‘পাগলাটে’ বিশ্বকাপে খেলোয়াড়দের নিয়ে চিন্তিত গার্দিওলা

সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলাছবি: এএফপি

কাতার বিশ্বকাপ শুরুর আগেই রং হারাচ্ছে। একের পর এক তারকা ফুটবলার চোটে পড়ছেন। এনগালো কান্তে-পল পগবা-দিওগো জোতারা ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, সেই পথে আছেন আরও অনেকেই। তবে টানা খেলার মধ্যে থাকার ধকল যে খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে যাবে, সে ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া যাচ্ছিল।

এর আগে ইয়ুর্গেন ক্লপসহ অনেকেই নভেম্বরে মৌসুমের মাঝামাঝি অবস্থায় বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ক্লাব ফুটবল ও বিশ্বকাপে টানা ম্যাচ খেলার কারণে এবার খেলোয়াড়দের নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন পেপ গার্দিওলাও। বিশ্বকাপকে ‘পাগলাটে’ উল্লেখ করে খেলোয়াড়দের শারীরিক ধকল নিয়ে কথা বলেছেন ম্যানচেস্টার সিটি কোচ।

ম্যান সিটি ইতিমধ্যে চলতি মৌসুমে ২১টি ম্যাচ খেলে ফেলেছে। আরও একটি ম্যাচ সামনে অপেক্ষা করছে। এরপর দলের খেলোয়াড়েরা যাবেন বিশ্বকাপ খেলতে। এরই মধ্যে সিটির দুই তারকা কাইল ওয়াকার এবং কালভিন ফিলিপস চোটে পড়ে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় আছেন।

ম্যান সিটি–চেলসি ম্যাচের একটি মুহূর্ত
ছবি: এএফপি

গার্দিওলা বলেছেন, বিশ্বকাপ যতই সামনে এগিয়ে আসছে, দলের খেলোয়াড়েরা কেমন বোধ করছেন, তা তিনি বুঝতে পারছেন। গার্দিওলার মতে, ‘আমাদের সামনে পাগলাটে এক বিশ্বকাপ এবং খেলোয়াড়েরা বিশ্রাম নিতে পারছেন না।’

বিশ্বকাপের আগেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে খেলোয়াড়েরা। চোটও থাবা বসাচ্ছে একের পর এক। এরপরও বিশ্বকাপ বলে কথা! এমন আয়োজনে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগও বারবার আসবে না।

আরও পড়ুন

বিশ্বকাপের জন্য খেলোয়াড়েরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন জানিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘খেলোয়াড়দের চোখ বিশ্বকাপে। যদি কেউ ব্রেন্টফোর্ড ম্যাচে চোটে পড়ে (বিশ্বকাপের আগে সিটির শেষ ম্যাচ) তাতে ওপর প্রিমিয়ার লিগে জেতা কিংবা হারা নির্ভর করছে না। তবে এমন কিছু হলে আপনি বিশ্বকাপ খেলতে পারবেন না!’

আরও পড়ুন

জার্মানিতে বুন্দেসলিগার খেলার সূচির সঙ্গে প্রিমিয়ার লিগের সূচির তুলনা টেনে কিছুটা আক্ষেপ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘এটা নিয়ে না ভাবাই ভালো। যদি আমাদের কাছে জাতীয় দলের খেলোয়াড় না থাকে তবে একাডেমি খেলোয়াড়দের নিয়েই এগোতে হবে। জার্মানিতে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলা হবে জানুয়ারির ২০ তারিখ। আর আমরা শুরু করব ডিসেম্বরের ২৬ তারিখ।’