শেষ ষোলোতে যেতে না পারায় কমপক্ষে ২০৫ কোটি টাকার ক্ষতি বার্সার!

বায়ার্নের কাছে টানা ষষ্ঠ ম্যাচ হেরেছে বার্সাছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে কাল গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামার আগেই শেষ ষোলোর আশা শেষ হয়ে যায় বার্সেলোনার। প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট পাওয়ার পর শেষ ষোলোতে ওঠার বিষয়টি আসলে বার্সেলোনার হাতে ছিল না।

হিসাবটা ছিল এ রকম—ইন্টার মিলান শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই বাদ পড়বে বার্সেলোনা।

আরও পড়ুন

বার্সেলোনা কাল রাতে বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগেই শেষ হয়েছে ইন্টার মিলান -ভিক্তোরিয়া প্লজেনের ম্যাচ। সেই ম্যাচে ইন্টারের ৪-০ গোলের জয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই নিশ্চিত হয়ে গেছে বার্সার বিদায়।

আরও পড়ুন

এরপর অবশ্য সান্ত্বনার জয়ও পায়নি জার্ভি হার্নান্দেজের দল। ক্যাম্প ন্যুয়ে বায়ার্নের কাছে বার্সেলোনা হেরেছে ৩-০ গোলে।

চ্যাম্পিনস লিগের এবারের আসরে প্রথম ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতেছে বার্সেলোনা
ছবি: এএফপি

গ্রুপ পর্ব থেকেই বার্সেলোনা বাদ পড়ায় দলটির সমর্থকদের মন যেমন ভেঙেছে, তেমনি আর্থিক ক্ষতিও হচ্ছে ক্লাবটির। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠতে পারলে প্রায় ৯৬ লাখ ইউরো পেত দলটি।

শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে পেত ১ কোটি ৬ লাখ ইউরো। সব মিলিয়ে তাদের আয় হতো ২ কোটি ২ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ২০৫ কোটি টাকা।

আরও পড়ুন

এই অর্থ পেলে সর্বশেষ গ্রীষ্মে দলবদলের বাজারে দলটির ব্যয়ের কিছুটা উঠে আসত। সেটা হয়নি বলে আর্থিকভাবে আরও চ্যালেঞ্জের মুখে এখন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা!