প্রিমিয়ার লিগের কোন দলের সঙ্গে ভালো মানায় নেইমারকে

পিএসজি কি নেইমারকে ছেড়ে দেবে?ফাইল ছবি: রয়টার্স

২০১৭ থেকে ২০২২—পাঁচ বছরে পিএসজির জার্সিতে ৪টি ফরাসি লিগ ও ৩টি ফ্রেঞ্চ কাপসহ ১১টি শিরোপা জিতেছেন নেইমার। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে প্যারিসের ক্লাবটির। এর মাঝেই ক্লাবে যোগ দিয়েছেন লিওনেল মেসি। দলে প্রাণভোমরা হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। ওদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের ওপর থেকে মোহ কেটে গেছে তাদের।

আরও পড়ুন

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সব আগ্রহ কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই। এ জন্য পিএসজির ওপর থেকে নেইমারের মনও উঠে গেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের খবর, নেইমার নিজেই এখন পিএসজি ছাড়ার কথা ভাবছেন।

আরও পড়ুন

ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকমের খবর, পিএসজি এবারের গ্রীষ্মে নেইমারের জন্য ভালো কোনো প্রস্তাব পেলে তাঁকে বিক্রি করে দেবে। অনেকেই ইংল্যান্ডে নেইমারের ভবিষ্যৎ দেখছেন। ইংল্যান্ডে গেলে সেখানকার কোনো ক্লাবে যোগ দিতে পারেন নেইমার, এর সম্ভাব্য কারণ খুঁজছে গোলডটকম।

আরও পড়ুন

চেলসি

চেলসির নতুন মালিক টেড বোয়েলি তাঁর দলের আক্রমণভাগের শক্তি বাড়ানোর জন্য খরচের ব্যাপারে কোনো কার্পণ্য করবেন না। ব্যর্থ এক মৌসুম কাটানোর পর রোমেলু লুকাকুকে ধারে পাঠানো হয়েছে। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং ও লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার দিকে হাত বাড়িয়েছে তারা। এতেই সন্তুষ্ট নয় দলটি, আক্রমণের ছন্দ ঠিক করে দিতে পারেন, এমন একজনকে চাইছে তারা।

আরও পড়ুন

নেইমারকে পেলে ইংলিশ ক্লাবটির শক্তি বেড়ে যাবে বহু গুণ। নেইমারের ব্রাজিল জাতীয় দলের সতীর্থ সিলভা এখন চেলসিতে আছেন। নেইমারের মতো একজন ভালো বন্ধুকে আবার সতীর্থ হিসেবে চান সিলভা, ‘ওর চেলসিতে যাওয়া উচিত। সে যদি পিএসজি ছাড়ে, তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত।’

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটি

আক্রমণাত্মক ফুটবলের পূজারি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এরই মধ্যে আর্লিং হরলান্ড, হুলিয়ান আলভারেজকে নিশ্চিত করেছে সিটি। তাঁদের সঙ্গে নেইমারকে পেলে আগামী মৌসুমে শিরোপা ধরে রাখার জন্য ঝাঁপাতে পারবে তারা। নেইমারও বর্তমান ফুটবলের সেরা কোচ গার্দিওলার অধীনে খেলতে চান বলেই খবর। তবে ব্রাজিল দলে এখন আর উইংয়ে না খেলা নেইমারকে কেভিন ডি ব্রুইনাসমৃদ্ধ মধ্যমাঠের কোথায় নামাবেন গার্দিওলা, সে প্রশ্নটাও উঠছে।

আরও পড়ুন

নিউক্যাসল ইউনাইটেড

নেইমারকে পাওয়ার ব্যাপারে ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেডই। সৌদি আরবের পাবলিক ইনভেস্ট ফান্ড নিউক্যাসল কিনে নেওয়ার পর তাদের অর্থের অভাব নেই। এ ছাড়া ক্লাবটি পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের খেলোয়াড়দের দিকে বেশি ঝুঁকেছে।

আরও পড়ুন

এখন দলে আছে জোয়েলিনতন ও ব্রুনো গিমিরেস। এ ছাড়া লুকাস পাকেতা নিউক্যাসলে যোগ দিতে যাচ্ছেন বলে শোনা গেছে। ব্রাজিল দলে পাকেতার সঙ্গে নেইমারের রসায়ন দারুণ জমে। নিউক্যাসলের ব্রাজিলিয়ানদের তালিকায় নেইমারের নাম উঠলে চমকানোর কিছু নেই। তবে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় না থাকা এই দলে নেইমার যেতে চাইবেন কি না, আগ্রহ এ নিয়েই।

আরও পড়ুন

আর্সেনাল

অনেক দিন ধরেই বড় কোনো তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে আর্সেনাল। যাদের দলে ভেড়ালে অন্তত লিগ টেবিলে চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করা যাবে। এরই মধ্যে ম্যানচেস্টার সিটি থেকে গ্যাবিয়েল জেসুসকে দলে ভেড়ানোর কাজ এগিয়ে নিয়েছে। ইচ্ছে ছিল লিডস ইউনাইটেডের রাফিনিয়াকে পাওয়ারও। কিন্তু চেলসি তাঁর ব্যাপারে আগ্রহ দেখায় সে আশায় গুড়ে বালি। সে ক্ষেত্রে নেইমারকে পেলে গা ঝাড়া দিয়ে উঠতে পারে গানার্স।

আরও পড়ুন
রোনালদো–নেইমারকে একসঙ্গে খেলার সুযোগ করে দেবে ইউনাইটেড?
ফাইল ছবি

ম্যানচেস্টার ইউনাইটেড

দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষ পর্যন্ত রোনালদো ক্লাব ছাড়লে তারকা ভাবমূর্তি ধরে রাখার জন্য নেইমারের মতোই একজনকে প্রয়োজন ইউনাইটেডের। এ ছাড়া গ্রীষ্মের দলবদলে তারা চাচ্ছে ফরোয়ার্ড যোগ করতে। তবে নতুন কোচ এরিক টেন হাগ তারকা খ্যাতিতে বিশ্বাসী নন। খেলোয়াড় তৈরির দিকে নজর দিতে চান। এ ছাড়া ম্যানইউ যেখানে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে, সে দলে যোগ দিতে নেইমার কতটা আগ্রহী থাকবে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

আরও পড়ুন

লিভারপুল

লিভারপুলের জার্সিতে নেইমারকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের তারকা বানানোর দিকেই বেশি নজর। ৩০ বছর বয়সী কোন খেলোয়াড়কে বিপুল অর্থের বিনিময়ে দলে ভেড়ানো ক্লপের দর্শনের সঙ্গে যায় না। সে ক্ষেত্রে মাঠে ক্লপের বিখ্যাত গ্রেগিং প্রেসিং করতে নেইমারকে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন