হোটেলে ঢুকেই ‘ভাষাহীন’ নেইমার–রদ্রিগোরা

সর্বশেষ দল হিসেবে কাতারে পৌঁছেছে ব্রাজিলছবি: এএফপি

কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবার শেষে পৌঁছেছে ব্রাজিল। দোহায় তাদের বেস ক্যাম্প। সেখানে হাজারো মানুষ  রাতে ‘ফ্ল্যাশ মব’ আর ড্রামের বাজনায় মাতিয়ে রেখেছে ব্রাজিল দলকে। আর নেইমার–ভিনিসিয়ুসরাও হোটেলে পৌঁছে চমকে গেছেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, হোটেলে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষের দরজায় তাঁদের ছবি এবং কক্ষের ভেতরে নানা রকম উপহার রেখে বরণ করে নেওয়া হয়েছে।

‘গ্লোবো’ নেইমারের কক্ষের একটি ছবি প্রকাশ করেছে। পিএসজি তারকা নিজের কামরায় ঢোকার পর তাঁর স্মৃতিকাতর হয়ে যাওয়ার কথা! বিছানায় যে পাশে শিয়র, ঠিক তার ওপরেই সান্তোসের জার্সি পরা নেইমারের শৈশবের একটি ছবি রাখা হয়েছে।

হাতে বল। আর টেবিলের ওপর একটি ট্রফি, কাতার বিশ্বকাপের অফিশিয়াল লোগোর ভাস্কর্য এবং সিবিএফের ব্যানারে নেইমারের জার্সি নম্বর (১০) লিখে বিশেষ স্মারক উপহারে কামরা সজ্জিত করা হয়।

আরও পড়ুন

নিজের কামরার এমন একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকেতা। ওয়েস্ট হাম তারকার কক্ষে বিছানায় ঠিক মাথার ওপরই তাঁর শৈশবের একটি ছবি রাখা হয়েছে। আর টেবিলে একটি স্যুভেনির ট্রফি।

আরও পড়ুন

ব্রাজিলের উইঙ্গার রদ্রিগোও নিজের কামরায় ঢোকার পথে চমকে গেছেন। ছোটবেলায় তাঁর বল হাতে দাঁড়িয়ে থাকার একটি ছবি দরজায় সেঁটে রাখা হয়েছে। রদ্রিগো এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে লিখেছেন ‘ভাষাহীন।’

রাফিনিয়াও এমন একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বার্সেলোনা তারকার কক্ষে বিশ্বকাপের একটি স্মারক ছোট ট্রফি রাখা হয়েছে। আর কাতার বিশ্বকাপের অফিশিয়াল লোগোর ভাস্কর্যেও সাজানো হয়েছে তাঁর টেবিল।

আরও পড়ুন

তুরিন থেকে স্থানীয় সময় কাল দোহায় অবতরণ করে ব্রাজিল দল। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।