মেসির ভবিষ্যৎ কোথায়

পিএসজি তারকা লিওনেল মেসিছবি: টুইটার

পিএসজির সঙ্গে লিওনেল মেসিচুক্তি নবায়নের খবর বাতাসে ভাসছিল অনেক দিন ধরেই। একপর্যায়ে মেসির নতুন করে চুক্তি স্বাক্ষরকে সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। দুই পক্ষ নাকি মৌখিক সম্মতিতেও পৌঁছে গিয়েছিলেন। তবে হঠাৎ যেন উল্টো দিকে বইতে শুরু করেছে বাতাস। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, অনিশ্চিত হয়ে পড়েছে মেসি-পিএসজির নতুন চুক্তি। পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি ঝুলে যাওয়ায় অনেক বার্সেলোনা সমর্থক হয়তো মনে মনে খুশিই হয়েছিলেন। কে জানে, পিএসজিকে ফিরিয়ে দিয়ে মেসি আবার বার্সায় ফিরে আসেন কি না!

তবে সে আশায় পানি ঢেলে দিলেন মেসির বাবা হোর্হে মেসি। বলেছেন, মেসির বার্সায় ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। প্রশ্ন হচ্ছে, পিএসজির সঙ্গে যদি চুক্তি নবায়ন না হয়, আর বার্সাতেও যদি তাঁর না ফেরা হয়, তবে মেসির ভবিষ্যৎ কী?
গত ডিসেম্বরে বিশ্বকাপ জিতে অন্য এক উচ্চতা ছুঁয়েছেন মেসি। বয়স ৩৫ পেরিয়ে গেলেও মাঠে এখনো নিয়মিত জাদু দেখিয়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা

আরও পড়ুন
বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজিকে জেতাতে পারেননি মেসি ও নেইমার।
ছবি: টুইটার

পিএসজিতে প্রথম মৌসুমে সেভাবে জ্বলে উঠতে না পারলেও চলতি মৌসুমে ঠিকই নিজেকে মেলে ধরেছেন মেসি। তাই জুনে শেষ হওয়ার আগে চুক্তি নবায়নও অনেকটা নিশ্চিত হয়ে ছিল। তবে সময়ের সঙ্গে সম্ভাব্য চুক্তিটি আরও অনিশ্চিত হয়ে পড়ছে বলে দাবি করেছে লেকিপ।

সংবাদমাধ্যমটির বরাত দিয়ে ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি প্যারিসে গিয়েছিলেন। সেখানে মঙ্গলবার ছেলের নতুন চুক্তি নিয়ে পিএসজির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন হোর্হে মেসি। কিন্তু বৈঠকটি নিষ্ফলা হয়েছে। বেশ কিছু বিষয়ে একমতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

এই খবরের পর মেসির বার্সায় ফেরার প্রসঙ্গ আলোচনায় এলেও সেটি উড়িয়ে দিয়েছেন মেসির বাবা হোর্হে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না মেসি আবার বার্সেলোনায় খেলবে। আমরা লাপোর্তার সঙ্গে কথা বলিনি এবং তেমন কোনো প্রস্তাবও নেই।’ এর আগে মেসির বার্সায় ফেরা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এখন এসে সেটি অসম্ভব বলেই মনে হচ্ছে। মেসিকে দলে টানার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার বিষয় তো আছেই, সঙ্গে দুই পক্ষের সম্পর্কের অবনতি ঘটার বিষয়টিও এখানে জড়িত আছে

আরও পড়ুন
পিএসজিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে মেসি
ছবি: এএফপি

কদিন আগে লাপোর্তার প্রতি আক্রমণাত্মক বিবৃতি দিয়েছিলেন মেসির ভাই মাতিয়াসও। তিনি বলেছিলেন, ‘আমরা (মেসি) বার্সেলোনায় ফিরব না। আর যদি ফিরি, তাহলে ভালোভাবে সবকিছু পরিষ্কার করেই ফিরব। তার মধ্যে (বার্সার বর্তমান সভাপতি) হোয়ান লাপোর্তাকে লাথি মেরে বের করব, তার কৃতজ্ঞতাবোধ নেই মেসি বার্সাকে যা যা দিয়েছে, সেসবের জন্য।’

তবে পিএসজি-বার্সার নাম কাটা গেলে মেসির পরবর্তী গন্তব্য কী হবে? ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যাওয়ার পর মেসির আরেক সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার গুঞ্জন শোনা যায়। সে সময় জানা যায়, মেসিকে পেতে রেকর্ড ৩০ কোটি ডলারের প্রস্তুাব দিচ্ছে আল হিলাল। যদিও পরে তেমন কোনো প্রস্তাবের সত্যতা মেলেনি। মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি অবশ্য অনেক দিন ধরে মেসিকে দলে টানতে আগ্রহ দেখিয়ে আসছিল। তবে সেই আলাপও খুব বেশি এগোয়নি। তবে গতকাল থেকে আবার ইন্টার মিয়ামি মেসিকে কিনতে এগিয়ে আসার কথা জানা গেছে। তবে কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। সব মিলিয়ে এই মুহূর্তে তাই মেসির ভবিষ্যৎ এক রকম অনিশ্চিতই বলা যায়।

আরও পড়ুন