সম্প্রচার শেষ ২৮ আগস্ট ২০২২

এশিয়া কাপ

পান্ডিয়ার ম্যাচে ৫ উইকেটের জয় ভারতের

১৩: ২৩ , আগস্ট ২৮

মুখোমুখি ভারত-পাকিস্তান

দ্বিপাক্ষিক সিরিজে এখন মুখোমুখি হয় না দুই দল। আইসিসি ইভেন্টের সঙ্গে এশিয়া কাপেই তাই দেখা যায় ভারত-পাকিস্তান লড়াই। এ টুর্নামেন্ট এবার তিন বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুই দলের। সেটিরই প্রথম অধ্যায় আজ, দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের সরাসরি আপডেটে আপনাকে স্বাগত!

১৩: ২৫ , আগস্ট ২৮

ভারতের প্রতিশোধ নাকি পাকিস্তানের দাপট?

রোহিত শর্মা—এলবিডব্লু। লোকেশ রাহুল—বোল্ড। ১৩ বলের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের ১০ মাস পর ওই দুবাইয়েই যখন আরেকবার মুখোমুখি হচ্ছে দুই দল, তখন চোটের কারণে ছিটকে গেছেন আফ্রিদি।

আরও পড়ুন
১৩: ২৬ , আগস্ট ২৮

পাকিস্তান ম্যাচের আগেই দ্রাবিড়কে পাচ্ছে ভারত

এশিয়া কাপে মাঠের লড়াইয়ে নামার আগ মুহূর্তে কোচকে ফিরে পেয়েছেন রোহিত শর্মারা। করোনামুক্ত হয়ে আজই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দ্রাবিড়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে থাকবেন তিনি।

আরও পড়ুন
১৩: ৩৪ , আগস্ট ২৮

টস

টসে জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর দর্শকের উল্লাসের আওয়াজে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাঁকে। তবে সঞ্জয় মাঞ্জরেকার আরও কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলার পর জানা গেছে সিদ্ধান্ত—ফিল্ডিং করবে ভারত।

১৩: ৩৫ , আগস্ট ২৮

ম্যাচের ফল কী হবে? জানান আপনার মত। 

১৩: ৪১ , আগস্ট ২৮

নেই পন্ত, খেলছেন কার্তিক

ভারত একাদশে নেই ঋষভ পন্ত, খেলছেন দীনেশ কার্তিক। টসের সময় রোহিত শর্মা জানিয়েছেন, এটি নিয়েই দ্বিধায় ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে কার্তিককেই।

একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, আর্শদীপ সিং

১৩: ৪৪ , আগস্ট ২৮

পাকিস্তান দলে দাহানি, নাসিম

তিন পেসার, দুই স্পিনার—এমন কম্বিনেশন নিয়ে খেলছে পাকিস্তানও। টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে পেসার নাসিম শাহর।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউস, শাহনেওয়াজ দাহানি

১৩: ৫০ , আগস্ট ২৮

কোহলির ১০০

দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। এর আগে এ মাইলফলক ছুঁয়েছিলেন রোহিত শর্মা।

তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলা প্রথম ভারতীয় হলেন কোহলি।

১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন বিরাট কোহলি
এএফপি
১৩: ৫১ , আগস্ট ২৮

অপেক্ষা... রোমাঞ্চের!

মাঠে ঢুকতে দর্শকদের দীর্ঘ সারি
এএফপি
১৪: ০৭ , আগস্ট ২৮

প্রথম ওভারেই দুই রিভিউ

ভুবনেশের কুমারের লেংথ বলে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভারতীয়দের আবেদনে সাড়া দিয়েছিলেন শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। তবে রিভিউ নেন রিজওয়ান। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, ভুবনেশ্বরের বলটি যেত স্টাম্পের ওপর দিয়েই। দ্বিতীয় বলেই বেঁচে গেলেন রিজওয়ান।

