‘ওজিলের সমস্যা হলো সবার সঙ্গেই ওর সমস্যা’

ওজিল আবারও ঝামেলায় পড়েছেনছবি: রয়টার্স

মেসুত ওজিল—আর্সেনাল–সমর্থকদের দুই ভাগ করে দেয় নামটা। এক পক্ষের দাবি ওজিলের সঙ্গে অন্যায় করা হয়েছে, আরেক পক্ষের দাবি ক্লাবের জন্য বোঝা হয়ে ওঠা এক ফুটবলারকে বিদায় করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর্সেনাল। আট বছরের আর্সেনাল ক্যারিয়ারের শেষ দিকটা মাঠে নয়, মাঠের বাইরে বিতর্ক জন্ম দিয়েই কাটিয়েছেন জার্মান মিডফিল্ডার।

আরও পড়ুন

সাবেক সতীর্থ মিকেল আরতেতা কোচ হয়ে আসার পর নতুন করে আশা দেখেছিলেন ওজিল। কিন্তু সেই আরতেতার সময়েই ক্লাব ছাড়তে হয়েছে তাঁকে। বহু চেষ্টাতেও ওজিলকে ক্লাবে রাখা সম্ভব হবে না, বুঝতে পেরেছিলেন আর্সেনাল কোচ। বর্তমানে তুরস্কে গিয়েও ভালো নেই ওজিল, সেখানেও বিতর্কিত কারণে খবর হচ্ছেন। এ ব্যাপারে কথা বলেছেন তাঁর সাবেক সতীর্থ নাচো মনরিয়েল। তাঁর দাবি, ওজিলের সমস্যা হলো সবার সঙ্গেই সমস্যা বাধিয়ে ফেলেন তিনি।

এখন তুরস্কে খেলছেন ওজিল
ছবি: টুইটার

২০১৩ সালে দলবদলের ক্লাব রেকর্ড ভেঙে রিয়াল মাদ্রিদ থেকে ওজিলকে নিয়ে গিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। শুরুটা দারুণ করেন। অবিশ্বাস্য সৃষ্টিশীলতা দেখিয়েছেন, মাঠে কল্পনাতীত সব মুহূর্তের জন্ম দিয়েছেন আর আর্সেনালের হয়ে গোলে সহায়তার যত রেকর্ড আছে, সব নিজের করে নিয়েছেন। সর্বশেষ যেবার চ্যাম্পিয়নস লিগ খেলেছে আর্সেনাল, সে মৌসুমে লুদোগোরেৎসের বিপক্ষে অনন্য এক গোল উপহার দিয়েছিলেন ওজিল।

সে মৌসুমের পর পথ হারিয়েছিল আর্সেনাল, ওজিলের ক্যারিয়ারেরও বাঁক ঘুরে গেছে। ওয়েঙ্গারের পর কোচ হিসেবে এসেছিলেন উনাই এমেরি। তাঁর বিদায়ের পর এসেছেন আরতেতা। কিন্তু কোচ বদলালেও ওজিলের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হয়েও কোনো অবদান রাখতে পারছিলেন না। করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ক্লাবকে সহযোগিতা করেননি। অন্যরা বেতন কমালেও ওজিল তাতে রাজি হননি।

এই টানাপোড়েনের মধ্যে ওজিলকে উদ্ধার করেছে পূর্বপুরুষের দেশের ক্লাব। আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ করে ২০২১ সালের জানুয়ারিতে যোগ দিয়েছেন ফেনারবাচে। সেখানে প্রথম চোট সমস্যায় খেলতে পারেননি। গত কয়েক মাসে গোল করে ও করিয়ে দেখা দিয়েছিলেন পুরোনো ওজিল। কিন্তু সুখের স্বাদ খুব বেশি দিন থাকেনি। প্রথমে গুঞ্জন উঠেছে, ক্লাবের কাছ থেকে বকেয়া বেতন পাচ্ছেন না বলে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ওজিল। সে বিতর্ক পেরিয়ে মাঠে ফিরেছেন তিনি। কিন্তু কনিয়াসপোর ম্যাচে প্রথমার্ধ শেষে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়ার পর আবার ঝামেলা শুরু হয়েছে। সর্বশেষ ম্যাচের স্কোয়াডেই রাখা হয়নি তাঁকে। শোনা যাচ্ছে, মূল দলে তাঁকে আর রাখা যাবে না।

ফোরফোরটু ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে আর্সেনাল ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনরিয়েল। তাঁর সময়ে আর্সেনালের ধীরে ধীরে শক্তি খোয়ানো ও কোচের পালাবদল নিয়ে কথা বলেছেন। আর এতেই অনুমিতভাবে উঠে এসেছে ওজিলের প্রসঙ্গও। মনরিয়েল বলেছেন, ‘ওজিলের সমস্যা হলো সবার সঙ্গেই ওর সমস্যা ছিল। আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে সম্পর্কের শেষটা বাজে ছিল। শেষ কয়েক ম্যাচে ওকে খেলাননি তিনি। এরপর উনাই এমেরি ওকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, নেতাদের একজন বানাতে চেয়েছিলেন।’

এখন বেঞ্চেই সময় কাটছে ওজিলের
ছবি: রয়টার্স

এমেরি, আরতেতা—কেউই ওজিলের কক্ষচ্যুত হওয়া ঠেকাতে পারেননি, ‘এমেরি ওকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন এবং মেসুত অনেক ম্যাচ খেলেছে তখন। কিন্তু কোচ একসময় বুঝতে পারলেন দলে আরও অনেক খেলোয়াড় আছে, যাদের অবস্থা তার চেয়ে ভালো। ওজিল দলের সেরা খেলোয়াড়দের একজন, সবচেয়ে বেশি বেতনভোগী, কিন্তু তারা বুঝতে পেরেছিলে প্রত্যাশিত মানের খেলা দেখাতে পারছে না ওজিল। মানুষ হিসেবে ওর সবার সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু চোটের কারণেও অনেক ম্যাচ খেলতে পারেনি সে।’

২০১৯ সালের শেষে দায়িত্ব পেয়েই ওজিলকে দলের প্রাণ বানাতে চেয়েছিলেন আরতেতা। কিন্তু এক বছর পরই ওজিলের ব্যাপারে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন আর্সেনাল কোচ। ৩৩ বছর বয়সী ওজিলকে তাই তুরস্কে যেতে হয়েছে। তবে সেখানেও কয় দিন থাকতে পারেন, সেটাই দেখার।