মেসির সেই চীনা ভক্তের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা

মেসিকে ছুঁতে দেখতে মাঠে ঢুকে পড়েছিলেন এই চীনা ভক্ত। পরশু বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামেছবি : এএফপি

নিজের প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার স্বপ্ন কারই–বা নেই! লিওনেল মেসির ভক্তদের এই তৃষ্ণাটা বোধ হয় একটু বেশিই। ফিফার আন্তর্জাতিক ফুটবলের এবারের সূচিতে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচও সেটাই জানান দেয়। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে দলটির খেলা দেখতে আকাশচুম্বী দামের টিকিট কিনে গ্যালারি টইটম্বুর করেছে মেসির চীনা ভক্তরা।

আর্জেন্টিনার পরের প্রীতি ম্যাচটি ইন্দোনেশিয়ার সঙ্গে, এশিয়ার দেশটিতেই। এ ম্যাচ নিয়ে রোমাঞ্চের কমতি ছিল না। কিন্তু মেসি যখন ঘোষণা দিলেন, তিনি সেই ম্যাচে খেলবেন না, অমনি রোমাঞ্চে পড়েছে ভাটা। সেখানকার অনেক ফুটবলপ্রেমী তথা মেসি–ভক্তই এ নিয়ে হতাশার কথা বলেছেন।

মেসি–ভক্তদের কেউ কেউ আবার শুধু গ্যালারি থেকে প্রিয় তারকাকে দেখে তৃপ্ত হতে পারেন না। তাঁকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছা হয়। নিরাপক্তার বেড়াজাল ডিঙিয়ে, জেল–জরিমানার ঝুঁকি নিয়ে মাঠে নেমে পড়ে মেসিকে জড়িয়ে তাঁর কোনো ভক্তের জড়িয়ে ধরার দৃশ্য এর আগে ফুটবল মাঠে অনেকবারই দেখা গেছে।

এর সর্বশেষটি দেখা গেছে পরশু বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে, অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে। সবার চোখ ফাঁকি দিয়ে নিরাপত্তাবেষ্টনী টপকে সোজা মাঠে ঢুকে পড়েছিলেন মেসির এক চীনা ভক্ত। ঘটনাচক্রে মেসিকেও পেয়ে যান একেবারে সামনে। আর্জেন্টাইন অধিনায়ককে ক্ষণিকের জন্য জড়িয়েও ধরেন তিনি।

আরও পড়ুন

এরপর নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে মেসির ওই চীনা ভক্তকে ধরে ফেলেন এবং মাঠের বাইরে নিয়ে যান। ধরা পড়ার আগে তিনি দৌড়াতে দৌড়াতে হাত মেলান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গেও।

মাঠে দৌড়ানোর মুহূর্তে এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে হাত মেলান মেসির তরুণ ভক্ত
ছবি : এএফপি

মেসির ওই তরুণ ভক্তের ভাগ্য ভালো যে তাঁকে জেলে যেতে হয়নি। ম্যাচ শেষে সেই তরুণ মেসি–ভক্ত সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। তবে একটি শাস্তি তাঁকে পেতে হচ্ছে। আগামী এক বছর কোনো খেলা দেখতে মাঠে যেতে পারবেন না তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনা পুলিশ।

মেসির সেই ভক্তের নাম–পরিচয় উল্লেখ করে তারা জানিয়েছে, ‘আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ায় দি নামে ১৮ বছর বয়সী একজনকে চাওইয়াং জেলা জননিরাপত্তা দপ্তরে নিয়ে আসা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হলেও আগামী ১২ মাস তিনি কোনো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।’

আরও পড়ুন

এই নিষেধাজ্ঞায় অবশ্য দি খুব একটা হতাশ হবেন বলে মনে হয় না। প্রিয় তারকাকে হাত দিয়ে ছুঁয়ে দেখার স্বপ্ন তো তাঁর পূরণ হয়েই গেছে!