‘ক্লাসিকো’য় রিয়ালকেই ফেবারিট মানছেন জাভি

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজছবি: এএফপি

মানসিক লড়াই? হতেই পারে। কারণ, দুই দলের সর্বশেষ লড়াইয়ে জয় পেয়েছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনারিয়াল মাদ্রিদকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিল তাঁর দল। লিগেও রিয়ালের চেয়ে বার্সা এগিয়ে আছে ৭ পয়েন্টে।

তাই অনেকেই কোপা দেল রে-র ‘ক্লাসিকো’ দ্বৈরথে লড়াইয়ে আগে বার্সাকেই ফেবারিট মানছেন। তবে জাভির ভাবনা ভিন্ন। কোপা দেল রে সেমিফাইনাল প্রথম লেগে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখছেন বার্সা কোচ।

আরও পড়ুন

লিগে দুই দলের সর্বশেষ দেখায় অবশ্য জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। আর আজ রাতের ‘ক্লাসিকো’য় জাভি পাচ্ছেন না চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কি, উসমান দেম্বেলে আর পেদ্রিকে। চোটের কারণে দলে নেই তাঁরা।

চোটের কারণে আজ খেলতে পারবেন না লেভানডফস্কি
ছবি: এএফপি

চলতি মৌসুমে বার্সার সাফল্যের পেছনে বড় ভূমিকা এই তিন ফুটবলারের। পূর্ণ শক্তির দল পেলেও বার্সা যে রিয়ালের বিপক্ষে ফেবারিট থাকত, তা মানছেন না জাভি। সংবাদ সম্মেলনে এই কোচ বলেছেন, ‘এই ম্যাচে মাদ্রিদ ফেবারিট। কারণ, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা তাদের কাছে। তারা শক্তিশালী প্রতিপক্ষ, দারুণ ছন্দেও আছে। সুপার কাপের ফাইনালে অসাধারণ ফুটবল খেলে হয়তো আমরা তাদের হারাতে পেরেছি, কিন্তু এটা মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে তারা পাঁচ গোল করেছে।’

আরও পড়ুন

জাভি কোচ হওয়ার এখন পর্যন্ত চারবার রিয়ালের বিপক্ষে খেলেছে বার্সা। জয় পেয়েছে দুটি ম্যাচে। সুপার কাপের আগে গত মৌসুমে লা লিগায় ৪-০ জিতেছিল তারা। এরপরও রিয়ালকে সেরা বলতে জাভির আপত্তি নেই, ‘আমাকে সৎ হতে হবে। বলতে কোনো দ্বিধা নেই। আমাদের শক্তি দিয়ে হয়তো আমরা তাদের সমস্যায় ফেলতে পারি, তবে এই ম্যাচে রিয়ালই ফেবারিট।’ কৌশল নাকি ম্যাচের আগেই আত্মসমর্পণ, সেটা অবশ্য ম্যাচেই বোঝা যাবে।

সান্তিয়াগো বার্নাব্যু প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত দুইটায়। এ ম্যাচ ছাড়াও চলতি মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাসিকো হবে আরও দুটি। দ্বিতীয় লেগের লড়াইয়ের আগেই লা লিগায় মুখোমুখি হবে রিয়াল-বার্সা।