সৌদি প্রো লিগে এর আগে রোনালদো ৮ গোল করেছিলেন। এমনকি এক ম্যাচে করেছিলেন ৪ গোল। কিন্তু সব কটি ছিল প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে এটিই ছিল তাঁর প্রথম গোল। গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। তিনি লিখেছেন, ‘জয় পাওয়াটা দারুণ। নিজেদের স্টেডিয়ামে আমাদের দর্শকের সামনে গোল করতে পেরে আমি খুবই আনন্দিত।’

রোনালদোর গোল উদ্‌যাপনের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল–নাসরের কোচ রুডি গার্সিয়াও। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘প্রথমার্ধের কিছু ভুল হয়েছে। তবে আমাদের মানসিক শক্তি পরিস্থিতি বদলে দিতে সাহায্য করেছে। কঠিন পথে পাওয়া এই জয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’