রদ্রিগোর সঙ্গে এমবাপ্পে, রিয়াল সমর্থকদের মনে খুশির বাতাস

রদ্রিগোর সঙ্গে কিলিয়ান এমবাপ্পেছবি: রদ্রিগোর ইনস্টাগ্রাম থেকে

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদ—দলবদলের বাজারে দুটি নাম যেন হাত ধরাধরি করে হাঁটছে। শুরু হতে যাওয়া মৌসুমে পিএসজিতে থাকতে চান এমবাপ্পে কিন্তু ফরাসি ফরোয়ার্ডকে এক বছরের জন্য রাখতে রাজি নয় পিএসজি। এদিকে এমবাপ্পেও অন্য কোনো ক্লাবে যেতে রাজি নন। তাঁর আগ্রহের জায়গায় এখনো রিয়ালই।

এমন সময়ে দলবদলের বাজারে এমবাপ্পের নামটি যতবার উচ্চারিত হচ্ছে, ঘুরেফিরে আসছে রিয়ালের নাম। এমন সময়ে রিয়াল–সংশ্লিষ্ট কিছুর সঙ্গে যদি এমবাপ্পেকে দেখা যায়, তবে তো আলোচনার পালে নতুন হাওয়া লাগবেই। রিয়াল উইঙ্গার রদ্রিগোর সঙ্গে এমবাপ্পের সেলফি ঘিরে সেটিই শুরু হয়েছে রিয়াল সমর্থকদের মনে।

চুক্তি নবায়ন না করে আগামী মৌসুমে পিএসজি ছাড়তে চান জানিয়ে ক্লাবের বিরাগভাজন হয়েছেন এমবাপ্পে। এমবাপ্পে এখনই চলে গেলে ট্রান্সফার ফি থেকে কিছু অর্থ পাবে ক্লাবটি। কিন্তু ‘আনুগত্য’ বোনাসের পুরোটা নেওয়ার জন্য এমবাপ্পে চুক্তির মেয়াদ পূর্ণ করেই ছাড়তে চান পিএসজি। যে কারণে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।

আরও পড়ুন

এর মধ্যেই এমবাপ্পের জন্য ৩০ কোটি ইউরোর প্রস্তাব পিএসজিকে দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। পিএসজিও সৌদি আরবের ক্লাবটিকে এমবাপ্পের সঙ্গে কথা বলার অনুমতি দেয়। কিন্তু এমবাপ্পে আল হিলাল কর্তৃপক্ষের সঙ্গে কথাই বলতে চাননি।
এমনও শোনা গিয়েছিল, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল তাঁকে এক বছরের জন্য ধারে নিতে চায়। লিভারপুলের কোচ এটা অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন।

এর মধ্যেই আবার সামনে আসে চেলসির নাম। এমবাপ্পেকে নিয়ে নানা ক্লাবের এত আগ্রহের মধ্যেও চুপ করেই আছে রিয়াল কর্তৃপক্ষ। হয়তো এমবাপ্পে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে নির্ভার তাঁরা। তবে রিয়াল এমবাপ্পেকে আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হিসেবে নিতে চায়। এতে যে ট্রান্সফার ফির খরচটা বেঁচে যায়।

আরও পড়ুন

পরিস্থিতি যখন এমন, রিয়ালের উইঙ্গার রদ্রিগোর সঙ্গে দেখা এমবাপ্পের। গতকাল রাতে ইতালির সারদিনিয়ায় একটি ক্লাবে গিয়েছিলেন রদ্রিগো। সেখানেই এমবাপ্পেকে পেয়ে যান ব্রাজিলের তরুণ তারকা। এমবাপ্পের সঙ্গে সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রদ্রিগো। এমবাপ্পে রিয়ালে গেলে এমন সেলফি ও ছবি হয়তো নিয়মিতই তোলা হবে। তবে তার আগেই রদ্রিগো–এমবাপ্পেকে এক ফ্রেমে দেখে রিয়াল সমর্থকেরা বেশ উৎফুল্ল। দুজনের দেখা হওয়ার বিষয়টির যোগসূত্র খুঁজতে চাচ্ছেন আশাবাদী রিয়াল সমর্থকেরা—এমবাপ্পের রিয়ালে আসা তাহলে নিশ্চিতই!

আরও পড়ুন

এমবাপ্পের রিয়ালে যাওয়ার আওয়াজ বাড়তি মাত্রা পাচ্ছে আরও একটি খবরের কারণে। ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টে খেলেন। গত মৌসুমে ২৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করা এই ফরাসিকে নিয়ে বেশ কয়েকটি ক্লাবের আগ্রহের কথা শোনা গিয়েছিল।

তবে নিজের দেশের পিএসজিই নাকি চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে। আরএমসি স্পোর্টস জানিয়েছে, এরই মধ্যে ফ্রাঙ্কফুর্ট কর্তৃপক্ষকে নিজের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন মুয়ানি। যার অর্থ, সামনের কয়েক দিনের মধ্যে পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। আর মুয়ানির প্যারিসে যাওয়ার অর্থ, এমবাপ্পে–শূন্যতা পূরণের প্রস্তুতি নিচ্ছে পিএসজি। আর প্যারিসে এমবাপ্পে–শূন্যতা তৈরি হতে পারে এমবাপ্পের রিয়ালে যাওয়ার মাধ্যমেই।