শেষ বলে গিয়ে রিজওয়ানের বিপক্ষে রিভিউ নিয়েছিল ভারত, কট বিহাইন্ডের জন্য। তবে আল্ট্রা-এজে স্পাইক দেখা যায়নি কোনো। এর মাঝে দারুণ এক ড্রাইভে চার মেরেছেন বাবর আজম, মুখোমুখি হওয়া প্রথম বলেই।

পাকিস্তান ১ ওভারে ৬/০

১৪: ১৯ , আগস্ট ২৮

ভুবনেশ্বরের বাউন্সারে পরাস্ত বাবর

এর আগে আর্শদীপ সিং অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন বাউন্সারে। ভুবনেশ্বর কুমার সফল হলেন। পুল করতে গিয়ে টপ-এজড হয়েছেন বাবর আজম, ফাইন লেগে ধরা পড়েছেন আর্শদীপের হাতেই। তৃতীয় ওভারে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান, সেটিও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান বাবরের। দলীয় রান ১৫।

১৪: ২৮ , আগস্ট ২৮

মাঠে আছে বাংলাদেশও

অন ফিল্ডে রুচিরা পালিয়াগুরুগের সঙ্গে দায়িত্ব পালন করছেন বাংলাদেশী আম্পায়ার মাসুদুর রহমান। রিজার্ভ আম্পায়ার হিসেবে আছেন আরেক বাংলাদেশী গাজী সোহেল। এ ম্যাচে টেলিভিশন আম্পায়ার শ্রীলঙ্কার রবীন্দ্র উইলামাসিরি, ম্যাচ রেফারি জেফ ক্রো।

এএফপি
১৪: ৪০ , আগস্ট ২৮

‘ওয়াক’ করলেন ফখর

বাবর আজম ফেরার পর বেশ সতর্ক ব্যাটিং-ই করছিলেন ফখর জামান ও রিজওয়ান। প্রথম ১৭ বলে ৯ রান ছিল রিজওয়ানের, এরপরই আবেশ খানের লেংথ বলে তুলে মিড উইকেট দিয়ে ৮৭ মিটার লম্বা ছক্কা মেরেছেন রিজওয়ান। পরের বলে ফ্লিক করে মেরেছেন আরেকটি চার। তবে এরপরই ফখরের উইকেট এসেছে কিছুটা চমক হয়েই।

উঠতে থাকা বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন ফখর। অবশ্য উইকেটকিপার দীনেশ কার্তিক উদ্‌যাপন দূরে থাক, আবেদনই করেননি। বুঝে উঠতে পারেননি আবেশও। ফখর অবশ্য হাঁটা ধরেছেন, এর আগে ৬ বলে করেছেন ১০ রান। রিজওয়ানের সঙ্গে তাঁর জুটি থেমেছে ১৯ বলে ২৭ রানেই।

পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৪৩ রান।

ফিরছেন ফখর
এএফপি
১৪: ৪৭ , আগস্ট ২৮

পাকিস্তানের ৫০

ফখর আউট হওয়ার পর রিজওয়ানের সঙ্গে যোগ দিয়েছেন ইফতিখার আহমেদ। সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়াকে একটি চার মেরেছেন তিনি, ঐ ওভারেই দলীয় ৫০ এসেছে পাকিস্তানের।

১৪: ৫৩ , আগস্ট ২৮

দুই দিকেই স্পিন

অষ্টম ওভারে প্রথমবার স্পিন এনেছেন রোহিত, এসেছেন যুজব্রেন্দ্র চাহাল। তাঁর ওভারে এসেছে ৮ রান। অন্য প্রান্তে এসেছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ওভারে তিনি দিয়েছেন ৩ রান।

দশম ওভারে চাহালের বিপক্ষে বড় শটের চেষ্টা করেছেন রিজওয়ান, তবে ধীরগতির শুষ্ক উইকেটের গতির সঙ্গে এখন পর্যন্ত সেভাবে তাল মেলাতে পারেননি তিনি।

