সেই মেসিভক্ত বললেন, ‘লোভটা সামলাতে পারিনি’

কাল মাঠে ঢুকে পড়েছিলেন মেসির এই ভক্তছবি: এএফপি

মেসি তো এক আবেগেরই নাম। মেসিকে খেলতে দেখা, চোখের সামনে তাঁর ড্রিবলিং দেখা—এ তো আবেগেরই। শুধু চোখের সামনে আর্জেন্টাইন তারকাকে দেখেই অনেকের শান্তি হয় না। মনেপ্রাণে তাঁরা চান, প্রিয় ফুটবলারটিকে একটু ছুঁয়ে দেখতে। সেটি করতে গিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ রাঙানি তো আছেই, অনেকে এর পরিণতিও ভেবে দেখেন না। মেসিকে একবার ছুঁয়ে দেখা, জড়িয়ে ধরার বিনিময়ে যদি জেলেও যেতে হয়, তা–ও সই! গতকাল বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে এমনই এক ঘটনা ঘটনালেন এক চীনা মেসি–ভক্ত।

গতকাল সন্ধ্যায় বেইজিংয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি ম্যাচের ৭৯তম সেকেন্ডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন, যে গোলটি তাঁর ক্যারিয়ারের দ্রুততম। এ ম্যাচে মেসির এই কীর্তি আর আর্জেন্টিনার জয় ছাপিয়ে আলোচনায় এখন এক চীনা ভক্ত। তিনি যে প্রমাণ রেখেছেন মেসির প্রতি তাঁর ভালোবাসার।

আরও পড়ুন
মেসিকে ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারেননি সেই ভক্ত
ছবি: এএফপি

ম্যাচের ৬৬তম মিনিটের ঘটনা সেটি। স্টেডিয়ামের গ্যালারিতে আর বসে থাকতে পারলেন না সেই ভক্ত। নিরাপত্তাবেষ্টনী টপকে, নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে সোজা মাঠে ঢুকে পড়লেন তিনি। ঘটনাচক্রে মেসিকেও পেয়ে গেলেন একেবারে সামনেই। তাঁকে জড়িয়ে ধরলেন। প্রিয় খেলোয়াড়ও তাঁকে বঞ্চিত করেননি। চুপচাপ দাঁড়িয়ে থেকে ভক্তকে প্রশ্রয় দিয়েছেন।

কিন্তু নিরাপত্তারক্ষীরা বড়ই বেরসিক। তাঁরা কি আর এত কিছু বোঝেন! তাঁদের বোঝার কোনো কারণও নেই। দায়িত্বটা যে পালন করতে হবে। ভক্তের বেশে যদি কোনো দুর্বৃত্ত মেসির ক্ষতি করে ফেলে! তার দায় তো বর্তাবে তাঁদের ওপরই। সেই তরুণকে ধরতে তাঁরাও ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু সেই তরুণ তখন ঘোরের মধ্যে। মেসিকে জড়িয়ে ধরার পর ওয়ার্কার্স স্টেডিয়ামের মাঠজুড়ে দৌড়াতে থাকলেন তিনি। নিরাপত্তারক্ষীরাও ছুটতে লাগলেন মেসি–ভক্তের পিছু পিছু। একজন নিরাপত্তারক্ষী তো টাল সামলাতে না পেরে মাঠে পড়েই গেলেন। গ্যালারির দর্শকেরা তখন উত্তেজিত। এ যে মাঠের মধ্যেই অন্য এক লড়াই। বেশ শ্বাসরূদ্ধকর। নিরাপত্তারক্ষীরা দৌড়াচ্ছেন, সেই তরুণও ঊর্ধ্বশ্বাসে ছুটছেন। গ্যালারিতে প্রার্থনা, মেসি–ভক্ত সেই তরুণকে যেন নিরাপত্তারক্ষীরা ধরতে না পারেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন
অবশেষে ধরা গেল সেই ভক্তকে। তাঁকে চ্যাংদোলা করে বাইরে নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা
ছবি: এএফপি

সেই তরুণ দৌড়ালেন প্রায় পুরো মাঠ। ১০ জন নিরাপত্তারক্ষী ছুটতে থাকলেন তাঁর পেছনে। পুরো মাঠ দৌড়ে তিনি ফিরলেন আগের জায়গায়। এবার তাঁকে বাগে পেলেন নিরাপত্তারক্ষীরা। চ্যাংদোলা করে তাঁকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তরুণের মুখে বিশ্বজয়ের হাসি। ভাবখানা ছিল এ রকম—জীবনে যা পাওয়ার পাওয়া হয়ে গেছে। এখন জেলে গেলেও ক্ষতি নেই!

আরও পড়ুন
মেসির প্রশ্রয়ও পেয়েছেন সেই ভক্ত
ছবি: এএফপি

তাঁকে অবশ্য জেলে যেতে হয়নি। ম্যাচের পর তিনি কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গেও। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনকে তিনি জানিয়েছেন, মেসির মতো খেলোয়াড়, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়ার মতো দল যে মাঠে খেলছে, সেই মাঠের নিরাপত্তাব্যবস্থা ছিল অপ্রতুল। তিনি গ্যালারির যে জায়গায় বসেছিলেন, সেখান থেকে মাঠে খুব সহজেই পৌঁছে গেছেন। মেসির ওই ভক্ত বলেছেন, ‘আমি দেখাতে চেয়েছি নিরাপত্তাব্যবস্থা কতটা অপ্রতুল ছিল। আসলে আমি যে জায়গায় বসেছিলাম, সেখান থেকে মাঠে এত সহজে চলে যাওয়া যায় যে আমি মেসির সামনে যাওয়ার লোভ সামলাতে পারিনি। তবে আমি আমার আচরণের জন্য দুঃখিত। কিন্তু আমি মেসির খুব বড় ভক্ত। আমি তাঁর সঙ্গে ছবি তুলতে চাই, তাঁর অটোগ্রাফ নিতে চাই।’