ফুটবল–বাণিজ্য বিশ্লেষকদের ফেবারিট ব্রাজিল

কয়েক দিন বাদেই বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই বেশি। একটি বাড়ির ছাদে উড়ছে একাধিক ব্রাজিলের পতাকা।ছবি: প্রথম আলো

ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ শিরোপা), নাকি লিওনেল মেসির প্রথম অথবা শিরোপা ধরে রাখতে পারবে ফ্রান্স, নাকি শিরোপা পুনরুদ্ধার করবে জার্মানি—ফুটবল বিশ্বে এখন উড়ে বেড়াচ্ছে এমন সব প্রশ্ন। কোন দল এগিয়ে আর কোন দলই–বা শক্তির বিচারে পিছিয়ে—এসব নিয়ে আলোচনা চলছে ধুমছে। চলছে চুলচেরা বিশ্লেষণ।

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র আট দিন বাকি। শুরুর ক্ষণ যত এগিয়ে আসছে, মানুষ তত বেশি হিসাবের খাতা খুলে বসছে। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল অনুসরণ করা বাণিজ্য বিশ্লেষকদের হিসাবে কাতার বিশ্বকাপের ফেবারিট হিসেবে এগিয়ে আছে ব্রাজিল।

আরও পড়ুন

ফুটবল খুব ভালোভাবে অনুসরণ করেন, বিশ্বের এমন ১৩৫ জন বাণিজ্য বিশ্লেষকের মধ্যে জরিপ চালিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বাজিকরদের বাজির দরের মতো এই জরিপের ফলও বলছে—২০০২ বিশ্বকাপের পর আবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে ব্রাজিল।

অন্যতম ফেবারিট হয়ে কাতার বিশ্বকাপে নামবে ব্রাজিল
ছবি : রয়টার্স

এই জরিপে অংশ নেওয়াদের প্রায় অর্ধেক ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পক্ষে ভোট দিয়েছেন। ফ্রান্স ও আর্জেন্টিনার পক্ষে ভোট দিয়েছেন ১৫ শতাংশ করে। জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়ামকে এগিয়ে রেখেছেন ১০ শতাংশ বিশ্লেষক।

মুম্বাইয়ের এলারা ক্যাপিটালের অর্থনীতিবিদ গরিমা কাপুর বলেছেন, ‘মাঝমাঠে কাসেমিরো আর রক্ষণে থিয়াগো সিলভার অভিজ্ঞতার সঙ্গে গভীরতা সম্পন্ন এক আক্রমণভাগ মিলিয়ে ব্রাজিলের খুব ভালো সম্ভাবনা আছে।’

আরও পড়ুন

জরিপের ফলে ব্রাজিলের প্রতিভা আর বৈচিত্র্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রের দুজনই ক্লাবে মৌসুমের শুরুটা অসাধারণ করেছেন। এ ছাড়া দুই গোলকিপার আলিসন এবং এদেরসনও আছেন ছন্দে।

ফিফা গেমের ফ্র্যাঞ্চাইজি ইএ স্পোর্টস বিশ্বকাপের ৬৪ ম্যাচের গতিপ্রকৃতি বিবেচনা করে ট্রফি তুলে দিচ্ছে মেসিদের হাতে। ২০১৯ সালের জুলাইয়ে ব্রাজিলের কাছে হারার পর লিওনেল স্কালোনির দল এখন পর্যন্ত অপরাজেয় যাত্রাটা ধরে রেখেছে।