জবানবন্দিতে তিন রকম কথা বলে ফেঁসে যাচ্ছেন আলভেজ

তিনবার তিন রকম জবানবন্দী দিয়েছেন আলভেজছবি: এএফপি

সাপ্তাহিক ছুটির দিন সম্ভবত কখনো এমন কাটেনি দানি আলভেজের। ইউরোপে বিভিন্ন ক্লাবে খেলার ফাঁকে সাপ্তাহিক ছুটির দিনগুলো হয়তো মজা করেই কাটিয়েছেন ব্রাজিলিয়ান এই রাইটব্যাক। কিন্তু এক অভিযোগে সব ওলট–পালট হয়ে গেল! গত সপ্তাহের ছুটির দিনটা আলভেজের কেটেছে বার্সেলোনার ব্রায়ান্স-১ পেনিটেনশিয়ারি জেলহাজতে। বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী। পুলিশের হাতে গ্রেপ্তারের পর কাতালুনিয়া আদালত তাঁকে জেলে পাঠিয়েছেন।

আরও পড়ুন

স্পেনের রেডিও নেটওয়ার্ক ‘কাদেনা এসইআর’ জানিয়েছে, বিচারকের সামনে সব অভিযোগ অস্বীকার করেছেন ৩৯ বছর বয়সী আলভেজ। মেক্সিকান ক্লাব পুমাস তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে। সব মিলিয়ে আলভেজ বেশ ঝামেলাতেই আছেন। কাতালুনিয়া আদালত মনে করেছেন, আলভেজের টাকাপয়সার অভাব নেই আর তিনি বার্সেলোনায় স্থায়ীভাবে থাকেনও না, সে কারণে পালিয়ে যাওয়ার সম্ভাবনাটা ফেলে দেওয়া যায় না। বিচারক তাই আলভেজকে জেলহাজতে আটক রাখার নির্দেশ দেন। ‘কাদেনা এসইআর’ আরও জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকাকে আবারও বিচারকের সামনে জবানবন্দি দিতে হবে। কারণ, এর আগে তিন রকম জবানবন্দি দিয়েছেন আলভেজ।

ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ
ছবি: ইনস্টাগ্রাম

২৩ বছর বয়সী সেই নারীর অভিযোগ, বার্সেলোনার সাটন নৈশক্লাবে গত ৩০ ডিসেম্বর আলভেজ তাঁকে যৌন হয়রানি করেন। এই অভিযোগ ও সরকারি কৌঁসুলির অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে জেলে পাঠানো হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘টিভি৩’ জানিয়েছে, বিচারকের সামনে জবানবন্দিতে আলভেজ স্বীকার করেছেন, সেদিন ওই নৈশক্লাবে তিনি গিয়েছিলেন। তবে খুব অল্প সময়ের জন্য সেখানে ছিলেন এবং কাউকে যৌন হয়রানি করেননি। কাতালুনিয়ার পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে যেসব আলামত উদ্ধার করেছে, সেসবের সঙ্গে আলভেজের জবানবন্দির বৈসাদৃশ্য রয়েছে। ‘টিভি৩’ জানিয়েছে, আলভেজ তাঁর জবানবন্দিতে তিন রকম কথা বলেছেন। এক. আলভেজ বলেছেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন না। দুই. আলভেজ বলেছেন, অভিযোগকারী নারীর সঙ্গে তাঁর দেখা হয়েছে কিন্তু কিছু ঘটেনি। তিন. আলভেজ বলেছেন, অভিযোগকারী নারীই তাঁর গায়ে ঢলে পড়েছেন।

দানি আলভেজ ও তাঁর স্ত্রী জোয়ানা সাঞ্জ
ছবি: ইনস্টাগ্রাম

জবানবন্দিতে কথার মিল না থাকায় আলভেজকে তাই বিচারকের সামনে আবারও দাঁড়াত হবে। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি শিরোপাজয়ী এ ফুটবলারের ভাই নেই আলভেজ ব্রাজিল থেকে স্পেনের টিভি চ্যানেল ‘টেলেচিনচো’র অনুষ্ঠান ‘ফিয়েস্তা’য় যোগ দিয়ে বলেছেন, ‘পরিস্থিতি বিচারে আমাদের কিছুই করার নেই। তবে আমার মনে হয় আইনজীবী (আলভেজের) নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছে না।’ আলভেজের বর্তমান আইনজীবী মিরাইদা পুয়েন্তে উইসলনকে পাল্টে আন্দ্রেস মারহুয়েন্দাকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে টেলেচিনচো। দানি আলভেজের আরেক ভাই জুনিয়র আলভেজ বলেছেন, ‘আমি আর নিতে পারছি না। তার সঙ্গে দেখাও করা যাবে না। কী করা উচিত, সেটাও বুঝতে পারছি না। তবে তাকে ওই দোজখ থেকে বের করতে যদি জীবনও দিতে হয়, আমরা দেব।’

আরও পড়ুন

আলভেজের সাবেক স্ত্রী দিনোরা সানতানাও তাঁর পক্ষে কথা বলেছেন, ‘দানি এমন কিছু কখনো করতে পারে না। তাকে ২২ বছর ধরে চিনি, আর ১০ বছর দাম্পত্যজীবন ছিল আমাদের।’ ২০১১ সালে দিনোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আলভেজের। তাঁর বর্তমান স্ত্রীর নাম জোয়ানা সাঞ্জ।