১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৬৮ রান।

১৫: ০৮ , আগস্ট ২৮

অবশেষে ইফতিখারের বড় শট

বড় শটের চেষ্টা বেশ কিছুক্ষণ ধরেই করছিলেন ইফতিখার, তবে জাদেজা বা চাহাল জায়গা দিচ্ছিলেন না তাঁকে। অবশেষে অফ স্টাম্পের বাইরে একটি বল ঝুলিয়ে দিলেন চাহাল, ইফতিখার সেটিকেই টেনে পাঠিয়েছেন লং অফের ওপর দিয়ে সীমানার বাইরে। ঠিক পরের বলেই ফিরতি ক্যাচ দিয়েছিলেন তিনি, লো ফুলটসে। তবে ঠিকঠাক নিতে পারেননি চাহাল। ১২তম ওভারে উঠেছে ১১ রান, পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৮৭ রান।

১৫: ১১ , আগস্ট ২৮

ব্রেকথ্রু দিলেন পান্ডিয়া

বাবর আজম ফিরেছিলেন বাউন্সারে, শর্ট বলে ফিরলেন ইফতিখারও। জাদেজার জায়গায় হার্দিক পান্ডিয়াকে এনেছেন রোহিত, তাঁর প্রথম বলেই পুল করতে গিয়ে এজড হয়েছেন ইফতিখার। ২২ বলে ২৮ রান করে ফিরেছেন তিনি, এর আগে রিজওয়ানের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৩৮ বলে ৪৫ রান।

ঠিক যে সময়ে মোমেন্টাম পাচ্ছিলেন বলে মনে হচ্ছিল, তখনোই ফিরলেন ইফতিখার। গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু ভারতের।

পাকিস্তানের প্রথম তিনটি উইকেটই পড়ল শর্ট বলে।

এএফপি
১৫: ২৩ , আগস্ট ২৮

আরেকটি শর্ট বল, আরেকটি উইকেট

পান্ডিয়ার আরেকটি শর্ট বল, আরেকটি উইকেট! সিমে পড়ে ওঠা বলটির গতিপথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রিজওয়ান, তবে ব্যাট ধরে রেখেছিলেন সে পথে। বল গেছে থার্ডম্যানে, সেখানে ভুল করেননি আবেশ খান। পরপর দুই ওভারে দুই থিতু হওয়া ব্যাটসম্যানকে ফেরালেন পান্ডিয়া। রিজওয়ান ফিরলেন ৪২ বলে ৪৩ রান করে।

১৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান পাকিস্তানের।

১৫: ২৬ , আগস্ট ২৮

পান্ডিয়ার আরেকটি শর্ট বল… এবং আরেকটি উইকেট!

এক, দুই, তিন, চার, পাঁচ!

পাঁচটি শর্ট বল, পাঁচটি উইকেট। এর মধ্যে তিনটিই পান্ডিয়ার। তাঁর সর্বশেষ শিকার খুশদিল শাহ। অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলটিতে স্ল্যাপ করতে গিয়ে কাভারে ধরা পড়েছেন তিনি। ৯ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে এলোমেলো করে দিলেন পান্ডিয়া।

এএফপি
১৫: ৩৯ , আগস্ট ২৮

ভুবনেশ্বরের শিকার আসিফ

এর আগেও বড় শটের চেষ্টা করেছেন, তবে বাউন্ডারি পার করাতে পারেননি আসিফ আলী। ভুবনেশ্বরের ধীরগতির অফ কাটারের ব্যাট চালিয়ে মিড অফে এবার সূর্যকুমার যাদবের হাতে পড়লেন তিনি, ৭ বলে ৯ রান করে। আরেকটু পিছিয়ে পড়ল পাকিস্তান।

১৭ ওভারে ১১৪/৬।

১৫: ৫২ , আগস্ট ২৮

ওভার রেটে পিছিয়ে ভারত, উইকেট নেওয়াতে এগিয়ে

বাংলাদেশ সময় ৯.৪৬-এ শুরু হয়েছে ১৯তম ওভার, মানে ১৮ ওভার হতেই সময় লেগেছে ১ ঘণ্টা ৪৬ মিনিট। ওভারের ধীরগতির শাস্তিও পাচ্ছে ভারত। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর যে কয়েকটি ওভার হবে, ওই ওভারগুলোতে ৩০ গজের বৃত্তের ভেতরে থাকতে হবে একজন অতিরিক্ত ফিল্ডার।

