স্পেনে ভয়াবহ বিদ্যুৎবিভ্রাট: বার্সেলোনা-ইন্টার ম্যাচ হবে কি
ব্যাপক বিদ্যুৎবিভ্রাটের কারণে গতকাল থেকে ভুগছে ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগাল। দুই দেশেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়, গণপরিবহন থেমে যায় এবং হাসপাতালগুলো জরুরি নয় এমন অপারেশন স্থগিত করতে বাধ্য হয়। পরিস্থিতি গতকাল রাত থেকে কিছুটা উন্নতি হতে শুরু করেছে। তবে এখনো স্বাভাবিক হয়নি। যে কারণে শঙ্কা জাগছে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ নিয়েও। বার্সেলোনার মাঠে আগামীকাল রাতে ম্যাচটি হওয়ার কথা।
বিদ্যুৎবিভ্রাটের কারণে দুই দেশ থেকেই গতকাল থেকেই উড়োজাহাজের বিভিন্ন ফ্লাইট দেরি করে ছেড়েছে। এদিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আজ বিকেলে ইন্টার মিলানের বার্সেলোনায় যাওয়ার কথা। ইতালিয়ান ক্লাবটি সেই পরিকল্পনা অনুযায়ী এগোবে কি না, এটা নিশ্চিত নয়। স্পেনের রাজধানী মাদ্রিদে শত শত মানুষ এখনো ভোগান্তির মধ্যে আছেন। হোটেলগুলোতে থাকা অতিথিরাও বেশ ঝামেলায় পড়েছেন। মোট কথা, স্বাভাবিক জীবনযাত্রা নেই এখন স্পেনের অনেক জায়গায়।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ স্থগিত হয়ে গেছে দ্বিতীয় সেটের সময়। ওই সময় ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন দিমিত্রভ। পরে বাধ্য হয়ে দিনের অন্য ম্যাচগুলোও বাতিল করা হয়।
এই অবস্থায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রাতে চ্যাম্পিয়নস লিগ কতটা স্বাভাবিকভাবে আয়োজন করা সম্ভব, তা নিয়ে শঙ্কা আছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো লিখেছে, আজ রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ম্যাচটা বাতিলও হয়ে যেতে পারে।
আশার কথা হচ্ছে, স্পেনে, গতকাল রাত থেকে বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদের কিছু অংশে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটর জানিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত প্রায় ৬১% বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।