ভক্ত এমবাপ্পেকে রোনালদোর উপদেশ, নিজের মতো খেলো

রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেরয়টার্স

প্রথমেই একটি সরল অঙ্ক—একজন লোক কোনো একটি কাজে একটি কিশোরের আদর্শ। সময়ের পালাবদলে সেই লোকটির বয়স বাড়লেও কাজের ধার কমেনি। এর মধ্যে সে কিশোরও তারুণ্যে পা রেখে একই কাজে বিশ্বজুড়ে নাম কামিয়ে ফেলে। ওদিকে সেই লোকটির ঘরে তাঁর ছেলে আবার এই কাজেই বাবাকে ছেড়ে তরুণ ছেলেটির ভক্ত হয়ে ওঠে। ঘরে বাবাকে এসব সহ্য করেও ভালোবাসতে হয় সেই তরুণকে। বলতে হয়, আমি ওঁর আশপাশে থাকলে কাজটা আরও ভালোমতো শেখাতাম!

প্রথম প্রশ্ন, কাজটি কী? দ্বিতীয় প্রশ্ন, লোকটি কে? তৃতীয় প্রশ্ন, তরুণটি কে? তবে বেশি ভণিতা হচ্ছে, মনে হলো অন্য কথা। আচ্ছা ভণিতা না করে উত্তরটা দেওয়া যাক। কাজটি হলো ফুটবল, লোকটি ক্রিস্টিয়ানো রোনালদো, তরুণটি কিলিয়ান এমবাপ্পে। ছেলেটির পরিচয় তো না দিলেও চলে—সে যে রোনালদোর সন্তান, সেটাও পরিষ্কার।

আরও পড়ুন

এখন নাটকের স্ক্রিপ্টের মতো গল্পটা বলা যাক। সপ্তাহখানেক আগে স্পেনের ফ্রি টু এয়ার টিভি চ্যানেল ‘লা সেক্সতা’য় রোনালদোর সাক্ষাৎকারের টুকরা অংশ নিয়ে প্রতিবেদন করেছিল ইএসপিএন। এই সাক্ষাৎকার তখনো প্রচারিত হয়নি। সেখানে রোনালদো জানান, তাঁর ছেলে মাতেও এমবাপ্পেকে ‘খুব পছন্দ করে। মাঝেমধ্যে আমাকে বলে বাবা, এমবাপ্পে তোমার চেয়ে ভালো। আমি বলি, না, আমি তার চেয়ে ভালো, কারণ বেশি গোল করেছি।’

সৌদি লিগের দল আল নাসরে খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো
রয়টার্স

রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে যে রোনালদোর ভক্ত, তা সবারই জানা। কিশোর বয়সে নিজের ঘরে রিয়াল কিংবদন্তির পোস্টার রাখতেন এমবাপ্পে। শৈশবে রিয়ালে প্রথমবার ট্রায়ালের সময় রোনালদোর সঙ্গে ছবিও তুলেছিলেন ফরাসি তারকা। রিয়ালে যোগ দেওয়ার পর গত বছর জুনে সে ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। রোনালদো এর ছয় বছর আগেই রিয়াল ছেড়েছেন। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ৪৫১ গোল করার রেকর্ড পর্তুগিজ কিংবদন্তির।

মাদ্রিদের ক্লাবটিতে রোনালদোর রেখে যাওয়া শূন্যস্থান এমবাপ্পে পূরণ করবেন, এই ভাবনা ছিল সবার। তবে এবার নিজের অভিষেক মৌসুমের শুরুতে গোলখরায় ভোগায় সমালোচনাও শুনতে হয় এমবাপ্পেকে। যদিও পরে পুষিয়ে দিয়েছেন, দিচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ২২ গোল করে ফেলেছেন এমবাপ্পে।

আরও পড়ুন

স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’য় রোনালদোর একটি সাক্ষাৎকার আজ প্রচারিত হওয়ার কথা। সে সাক্ষাৎকারের টুকরা অংশ থেকে প্রতিবেদন করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। সেখানে এমবাপ্পেকে নিয়ে কথা বলেছেন আল নাসর তারকা রোনালদো, ‘ওর (এমবাপ্পে) প্রতি চোখ রাখুন। সমর্থকদের তার যত্ন নেওয়া দরকার। তাকে সুরক্ষা করতে ক্লাবকে সাহায্য করতে হবে। সে মাদ্রিদ সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে, তাতে কোনো সন্দেহ নেই।’

এমবাপ্পের প্রতি নিজের ভালোবাসাও জানিয়েছেন রোনালদো, ‘আমি (এমবাপ্পেকে) ভালোবাসি। সেটা শুধু তার উঠে আসার গল্পের জন্য নয়, ক্রিস্টিয়ানোকে সে যতটা ভালোবাসে, সে জন্যও। আমি ছিলাম তার আদর্শ। আমার মতে, সে সেরাদের একজন।’

রিয়ালে এমবাপ্পে ঠিক নিখাদ স্ট্রাইকার পজিশনে খেলেন না। কখনো উইং থেকে মুভ শুরু করেন, কখনো আবার বক্সের বাইরে থেকে। রোনালদো মনে করেন, রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পের সাহায্যের প্রয়োজন, ‘এটা জটিল। কারণ আমার মতে, ফরোয়ার্ড হিসেবে কীভাবে খেলতে হয়, তা সে জানে না। অথবা এমনও হতে পারে, ব্যাপারটা এটা নিয়ে নয় যে সে জানে না। কিন্তু এটা পজিশন নিয়ে নয়। আমি মাদ্রিদে থাকলে তাকে দেখাতাম ৯ নম্বর হিসেবে কীভাবে খেলতে হয়।’

রোনালদো নিজের অভিজ্ঞতা টেনে যোগ করেন, ‘আমি ফরোয়ার্ড ছিলাম না। উইঙ্গার হয়েও এটার সঙ্গে মানিয়ে নিয়েছি। লোকে এটা ভুলে যায়। ফরোয়ার্ড ছিলাম, তবে সেটা প্রথাগত ফরোয়ার্ড নয়। আমার মতে, তারও এটা হওয়া উচিত নয়, তার নিজের মতো করে খেলা উচিত।’