ডের মঞ্চে লেভানডফস্কি ও মেসিছবি: টুইটার

কিছুদিন ধরেই দলবদল নিয়ে আলোচনায় লিওনেল মেসি। পিএসজির সঙ্গে এ মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। প্যারিসের ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের সম্ভাবনা নেই বললেই চলে। এ পরিস্থিতিতে মেসির সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে মনে করা হচ্ছে সৌদি আরবের আল হিলাল, তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে।

মেসির বার্সায় ফেরার পথে সবচেয়ে বড় বাধা বার্সার অর্থনৈতিক সীমাবদ্ধতা। তবে সেই জটিলতা কাটলে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল। সম্প্রতি স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘টিভি৩’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির বার্সা–প্রীতি নিয়ে কথা বলেছেন ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও। লেভা বলেছেন, বার্সার প্রতি মেসির ভালোবাসা তিনি তাঁর চোখেই স্পষ্ট দেখতে পেয়েছিলেন।

আরও পড়ুন

কয়েক দিন আগে প্যারিসে লরিয়াস অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা হয় লেভা ও মেসির। সেই সময়ের আলাপের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লেভা বলেছেন, ‘যখন আমি লিওর (মেসির) সঙ্গে বার্সেলোনা নিয়ে কথা বলি, তার চোখ জ্বলজ্বল করছিল। বোঝা যাচ্ছিল, এই ক্লাব ও এই শহর তার কাছে কী অর্থ বহন করে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়। কারণ, এখানেই তার বেড়ে ওঠা। এই শহরে তার বাড়িও আছে, প্রায়ই সে এখানে ঘুরতে আসে। বার্সেলোনা তার বাড়ি।’

শুধু মেসিকে নিয়েই নয়, লেভা কথা বলেছেন তাঁর সাবেক বায়ার্ন সতীর্থ জশুয়া কিমিখকে নিয়েও। গ্রীষ্মের দলবদলে কিমিখকে কেনার ব্যাপারে বার্সা বেশ আগ্রহ দেখাচ্ছে। তাঁকে নিয়ে লেভা বলেছেন, ‘সে অবিশ্বাস্য এক খেলোয়াড় এবং দারুণ একজন মানুষ। আমি তাকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ, সে এখন বায়ার্ন মিউনিখের হয়ে খেলছে। তবে আমি তাকে অনেক বছর ধরে জানি। একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে তার সম্পর্কে আমি শুধু ইতিবাচক কথাই বলতে পারি।’

আরও পড়ুন

এ সময় বার্সেলোনায় নিজের প্রথম বছরের অভিজ্ঞতাও তুলে ধরেন লেভা, ‘আমার কাছে সবকিছুই নতুন ছিল। আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। জাভি আমাকে ক্লাব ও খেলোয়াড়দের সম্পর্কে অনেক কিছু বলেছে। এটা আমার কাজকে সহজ করে দিয়েছে। বিশেষ করে শুরুর সময়টাতে। ছাদখোলা বাসে লা লিগা শিরোপা উদ্‌যাপনের সময় আমি বুঝেছি, সমর্থকদের কাছে এই ক্লাব কী অর্থ বহন করে। আমার কাছে এটা খুবই বিশেষ কিছু। অবিশ্বাস্য অনুভূতি। আমি যা দেখেছি—সবকিছুই রোমাঞ্চকর।’

আরও পড়ুন