ভারতের অবশ্য তাতে তেমন কিছু যায় আসছে না। ভুবনেশ্বরের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন শাদাব, রিভিউ নিয়েও বাঁচেননি। ঠিক পরের বলেই এলবিডব্লু হয়েছিলেন অভিষিক্ত নাসিম শাহও। তিনিও রিভিউ নেন, তবে কাজে আসেনি সেটিও। উইকেটে হয়েছে আম্পায়ার্স কল। হ্যাটট্রিক বলটি অবশ্য ঠেকিয়ে দিয়েছেন দাহানি। পরে ভুবনেশ্বরকে টেনে লং অন দিয়ে ছয়ও মেরেছেন তিনি।

আগের ওভারে আর্শদীপের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মোহাম্মদ নেওয়াজ।

১৫: ৫৬ , আগস্ট ২৮

ভুবনেশ্বরের রেকর্ড

শেষ ওভারে ২ উইকেটসহ ভুবনেশ্বর নিলেন ৪ উইকেট, ২৬ রানের বিনিময়ে। পাকিস্তানের বিপক্ষে কোনো ভারত বোলারের এটিই সেরা বোলিং ফিগার এখন। এর আগের রেকর্ডটি ছিল হার্দিক পান্ডিয়ার। ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরে ৮ রান দিয়ে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

এএফপি
১৬: ০৬ , আগস্ট ২৮

১৪৭ রানে আটকে গেল পাকিস্তান

শাহনেওয়াজ দাহানির ৬ বলে ১৬ রান, হারিস রউফের ৭ বলে ১৩ রানের ক্যামিওতে পাকিস্তান গেল ১৪৭ রান পর্যন্ত। আর্শদীপ সিংকে ছয় মারার পরের বলেই ইয়র্কারে বোল্ড হয়েছেন দাহানি। পাকিস্তান গুটিয়ে গেছে ১ বল বাকি থাকতেই।

দুবাইয়ের ধীরগতির উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ঠিক ছন্দে ছিল না কখনোই। ভারত পেসাররা হেভি লেংথে বল করেছেন, শর্ট বলে একের পর এক উইকেট হারিয়েছে পাকিস্তান। পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৪৩ রানের পর পরের ১০ ওভারে তারা তুলতে পেরেছে ৬৮ রান, আরও ৩ উইকেট হারিয়ে। তবে অসময়ে উইকেট হারানো পাকিস্তান পথ খুঁজে পায়নি ঠিক। মাঝের ওভারগুলোতে আঁটসাঁট বোলিং করেছেন ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা।

জাদেজাকে সরিয়ে পান্ডিয়াকে আনার পর বদলে গেছে চিত্রটা। ইফতিখার ও রিজওয়ান, দুই থিতু ব্যাটসম্যানকেই ফেরান তিনি। এরপর খুশদিল, আসিফ বা শাদাব—মিডল অর্ডারে বিস্ফোরক কোনো ইনিংস খেলতে পারেননি কেউ।

পাকিস্তানের ১০টি উইকেটই নিয়েছেন ভারত পেসাররা। ভারতের ইতিহাসে এই প্রথমবার ইনিংসের সবকটি উইকেটই নিলেন পেসাররা।

এএফপি
১৬: ১৭ , আগস্ট ২৮

দ্বিতীয় বলে নেই রাহুল, বাঁচলেন কোহলি

টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় বল, তাতেই উইকেট! নাসিম শাহর স্বপ্নের মতো শুরু। বাড়তি বাউন্সের বলে বেশ দেরিতে ব্যাট তুলেছিলেন লোকেশ রাহুল, ইনসাইড-এজে হয়েছেন বোল্ড। এক বল পর বিরাট কোহলির উইকেটও পেতে পারতেন নাসিম। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন কোহলি, ক্যাচ গিয়েছিল স্লিপে। দ্বিতীয় স্লিপে থাকা ফাখার জামান ডানদিকে ডাইভ দিয়ে নাগাল পেলেও নিতে পারেননি সেটি।

