টাকা থাকলে যাঁদের দলে ভেড়াত বার্সেলোনা

বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিফাইল ছবি

সাম্প্রতিক অতীতের দুঃস্বপ্ন পেছনে ফেলে ভালো কিছু পাওয়ার আশায় আছে বার্সেলোনা। স্বপ্ন দেখছে সবকিছু ভুলে দল গুছিয়ে আসন্ন মৌসুমে শক্তিশালীভাবে মাঠে নামতে। কখনো তারা রবার্ট লেভানডফস্কিকে কেনার আগ্রহের কথা বলছে, কখনো আবার তাদের আগ্রহের তালিকায় শোনা যাচ্ছে সিজার আজপিলিকেতার নাম।

কিন্তু চাইলেই তো আর সবাইকে কিনতে পারবে না বার্সেলোনা! এর জন্য আগে তাদের লা লিগার বেতন কাঠামোর সঙ্গে নিজেদের আয়–ব্যয়ের সংগতি আনতে হবে। খেয়াল রাখতে হবে আর্থিক সংগতি নীতির দিকে। এ ছাড়া কাটিয়ে উঠতে হবে ক্লাবের আর্থিক দীনতা।

সবকিছু যদি ঠিক হয়ে যেত, ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকত, বার্সেলোনা তাহলে এবারের দলবদলে কোন কোন খেলোয়াড়কে দলে ভেড়াত? একনজরে দেখে আসা যাক দলবদলে বার্সেলোনার আগ্রহের সেই খেলোয়াড়দের, টাকা থাকলে যাঁদের তারা কিনে ফেলত এখনই।

আরও পড়ুন
লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া
ফাইল ছবি

রবার্ট লেভানডফস্কি

গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনার সবচেয়ে আগ্রহ পোলিশ এই স্ট্রাইকারকে ঘিরেই। বায়ার্ন মিউনিখ লেভার সঙ্গে নতুন চুক্তি করতে চাইলেও সেটা এই স্ট্রাইকারের মন জোগানোর মতো নয়। লেভানডফস্কি তাই আর থাকতেই চান না মিউনিখে। এই মুহূর্তে বার্সেলোনা কোচ জাভির সবচেয়ে বেশি প্রয়োজন ধারাবাহিক একজন গোলদাতা। লেভার চেয়ে ভালো সে ক্ষেত্রে আর কে হতে পারেন! বয়স তাঁর ৩৪ ছুঁই ছুঁই ঠিক, কিন্তু গত মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৫০ গোল করেছেন লেভা।

রাফিনিয়া

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে উসমান দেম্বেলে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি না করলে ডান উইংয়ে ক্যাম্প ন্যুর পছন্দ রাফিনিয়া। ব্রাজিলিয়ান উইঙ্গারও বার্সেলোনায় খেলতে চান। লিডস ইউনাইটেডের তাঁকে ধরে রাখার খুব বেশি আগ্রহ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি চাইবে ব্রাজিলিয়ান তারকার মাধ্যমে কিছু অর্থ কামিয়ে নিতে। তাই রাফিনিয়াকে পেতে হলে লিডসের সঙ্গে কঠিন দর-কষাকষিতে যেতে হবে বার্সাকে।

আরও পড়ুন
চেলসির জার্সিতে মার্কোস আলোনসো
ছবি: টুইটার

জুলস কুন্দে

ফরাসি সেন্টারব্যাককে পেতে উন্মুখ হয়ে আছে বার্সেলোনা। কিন্তু তাঁকে পেতে সেভিয়ার সঙ্গে যে দর–কষাকষিটা করতে হবে, সেটা খুব একটা সহজ হবে না। ২৩ বছর বয়সী ডিফেন্ডারকে বিক্রি করা নিয়ে তাদের অতটা তাড়াহুড়ো নেই। এই দলবদলেই ক্লাবের অন্য সেন্টারব্যাক দিয়েগো কার্লোসকে ছেড়ে দিচ্ছে তারা। রক্ষণের বাকিজনকে ছাড়তে তাই অতটা আগ্রহী হবে না সেভিয়া। কুন্দের বর্তমান চুক্তির মেয়াদ আছে আরও দুই বছর। দুর্দান্ত ছন্দে থাকা কুন্দের মাধ্যমে কমপক্ষে সাড়ে ছয় কোটি ইউরো কামিয়ে নিতে চাইবে সেভিয়া।

মার্কোস আলোনসো

এই লেফটব্যাককে পেতে বার্সেলোকে এখনই চেলসির সঙ্গে আলোচনা শুরু করতে হবে। এমনিতে লা লিগায় ফিরতে উন্মুখ হয়ে আছেন স্প্যানিশ ডিফেন্ডার। কিন্তু তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবে চেলসি। আগামী বছরের জুন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আছে রিয়াল মাদ্রিদের একাডেমির সাবেক গ্র্যাজুয়েটের। তবে খেলোয়াড় যেহেতু লা লিগায় ফিরতে চান, বার্সেলোনা কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় থাকবে।

আরও পড়ুন
চেলসির ডিফেন্ডার সিজার আজপিলিকেতা
ছবি: রয়টার্স

সিজার আজপিলিকেতা

বার্সেলোনার কাছ থেকে সর্বশেষ সংবাদ না নিয়েই ছুটি কাটাতে চলে গেছেন আজপিলিকেতা। বার্সেলোনা তাঁকে চায়, তিনিও যেতে চান বার্সায়। চেলসির সাবেক মালিক আলোনসোকে কথা দিয়েছিলেন, তিনি মুক্ত খেলোয়াড় হিসেবেই এবারের দলবদলে যেকোনো ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন। কিন্তু তাঁর চুক্তির একটি শর্ত পূর্ণ হয়ে যাওয়ায়, স্বয়ংক্রিয়ভাবে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন হয়ে গেছে। আর নতুন মালিকপক্ষ তাঁকে বিনা মূল্যে ছাড়তে চান না।

আরও পড়ুন