সাবেক ‘শত্রু’ ক্লপের সঙ্গে একমত গার্দিওলা, তবে...
লিভারপুলের কোচ ছিলেন তিনি। ইয়ুর্গেন ক্লপ এখন রেড বুলের গ্লোবাল সকারের প্রধান। রেড বুলের একটি দল সালজবুর্গও ক্লাব বিশ্বকাপে খেলেছে, বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। ক্লপের দল ক্লাব বিশ্বকাপে খেলার পরও তিনি সমালোচনা করেছেন এই টুর্নামেন্ট নিয়ে। বিশেষ করে বড় কলেবরে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাকে তাঁর কাছে মনে হয়েছে ফুটবল ইতিহাসের ‘সবচেয়ে বাজে পরিকল্পনা’
এ ছাড়া বছরের এই সময়ে এমন একটি টুর্নামেন্ট তাঁর কাছে অর্থহীন মনে হয়েছে।
ক্লপ কেন ক্লাব বিশ্বকাপের সমালোচনা করেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর সমালোচনা এবং ব্যাখ্যার প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। একটা সময়ে ডাগআউটের তুমুল প্রতিদ্বন্দ্বীর সমালোচনার বিষয়টি খুব ভালোভাবেই অনুধাবন করতে পারা গার্দিওলা তাঁর সঙ্গে একমতও হয়েছেন। তবে এখন যখন গার্দিওলার দল ক্লাব বিশ্বকাপে এসে পড়েছে আর শেষ ষোলোতে উঠেছে, আপাতত চূড়ান্ত সাফল্যকেই পাখির চোখ করেছেন তিনি।
ক্লপের সমালোচনার বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘শুনুন, আমি তাঁর বিপক্ষে অনেক অনেকবার খেলেছি। আমি জানি তাঁর এমন ধারণা কোথা থেকে আসে। ইংল্যান্ডে আমরা অনেক লড়াই করেছি এবং উয়েফার টুর্নামেন্টেও আমাদের দেখা হয়েছে। বিশেষ করে আমাদের প্রিমিয়ার লিগের সূচি নিয়ে কথা হতো এবং আমাদের আলোচনা হতো, কীভাবে খেলাটির মান আরও বাড়ানো যায়। আমরা কোচ আর খেলোয়াড়দের আরও বেশি বিশ্রাম কীভাবে দেওয়া যায়, তা নিয়েও আলোচনা করতাম। কারণ, এভাবেই আপনি মান আরও বাড়াতে পারেন।’
গার্দিওলা এরপর যোগ করেন, ‘সব মিলিয়ে তাই ক্লাব বিশ্বকাপ নিয়ে তাঁর মন্তব্যে আমি খুব একটা বিস্মিত নই। আমি তাঁকে বুঝতে পারি। আমি তাঁকে শ্রদ্ধা করি। প্রতিদ্বন্দ্বী হলেও অনেক বছর ধরে তাঁর সঙ্গে আমার সম্পর্কটা অসাধারণ। এখন তিনি কোচ হিসেবে সরে দাঁড়িয়েছেন। আমি তাঁর যুক্তিগুলো বুঝি এবং এর সঙ্গে একমতও পোষণ করি।’
গার্দিওলা এরপর যেটা বলেছেন, সেটার মানে এ রকম—এখনো যাঁরা কোচের চাকরি করছেন, তাঁদের তো এসব টুর্নামেন্টে আসতেই হবে। তাঁর কথা, ‘একই সঙ্গে আমরা যারা এখনো কোচ, তারা ফিফা, উয়েফা, প্রিমিয়ার লিগ বা সিরি আর নিয়ম মানি। আমরা যেহেতু কোচ, তাই আমরা প্রতিযোগিতার আয়োজন করি না। আমরা যখন ওই অবস্থানে পৌঁছাব, গর্ব করতে পারব।’
গার্দিওলা এরপর যোগ করেন, ‘অনেক দল এটা নিয়ে অভিযোগ করছে। কারণ, তারা এই প্রতিযোগিতায় নেই। তারা এখানে থাকতে পছন্দ করবে। এটা ঠিক যে কোচদের জন্যই বিষয়টি স্বস্তির নয়, আদর্শ নয়। আমি কি পরবর্তী মৌসুমের আগে দুই মাসের বিশ্রাম পেতে চাইতাম। হ্যাঁ। আমি কি পরের মৌসুমে ঢোকার আগে সতেজ থাকতে চাইতাম? হ্যাঁ। কিন্তু যা হওয়ার, তা হচ্ছে। আর এখানে আসার জন্য আমরা অতীতে যা করেছি, এখানে আসার যোগ্য আমরা। একবার যখন এখানে এসেই পড়েছি, সম্ভাব্য সেরাটাই করতে চাই আমরা।’
বড় পরিসরে ৩২ দল নিয়ে লম্বা ক্লাব বিশ্বকাপের কারণে কোচ আর খেলোয়াড়েরা পরবর্তী মৌসুম শুরুর আগে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না বলেই সমালোচনা করেছেন ক্লপ।