রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপনের অর্থ কী, কেন করেন

ঘানার বিপক্ষে গোলের পর রোনালদোর উদযাপনছবি: এএফপি

গোল করার পর প্রায়ই এমন দৃশ্যের জন্ম দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বলকে জালের ঠিকানা দেখিয়ে কিছু দূর দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুপাশে নামিয়ে আনেন। বর্তমানে ফুটবল বিশ্বের ট্রেডমার্ক উদ্‌যাপন হিসেবে বিবেচিত হয় রোনালদোর এই উদ্‌যাপন। বিখ্যাত এ উদ্‌যাপনটি করার সময় মুখে ‘সিউ’ বলে চিৎকারও দিয়ে থাকেন রোনালদো। যে কারণে উদ্‌যাপনটি পরিচিতি পেয়েছে ‘সিউ’ নামে।

উদ্‌যাপনটি এখন আর শুধু রোনালদোর মধ্যে আটকে নেই। রদ্রিগো, আলেসান্দ্রো গারনাচোসহ অনেকেই রোনালদোর এই উদ্‌যাপন অনুকরণ করে আলোচনায় এসেছেন। এমনকি অন্য খেলার তারকাদেরও এ উদ্‌যাপনে মেতে উঠতে দেখা গেছে। বলা যায়, পর্তুগিজ মহাতারকার উদ্‌যাপন এখন অনেকটাই পপ কালচারের অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে মাতামাতি দেখা যায়।

আরও পড়ুন

নিজের সেই বিখ্যাত উদ্‌যাপন নিয়ে এবার বিস্তারিত ব্যাখ্যা দিলেন রোনালদো।
‘সিআর সেভেন’ প্রথম ‘সিউ’ কথাটি উচ্চারণ করেন ২০১৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে। এর পর থেকে শব্দটি ফুটবল অঙ্গনে জায়গা করে নেয়। পর্তুগিজ এই শব্দের অর্থ ‘ইয়েস’ বা ‘হ্যাঁ’। উচ্ছ্বাস নিয়েই এটি উচ্চারণ করা হয়। এর আগে রোনালদো একবার বলেছিলেন, এটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন ২০১৩ সালে চেলসির বিপক্ষে প্রাক্‌–মৌসুম প্রীতি ম্যাচে। এবার সেই বিখ্যাত উদ্‌যাপনটি নিয়ে রোনালদো নিজের তৃপ্তির কথা জানিয়েছেন।

জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনালদো
ছবি: টুইটার

রোনালদো বলেছেন, ‘মনে হচ্ছে, এই উদ্‌যাপন এখন বৈশ্বিক প্রপঞ্চ হিসেবে ছড়িয়ে পড়েছে। অন্য খেলোয়াড়দের যখন আমি এই উদ্‌যাপন করতে দেখি, আমার ভালো লাগে। অনেক সময় অনেক লোক অন্য খেলার খেলোয়াড়দের এই উদ্‌যাপনের ভিডিও পাঠায়। আবার কেউ কেউ বাচ্চাদের এই উদ্‌যাপনের ভিডিও পাঠায়, যা দারুণ ব্যাপার। এর অর্থ হচ্ছে, “হ্যা”। শব্দটি সরল কিন্তু অনেক শক্তিশালী অর্থ বহন করে।’
এ সময় সৌদি আরবের গরম, লিগের বর্তমান অবস্থা, দর্শকদের উন্মাদনা এবং ইউরোপের বড় তারকাদের আরব দেশটিতে খেলতে আসা নিয়েও কথা বলেন রোনালদো।

আরও পড়ুন

গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বললেও মরুর দেশে রোনালদোর প্রথম মৌসুম কিন্তু একেবারেই ভালো যায়নি। আল নাসরের হয়ে প্রথম মৌসুমটা তাঁর কেটেছে খালি হাতে। সম্ভাব্য তিন শিরোপার একটিও জেতা হয়নি তাঁর। তবে আগামী মৌসুমে রোনালদো ফিরতে চান দারুণভাবে। যদিও ইউরোপিয়ান শীর্ষ তারকাদের আগমন রোনালদোর জন্য পরের মৌসুমটিকেও আরও কঠিন করে তুলতে পারে। এরই মধ্যে সেখানে যোগ দিয়েছেন করিম বেনজেমা। যোগ দেওয়ার পথে আছেন এনগলো কান্তে ও সের্হিও রামোসরা।

আরও পড়ুন

বর্তমানে আন্তর্জাতিক বিরতিতে রোনালদো জাতীয় দলের সঙ্গে আছেন। কয়েক দিন আগে পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ তাঁর পরিকল্পনায় ভালোভাবেই রোনালদোর থাকার কথা জানান। ১৮ জুন লিসবনে ইউরো বাছাইয়ের ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ বসনিয়া–হারজেগোবিনা। ২১ জুন আরেক ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ আইসল্যান্ড।