পিএসজির ড্রেসিংরুমে দ্বন্দ্ব, উপদেষ্টার সঙ্গে তর্ক নেইমার-মার্কিনিওসের

পিএসজির ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ড্রেসিং রুমে বিবাদে জড়িয়েছেন নেইমারছবি: এএফপি

পিএসজির হয়েছে কী আসলে! একের পর এক হেরেই যাচ্ছে ম্যাচ। সর্বশেষ হারটা গত রাতে, মোনাকোর বিপক্ষে লিগে। নতুন বছরে এটি ফরাসি চ্যাম্পিয়নদের ক্লাবের চতুর্থ হার। এর মধ্যে লিগে তিনটি, অন্যটি ফ্রেঞ্চ কাপে মার্শেইয়ের কাছে।

আরও পড়ুন

মোনাকোর সঙ্গে পাত্তাই পায়নি মেসি-এমবাপ্পেহীন পিএসজি। একাদশে নেইমার অবশ্য ছিলেন। কিন্তু তাঁকেও ম্যাচে খুঁজে পাওয়া যায়নি খুব একটা। এর মধ্যেই আবার খবর এসেছে, হারের পর নাকি পিএসজির ড্রেসিংরুমের অবস্থাও খুব একটা ভালো নয়। ফরাসি পত্রিকা লে’কিপ জানিয়েছে, ম্যাচের পর ক্লাবের ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা নেইমার ও মার্কিনিওসের।

ভিতিনিয়াকে নিয়ে মাঠেই বিরক্ত ছিলেন নেইমার
ছবি: এএফপি

লে’কিপের প্রতিবেদন অনুযায়ী, নেইমার ম্যাচের মধ্যেই পর্তুগিজ সতীর্থ ভিতিনিয়াকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। কারণ, ভিতিনিয়া নাকি বল ঠিকঠাক ধরতে পারছিলেন না, জায়গায় যেতে পারছিলেন না। আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হুগো একিতিকের খেলা নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন নেইমার।

মোনাকোর বিপক্ষে হারের পর পিএসজির অন্দরের কোন্দল প্রকাশ্যে
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে পিএসজির ড্রেসিংরুমে ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোস খেলোয়াড়দের নিবেদন ও আগ্রাসী মনোভাবের অভাব নিয়ে অভিযোগ তোলেন। তাঁর এই অভিযোগ খেলোয়াড়দের একেবারেই পছন্দ হয়নি। আসলে যে এই কারণে পিএসজি হারেনি, সেটা ক্যাম্পোসকে বোঝানোর চেষ্টা করেন খেলোয়াড়েরা। সে সময় নেইমার আর মার্কিনিওস নাকি লুইস ক্যাম্পোসের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন, এমনটাই লিখেছে লে’কিপ। তাঁরা দুজনই ক্যাম্পোসের অভিযোগের বিরোধিতা করেছেন। অনেকক্ষণ ধরে এই কথা-কাটাকাটি চলেছে।

আরও পড়ুন

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। সে ম্যাচে এমনিতেই কিলিয়ান এমবাপ্পের খেলা অনিশ্চিত। লিওনেল মেসিও ভুগছেন হ্যামস্ট্রিং সমস্যায়। কোচ ক্রিস্তফ গালতিয়ের এরই মধ্যে বায়ার্ন মিউনিখ ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে চিন্তিত। সঙ্গে বাজে ফর্ম নিয়ে দুশ্চিন্তা তো আছেই। এসবের মধ্যে আবার দলের ড্রেসিংরুমের এই অস্থির পরিবেশ তাঁর দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে।