পিএসজি ছাড়ার দাবি নিয়ে নেইমারের বাড়ির সামনে সমর্থকেরা

পিএসজি সমর্থকেরা নেইমারকে পছন্দ করছেন নাছবি: টুইটার

লিওনেল মেসির সৌদি আরব সফরকে কেন্দ্র করে হঠাৎই অশান্ত হয়ে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি। ক্লাব মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। এমনকি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়ন না করারও সিদ্ধান্ত নিয়েছে।

এবার নেইমারের বাসার সামনে গিয়ে তাঁকে পিএসজি ছাড়তে বলেছেন এক দল সমর্থক। পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী ‘আল্ট্রা’র পক্ষ থেকে বিক্ষোভও করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে।

ফ্রান্সের আরএমসি স্পোর্টস জানিয়েছে, বুধবার ফ্রান্সের স্থানীয় সময় বিকেল ৬টার দিকে পিএসজির প্রধান কার্যালয়ের সামনে হাজির হন আল্ট্রার কয়েক শ সদস্য। তাদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিছু সমর্থক মেসি, নেইমার ও মার্কো ভেরাত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তারা। একপর্যায়ে পিএসজি প্রধান কার্যালয়ের সামনে থেকে কিছু সমর্থক বোগিভালে অবস্থিত নেইমারের বাড়ির সামনে যান। বাসার গেটের সামনে দাঁড়িয়ে ‘নেইমার চলে যাও’ স্লোগান দেন তারা। এ সময় নেইমার বাড়িতে ছিলেন কিনা স্পষ্ট নয়।

তবে বাড়ির সামনে পিএসজি সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করেছেন ব্রাজিল তারকা নিজেই। ইনস্টাগ্রামে বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করা হয় ‘আই ওয়াজ ক্লিয়ার’ নামের একটি পেজ থেকে। নেইমার সেখানে দুটি মন্তব্য করেন। প্রথমটিতে লেখেন, ‘তারা বাড়িতে গিয়েছিল’। আর ৯টার দিকে দ্বিতীয় বার্তায় লেখেন, ‘তারা এই মাত্র চলে গেছে।’

নেইমারের বাড়ির সামনে সমর্থকদের হানা ও ক্লাবের প্রধান কার্যালয়ের সামনের বিক্ষোভের বিষয়টি ভালোভাবে নেয়নি পিএসজি। বুধবার রাতে পিএসজি এক বিবৃতিতে সমর্থকদের আচরণের নিন্দা জানিয়ে বলেছে, ‘পিএসজি বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। মতপার্থক্য যাই থাক না কেন, কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না। এই লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে নেইমারকে বার্সেলোনা থেকে নিয়ে আসে পিএসজি। ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ আছে।

আরও পড়ুন