এরপর নাসিমের ওয়াইড ধরতে গিয়ে চোট পেয়েছিলেন রিজওয়ান। শেষ বলে রোহিত শর্মার বিপক্ষে হয়েছিল কট বিহাইন্ডের আবেদন।

ভারত ৩/১, ১ ওভার শেষে।

এএফপি
১৬: ১৯ , আগস্ট ২৮

লড়াই যখন ভারত-পাকিস্তানের

লাহোরে বড় পর্দায় খেলা দেখছেন দর্শকেরা
এএফপি
১৬: ২৭ , আগস্ট ২৮

কোহলির চার

দাহানির শর্ট বল। পেছনে গিয়ে বিরাট কোহলির পুল। বাকিটা অনুমান করে নিতে পারেন আপনি। বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে, কোহলির ফর্ম নিয়ে। আজ শুরুতেই জীবন পেয়েছেন। কোহলি ফিরতে পারবেন ছন্দে?

আরও পড়ুন
১৬: ৩৭ , আগস্ট ২৮

শর্ট বল, তবে ফল ভিন্ন

এ শর্ট বলেই বিপর্যস্ত হয়ে উঠেছিল পাকিস্তান ব্যাটসম্যানদের জীবন। হারিস রউফ চেষ্টা করলেন সেটিই। কোহলি অবশ্য ঠিকঠাক টাইমিং করতে পারেননি, তবে রউফের গতি নিশ্চিত করেছে সে বলের বাউন্ডারি পেরিয়ে যাওয়া। ইনিংসে প্রথম ছয়ের দেখা মিলেছে তাতেই।

৪ ওভার শেষ ভারত ২৩/১।

১৬: ৪৬ , আগস্ট ২৮

পাকিস্তান ৪৩/২, ভারত ৩৮/১

পাকিস্তান পাওয়ারপ্লেতে ৪৩ রান তুলেছিল ২ উইকেট হারিয়ে। ভারত তুলল ১ উইকেটে ৩৮ রান।

দ্বিতীয় বলেই লোকেশ রাহুল ফেরার পর আপাতত চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন কোহলি ও রোহিত শর্মা। মূল ভূমিকাটা পালন করছেন কোহলিই, এরই মধ্যে ‘পুরোনো’ কোহলির ছোঁয়া পাওয়া গেছে কিছু শটে।

১৬: ৫৬ , আগস্ট ২৮

রোহিতকে ফিরিয়ে ব্রেকথ্রু দিলেন নেওয়াজ

মোহাম্মদ নেওয়াজের বলটা নিজের আর্কের মধ্যে পেয়েছিলেন, সেটিকেই টেনে লং অনের ওপর দিয়ে ছয় মারলেন রোহিত শর্মা। এরপর ভারত অধিনায়ক চেষ্টা করলেন অফ সাইডে যেতে, তুলে মারলেন আবারও। তবে এবার টাইমিং হয়নি, লং অফের সীমানার ওপর ভুল করেননি ইফতিখার। ১৮ বলে ১২ রান করে ফিরলেন রোহিত, কোহলির সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৪৬ বলে ৪৯ রান।

ভারত দ্বিতীয় উইকেট হারাল ৫০ রানে।

১৭: ০১ , আগস্ট ২৮

রোহিতের পর নেই কোহলিও

আগের ওভারের শেষ বলে রোহিত শর্মা। পরের ওভারের প্রথম বলে বিরাট কোহলি। মোহাম্মদ নেওয়াজ ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন পাকিস্তানের দিকে!

