বার্সাকে কেন দুর্ভাগা ভাবছেন জাভি

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার বিদায়। ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ইন্টার মিলানের ৪-০ গোলের জয়ের পর বার্সার পরের রাউন্ডে যাওয়ার আর কোনো পথই খোলা ছিল না। এ নিয়ে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ক্যাম্প ন্যুর দলটি।

তবে নিজেদের ম্যাচে ইন্টার হারলেও, শেষ রক্ষা হতো না বার্সার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরে নিজেরাই যে হেরে বসেছে। বিদায়ের পর গ্রুপ বেশি শক্তিশালী ছিল বলে মন্তব্য করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

গত মৌসুমের ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চেয়েছিল বার্সা। সেই লক্ষ্যে দল গঠনেও বিপুল অর্থ খরচ করেছিল কাতালান ক্লাবটি। সাফল্যে চোখ রেখে অর্থনৈতিকভাবে বড় ঝুঁকিই নিয়েছিল কাতালান ক্লাবটি।

আবার সমর্থকদের হতাশ করল বার্সা
ছবি: এএফপি

তবে মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় বার্সাকে বিপদের দিকেই ঠেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এত প্রস্তুতির পরও কেন এমন বিদায়?

তবে হতশ্রী পারফরম্যান্সে বিদায়ের পরও কোচ জাভি দলের বেশ উন্নতিই দেখছেন। বলেছেন দল একটু একটু করে সামনে আগাচ্ছে। বার্সা কোচ বলেছেন, ‘আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। আমি এরই মধ্যে বলেছি, আমরা একটু একটু করে এগোচ্ছি। আজও ভালো কিছু ব্যাপার হয়েছে। আমরা তাদের মানের ফুটবল খেলে লড়াই করতে পারিনি। মিউনিখে আমরা ভালো খেলেছিলাম, তবে আজ আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।’

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ে কঠিন চ্যালেঞ্জে পড়ল বার্সা
ছবি: এএফপি

ড্রয়ের পরই মৃত্যুকূপ আখ্যা পেয়েছিল বার্সার গ্রুপটি। বায়ার্ন-ইন্টারের সঙ্গে লেভা-পিকেদের কাজটা যে সহজ হবে না, সেই ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিল।

আরও পড়ুন

বিদায়ের পর নিজেদের এমন পরিণতির জন্য জাভিও সেটাই বলেছেন, ‘বায়ার্ন অপেক্ষাকৃত ভালো দল ছিল। যেমনটা মিউনিখে আমরা ছিলাম। সেদিন আমাদের জেতা উচিত ছিল। এই গ্রুপও বেশি জটিল ছিল। আর চ্যাম্পিয়নস লিগে আমাদের সঙ্গেই (খারাপ) সবকিছু ঘটেছে।’

আরও পড়ুন