বেলজিয়ামের প্রথম দুই ম্যাচে নেই লুকাকু

বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুফাইল ছবি: রয়টার্স

কী যেন নেই—এমন একটা অনুভূতি এবারের বিশ্বকাপে এরই মধ্যে শুরু হয়ে গেছে। হবে না–বা কেন, এমন তারকা পতনের বিশ্বকাপ এর আগে কবে কে দেখেছে! বিশ্বকাপ শুরুর আগেই তারকা পতন, এ আবার কেমন কথা মনে হচ্ছে?

দলগুলো বিশ্বকাপে খেলতে পা রাখার আগেই তো চোটের কাছে ছিটকে গেছেন অনেকে। আর্জেন্টিনার লো সেলসো, ফ্রান্সের এনগোলো কান্তেরা এই দলে। চোটে পড়লেও যাঁদের নিয়ে নিবু নিবু আশা ছিল, এবার নিভে যাচ্ছে তাঁদের খেলার আশা। সেনেগাল দল কাতারে পৌঁছানোর পর জানতে পারল, তাদের সেরা তারকা সাদিও মানে খেলতে পারবেন না। এরপর ফ্রান্সও পেল হতাশার খবর—বিশ্বকাপ শেষ করিম বেনজেমার।
অতটা নয়, তবে এবার দুঃসংবাদ পেল বেলজিয়াম দল।

আরও পড়ুন

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে রোমেলু লুকাকুকে পাচ্ছে না তারা। কাতারে পৌঁছানোর পর বেলজিয়ামের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি লুকাকু। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে যে পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

পুরো ফিট না থাকার পরও লুকাকুকে দলে রেখেছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ। এর কারণও আছে। ১০২ আন্তর্জাতিক ম্যাচ খেলে বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৮ গোলের মালিক তিনিই। লাৎসিওর বিপক্ষে আগস্টে ৩–১ গোলে হেরে যাওয়া ম্যাচের পর ইন্টার মিলানের হয়ে মাত্র দুটি ম্যাচই খেলতে পেরেছেন লুকাকু।

আরও পড়ুন

বেলজিয়াম তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী বুধবার, কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৭ নভেম্বর তারা খেলবে মরক্কোর বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচটি ১ ডিসেম্বর খেলবে বেলজিয়াম, প্রতিপক্ষে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।