জায়গা বানিয়ে তুলে মারতে গিয়ে ধরা পড়েছেন কোহলিও। লং অফে আবারও ইফতিখার আহমেদের হাতে গেছে ক্যাচ। নেওয়াজ দাঁড়িয়ে গিয়েছিলেন হ্যাটট্রিকের সামনে, সূর্যকুমার যাদব অবশ্য তেমন কিছু হতে দেননি।

এএফপি
১৭: ১০ , আগস্ট ২৮

ক্রিজে সূর্যকুমার

শেষ ৯ ওভারে ভারতের প্রয়োজন ৭৯ রান। রবীন্দ্র জাদেজার সঙ্গী সূর্যকুমার যাদব, ভারতের রান তাড়ায় যিনি হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

আরও পড়ুন
১৭: ১৯ , আগস্ট ২৮

শেষ করলেন শাদাব

১৩তম ওভারে বোলিং শেষ করলেন শাদাব খান। ৪ ওভারে এ লেগ স্পিনার উইকেট পাননি কোনো, তবে দিয়েছেন মাত্র ১৯ রান। এখন পর্যন্ত ৫ জন বোলারই ব্যবহার করেছেন বাবর, নেওয়াজের বাকি ১ ওভার। আবার ফিরবেন তাই পেসাররা।

১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯০ রান ছিল পাকিস্তানের, ভারতের রান ৩ উইকেটে ৮৩। ৪২ বলে ভারতের প্রয়োজন ৬৫ রান।

১৭: ২৮ , আগস্ট ২৮

রিভিউ হারাল পাকিস্তান

শাহনেওয়াজ দাহানির ডাউন দ্য লেগের বলে ওয়াইড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, তবে পাকিস্তান রবীন্দ্র জাদেজার বিপক্ষে নেয় রিভিউ। যদিও সফল হয়নি সেটি। দাহানির পর অন্য প্রান্তে নাসিম শাহকে এনেছেন বাবর আজম।

৩৬ বলে ভারতের প্রয়োজন ৫৯ রান।

১৭: ৩১ , আগস্ট ২৮

নাসিমে ছত্রখান সূর্যের স্টাম্প

সিম আপ ডেলিভারি, পড়ার পর একটু ঘুরে ভেতরের দিকে ঢুকল তীক্ষ্ণভাবে। আড়াআড়ি খেলার চেষ্টা করা সূর্যকুমারের ব্যাট ফাঁকি দিল তাতেই। ফিরেই ব্রেকথ্রু দিলেন অভিষিক্ত নাসিম শাহ, অসময়ে আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে আবার চাপে পড়ল ভারত। ১৮ বলে ১৮ রান করেছেন সূর্যকুমার।

নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া, বোলিংয়ে যিনি ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের মোড়। ব্যাটিংয়েও করতে পারবেন অমন কিছু?

১৭: ৪১ , আগস্ট ২৮

কখন আসবেন নেওয়াজ?

৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য—এমন বোলিং ফিগার নিয়ে শেষ করলেন শাহনেওয়াজ দাহানি। নাসিম শাহর বাকি ১ ওভার, হারিস রউফের ২টি। নেওয়াজের ১ ওভারও করাতে হবে বাবরকে।

২৪ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৪১ রান।

১৭: ৪৪ , আগস্ট ২৮

বুম!

নাসিম শাহর বলে বোল্ড সূর্যকুমার যাদব
এএফপি
১৭: ৫৭ , আগস্ট ২৮

পড়ে গেলেন নাসিম, বাঁচলেন জাদেজা

ক্র্যাম্পে ভুগছেন নাসিম শাহ। সূর্যকুমারের উইকেট পাওয়ার পর থেকেই অস্বস্তিতে আছেন তিনি। নিজের শেষ ওভার করছেন সে চোট নিয়েই, চতুর্থ বল করার পর তো পড়েই গেলেন। অবশ্য পড়তে পড়তেই আবেদন করেছিলেন এলবিডব্লুর, আম্পায়ার মাসুদুর রহমান রবীন্দ্র জাদেজাকে আউটও দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছেন জাদেজা, বল পড়েছে লেগ স্টাম্পের বাইরে।

