‘এমবাপ্পে কোথায় যেতে চায়, সবাই জানে’

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি: টুইটার

কয়েক মৌসুম ধরে দলবদলে আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। এবারও যথারীতি দলবদলে উত্তাপ ছড়ানোর ইঙ্গিত আছে তাঁকে ঘিরে। মৌসুম শেষ হতে না হতেই তিনি পিএসজিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের পর তিনি আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। পিএসজিও জবাব দিয়েছে। চুক্তি নবায়ন না করলে এমবাপ্পে যেন এবারের দলবদলেই নতুন ক্লাব খুঁজে নেন।

পিএসজির উদ্দেশ্যটা পরিষ্কার। নিজেদের অন্যতম সেরা তারকাকে ফ্রি এজেন্ট বা মুক্ত খেলোয়াড় হিসেবে ছাড়তে চায় না তারা। এমন পরিস্থিতিতে ফরাসি তারকার পরবর্তী গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসিসহ একাধিক নাম সামনে এসেছে। কিন্তু এমবাপ্পে এখন পর্যন্ত বলেই যাচ্ছেন, তিনি পিএসজিতে থাকছেন

আরও পড়ুন

তবে বাস্তবতা হচ্ছে, শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করলে হয়তো নতুন ক্লাবের সন্ধানই করতে হবে এমবাপ্পেকে। এর মধ্যে তাঁকে নিয়ে প্রশ্ন শুনতে হলো ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকেও। তবে ম্যান সিটিতে এমবাপ্পের আসার সম্ভবানা একবাক্যেই উড়িয়ে দিলেন গার্দিওলা।

পিএসজি তারকার ম্যান সিটিতে আসার সম্ভাবনা নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমরা কিলিয়ান এমবাপ্পেকে দলে আনছি না। সে ম্যান সিটিতে আসছে না। আমরা সবাই জানি, সে কোথায় যেতে চায়।’ এ কথা বলে গার্দিওলা মূলত এমবাপ্পের রিয়াল মাদ্রিদ–প্রীতির দিকেই ইঙ্গিত করেছেন।

এমবাপ্পেকে চান না গার্দিওলা
ছবি: রয়টার্স

তবে এমবাপ্পের চিন্তা বাদ দিয়ে গার্দিওলাকে বেশি ভাবতে হচ্ছে নিজের ঘর নিয়ে। বিশেষ করে দলের সেরা খেলোয়াড়দের একজন ইলকাই গুন্দোয়ানের সিটি ছেড়ে বার্সেলোনায় যাওয়ার জোর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

এ নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘গুন্দোকে সই করানোর ব্যাপারে বার্সেলোনার আগ্রহ সম্পর্কে আমার জানা আছে। তবে আমরা তাঁকে ক্লাবে ধরে রাখার ব্যাপারে আগ্রহী। আমি আশা করি, সে আমাদের সঙ্গেই থাকবে। তবে বার্সা যদি তাকে দলে ভেড়াতে পারে, তবে তারা দারুণ একজন খেলোয়াড় পাবে।’

আরও পড়ুন

এদিকে গুন্দোয়ান অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি এখনো নিজের ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণের প্রক্রিয়ায় আছি।’

আরও পড়ুন

গার্দিওলাকে কথা বলতে হয়েছে জোয়াও কানসেলোকে নিয়েও। মূলত স্প্যানিশ এই কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েই জানুয়ারিতে বায়ার্ন মিউনিখে ধারে খেলতে গেছেন এই পর্তুগিজ তারকা। তাঁকে নিয়েও বার্সার আগ্রহের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘আমরা এখনো বার্সেলোনার পক্ষ থেকে কোনো প্রস্তাব পাইনি।’