সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক ব্যর্থতায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ডের ক্লাবটি। দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য অনেক সমর্থক দায়ী করছেন কোচ গ্রাহাম পটার ও তাঁর কৌশলকে। যার জেরে এবার হত্যার হুমকিও পেয়েছেন পটার ও তাঁর পরিবার। অজ্ঞাতনামাদের কাছ থেকে এমন হুমকি পাওয়ার কথা স্বীকার করেছেন পটার নিজেই।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৪ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে চেলসি। এ পরিস্থিতিতে পটার যখন দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে, তখনই এল এই হুমকি। পটার বলেছেন, ‘আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। সেটা হচ্ছে, আমার মৃত্যু চাওয়া, আমার সন্তানদের মৃত্যু চাওয়া। এমন কিছু পাওয়া নিশ্চয় আনন্দের ব্যাপার নয়।’

আরও পড়ুন

গোলরক্ষকেরা সময় নষ্টের রাজা, আর মার্তিনেজ সেই গোলরক্ষকদের রাজা

চেলসির কোচ সন্তানদের জীবননাশের হুমকি পাওয়ার কথাও বলেছেন, ‘আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আমার এবং তাদের জন্য জীবন কেমন? একেবারেই ভালো কিছু নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনাকে নিয়ে গালিগালাজ করে, সেটা নিশ্চয় আনন্দের কিছু হওয়ার কথা নয়।’

সময়টা মোটেই ভালো যাচ্ছে না চেলসির
এএফপি

হুমকিতে আতঙ্কিত হওয়ার কথা আড়াল করেননি পটার, ‘আপনি এটার দুটি উপায়ে উত্তর দিতে পারেন। আমি বলতে পারি যে আমি পাত্তা দিচ্ছি না; কিন্তু সেটা মিথ্যা বলা হবে। সবাই চিন্তা করে যে মানুষ কী ভাবছে? কারণ, আমরা বেশ শক্তভাবে সমাজের সঙ্গে যুক্ত।’ চেলসির অবশ্য পটার এবং তাঁর পরিবারের প্রতি পূর্ণ সমর্থন আছে।

আরও পড়ুন

মেসিকে দলে ভেড়ানো নিয়ে যা বললেন ইন্টার মায়ামি কোচ

বর্তমানে প্রিমিয়ার লিগের ১০ নম্বরে থেকে ধুঁকছে চেলসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেও মিলেছে হারের দেখা। আগামীকাল প্রিমিয়ার লিগে চেলসির প্রতিপক্ষ টটেনহাম

সেই ম্যাচের আগে এমন হুমকিতে বিপর্যস্ত চেলসি কোচ বলেছেন, ‘এটা মোটেই সহজ ব্যাপার নয়। আপনার পরিবার ভুগছে। আপনার মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিত্বও এতে ক্ষতিগ্রস্ত হয়। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এটা কঠিন কি না? হ্যাঁ, এটা অবশ্যই কঠিন। আপনি ভুগছেন। আপনি হতাশ হয়ে পড়ছেন। আপনি যখন একা থাকেন, তখন পরিবারের সঙ্গে আসল আবেগটা দেখাতে পারেন।’

আরও পড়ুন

রোববার ফুটবলে ফিরছেন রোনালদিনিও