১৮: ০০ , আগস্ট ২৮

১২ বলে ২১ রান

চোট নিয়েই শেষ ২ বল করলেন নাসিম, পঞ্চম বলে অবশ্য ছয় মেরেছেন জাদেজা। তবে ঘণ্টায় ১৪২ কিলোমিটার গতির শেষ বল মিস করেছেন। ১২ বলে ভারতের প্রয়োজন ২১ রান, স্বাভাবিকভাবেই পাকিস্তানের প্রয়োজন উইকেট।

১৮: ০৭ , আগস্ট ২৮

রউফের ওভারে পান্ডিয়ার তিন চার

তৃতীয় বলে যে চার হলো, সেটি হয়তো আটকাতে পারতেন বাবর আজম। পরেরটিতে অবশ্য ফিল্ডারের সুযোগ ছিল কমই। আর শেষ বলে কোনো ফিল্ডারকেই কোনো সুযোগ দিলেন না পান্ডিয়া। বোলিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন, ব্যাটিংয়েও তাই করলেন পান্ডিয়া! হারিস রউফের করা ১৯তম ওভারে উঠল ১৪ রান, শেষ ওভারে ভারতের প্রয়োজন মাত্র ৭ রান।

১৮: ০৯ , আগস্ট ২৮

বোল্ড জাদেজা

নেওয়াজকে এতক্ষণ ধরে রেখেছিলেন বাবর, আনলেন শেষ ওভারে। প্রথম বলেই বোল্ড হলেন রবীন্দ্র জাদেজা। ২৯ বলে তিনি করেছেন ৩৫ রান।

১৮: ১৩ , আগস্ট ২৮

ভারতের ৫ উইকেটের জয়ে নায়ক পান্ডিয়া

জাদেজা বোল্ড হওয়ার পর দীনেশ কার্তিক একটি সিঙ্গেল নিয়েছিলেন, তৃতীয় বল হয়েছিল ডট। তবে তাতে কিছু যায় আসেনি হার্দিক পান্ডিয়ার। মোহাম্মদ নেওয়াজের পরের বলটা টেনে ছয় মেরে ভারতের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন তিনি।

দুবাইয়ে শেষ পর্যন্ত রাতটা তাই পান্ডিয়ারই।

১৮: ১৭ , আগস্ট ২৮

ভারতের ৫ উইকেটের জয়ে নায়ক পান্ডিয়া

জাদেজা বোল্ড হওয়ার পর দীনেশ কার্তিক একটি সিঙ্গেল নিয়েছিলেন, তৃতীয় বল হয়েছিল ডট। তবে তাতে কিছু যায় আসেনি হার্দিক পান্ডিয়ার। মোহাম্মদ নেওয়াজের পরের বলটা টেনে ছয় মেরে ভারতের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন তিনি।

ভারতের জন্য ম্যাচটি ছিল গত বিশ্বকাপের প্রতিশোধের। পাকিস্তানকে ১৪৭ রানে আটকে দেওয়ার পর সেটির অনেকটাই করে রেখেছিল তারা। তবে নাসিম শাহ, হারিস রউফদের গতির সঙ্গে মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতে এক সময় চাপে পড়ে ভারত। বিরাট কোহলির ৩৪ বলে ৩৫ রানের ইনিংসের পর ভারতকে পথে রাখেন জাদেজা। তবে তাদেরকে এগিয়ে নেওয়ার মূল কৃতিত্বটা পান্ডিয়ারই।

১৯তম ওভারে হারিস রউফকে তিন চারের পর শেষ ওভারে নেওয়াজকে মারা ওই ছক্কার পর পান্ডিয়া অপরাজিত থাকেন ১৭ বলে ৩৩ রানে। এর আগে বোলিংয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট।

দুবাইয়ে শেষ পর্যন্ত রাতটা তাই পান্ডিয়ারই। পাকিস্তান লড়াই করেছে, তবে পেরোতে পারেনি শেষ পর্যন্ত।

জয় নিশ্চিত করার পর হার্দিক পান্ডিয়া
এএফপি