আনচেলত্তিকে নিয়ে ‘আর কিছু শুনতে চান না’ রিয়াল সভাপতি

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিরয়টার্স

কোপা দেল রে জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদে একটি চক্র পূরণ হয়েছে কার্লো আনচেলত্তির। ২০২১ সালে মাদ্রিদের কোচ হয়ে ফিরে আসার পর সম্ভাব্য সব ট্রফিই জেতা হয়ে গেছে তাঁর। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার পাশাপাশি জিতেছিলেন ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি। বাকি ছিল কোপা দেল রে। কাল রাতে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়ে সেটিও প্রাপ্তির খাতায় যোগ হয়েছে।

তবে রিয়াল যখন ২০২২-২৩ মৌসুমের প্রথম ট্রফি জয়ের উদ্‌যাপনে ব্যস্ত, আলোচনায় তখন আনচেলত্তির থাকা না-থাকার প্রসঙ্গও। আগামী বছর পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে তাঁর। কিন্তু ব্রাজিল ও স্প্যানিশ গণমাধ্যমে প্রবল গুঞ্জন, ব্রাজিল কোচের দায়িত্ব নিতে রিয়াল ছাড়তে পারেন তিনি। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ ৬৩ বছর বয়সী এই ইতালিয়ানকে কোচ বানানোর আগ্রহের কথা খোলামেলাই বলেছেন।

এমন পরিস্থিতিতে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে যে কৌতূহল, সেটাই জানতে চাওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে।

রিয়ালের হয়ে ২০২২–২৩ মৌসুমে প্রথম শিরোপা জিতেছেন কার্লো আনচেলত্তি
রয়টার্স

ওসাসুনাকে হারিয়ে রিয়ালের ২০তম কোপা দেল রে জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পেরেজ। মার্কার খবরে বলা হয়, আনচেলত্তির দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে একপ্রকার বিরক্তিই প্রকাশ করেন পেরেজ। অল্প কথার জবাবে রিয়াল সভাপতি বলেন, ‘আমি এ নিয়ে আর কিছু শুনতে চাই না। তাঁর সঙ্গে আমাদের চুক্তি আছে। আমরা দুই পক্ষই খুশি আছি।’

আনচেলত্তির মাদ্রিদে থেকে যাওয়া নিয়ে জিজ্ঞাসা করা হয় রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তায়াকেও। চলতি মৌসুমে কোপা দেল রেতে শিরোপা জয় আর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে জায়গা করে নিলেও লা লিগায় ভালো করেনি রিয়াল। মৌসুমের বাকি পাঁচ ম্যাচ। বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে থাকায় লা লিগা জয়ের আশা একপ্রকার শেষ।

এমন প্রেক্ষাপটে আনচেলত্তির রিয়াল ছেড়ে যাওয়ার সম্ভাবনা যে একদমই উড়িয়ে দেওয়া যায় না, পরোক্ষে সেই আভাসই দিয়েছেন কোর্তোয়া, ‘লিগে আমাদের যে অবস্থা, কোচকে দোষারোপ করাটা সহজ। তবে আমাদের খেলোয়াড়দেরও এর দায় নিতে হবে, কারণ শেষ পর্যন্ত লড়াই করার মতো সেরা ফুটবল আমরা খেলতে পারিনি। দলের সবাই আনচেলত্তির ওপর খুশি। তবে তিনি থাকবেন কি না, সেটা আমার সিদ্ধান্ত নয়।’

আরও পড়ুন