চার বছরের চুক্তিতে বায়ার্নে যেতে রাজি কেইন

হ্যারি কেইনছবি: এএফপি

হ্যারি কেইনকে নিয়ে গতকাল পর্যন্ত খবর ছিল, তাঁকে কিনতে বায়ার্ন মিউনিখের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে টটেনহাম হটস্পার্স। এখন কেইন রাজি হলেই দলবদলের প্রক্রিয়া শুরু করবে দুই পক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, বায়ার্নের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে আলোচনার পর প্রস্তাবিত চার বছরের চুক্তিতে জার্মান ক্লাবটিতে যেতে রাজি হয়েছেন কেইন।

আরও পড়ুন

কেইনকে কিনতে বায়ার্নের দেওয়া চতুর্থ প্রস্তাবে গতকাল সম্মতি জানায় টটেনহাম। বায়ার্ন এ দফায় ১০ কোটি ইউরোর বেশি অর্থ দেওয়ার প্রস্তাব করেছে। কেইন যেহেতু রাজি হয়েছেন, তাই বায়ার্নে সর্বোচ্চ মূল্যের খেলোয়াড় হতে যাচ্ছেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, গতকাল রাত পর্যন্তও সিদ্ধান্তটি নিয়ে ভাবনাচিন্তা করেছেন কেইন। শেষ পর্যন্ত মিউনিখে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। টটেনহামের অনুমতি পেলেই মিউনিখে গিয়ে দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করবেন ইংলিশ ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা।

বায়ার্নকে গত জুনেই সবুজ সংকেত দিয়েছিলেন কেইন। তখন জার্মান ক্লাবটিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এক এক করে তিন দফায় বায়ার্নের প্রস্তাব নাকচ করে দিয়েছিল টটেনহাম। ইংলিশ ক্লাবটির মালিক ড্যানিয়েল লেভি কেইনের দামটা আরও চড়া চেয়েছিলেন। শেষ পর্যন্ত ‘অ্যাড অনস’ মিলিয়ে ১০ কোটি ইউরোর কিছু বেশি অর্থে তিনি রাজি হন। ‘দ্য টাইমস’ জানিয়েছে, দলবদলের এই টাকার একটা বড় অংশ সামনাসামনি পরিশোধ করা হবে, এটা চায় টটেনহাম।

আরও পড়ুন

গতকাল পর্যন্তও কেইন নাকি কিছুটা দ্বিধায় ভুগেছেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা এবং টটেনহামের নতুন মৌসুম শুরুর আগেই দলবদল নিয়ে জটিলতার অবসান চেয়েছিলেন কেইন। আর বায়ার্ন আত্মবিশ্বাসী ছিল, কেইন তাদের ফিরিয়ে দেবেন না। শেষ পর্যন্ত সাপ্তাহিক ৪ লাখ পাউন্ড পারিশ্রমিকে রাজি হয়েছেন কেইন। বায়ার্নে যোগ দিলে তিনিই হবেন ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। টটেনহামে কেইন তাঁর চুক্তির শেষ বছরে রয়েছেন এবং ক্লাবটিতে তাঁর পারিশ্রমিক সপ্তাহে ৩ লাখ পাউন্ড। টটেনহাম নতুন চুক্তির প্রস্তাব দিলেও কেইন রাজি হননি।

কেইন টটেনহামের মূল দলে খেলছেন ১৪ বছর হলো আর বয়সভিত্তিক দল মিলিয়ে সময়টা ১৯ বছর। কিন্তু ক্লাবটিতে কোনো শিরোপা জিততে পারেননি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও পারেননি। লিগ কাপেও দুবার ফাইনাল খেলেছেন। গত রোববার প্রাক্‌-মৌসুমের খেলায় শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৫-১ গোলের জয়ে একাই ৪ গোল করেছিলেন কেইন—টটেনহামের হয়ে এটাই তাঁর শেষ ম্যাচ হয়ে রইল।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে বুন্দেসলিগার ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন কেইন। সেখানে প্রস্তাবিত চার বছরের চুক্তির মেয়াদ পূর্ণ করে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ পাবেন। তখন কেইনের বয়স হবে ৩৪ বছর। তখন আরও ৪৮ গোল করে অ্যালান শিয়ারের গড়া ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন

২০২১-২২ মৌসুম শেষে রবার্ট লেভানডফস্কি বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই একজন স্ট্রাইকারের খোঁজে ছিল বায়ার্ন। সে জন্য কেইনকেই সেরা বিকল্প মনে হয়েছে তাদের। ইংলিশ ক্লাবটিতে সর্বশেষ ৯ মৌসুমেই অন্তত ২৫টি করে গোল করেছেন কেইন। প্রিমিয়ার লিগে মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনবার।