নুরুলের মুখেও ‘বাংলাদেশি ব্র্যান্ড’র সেই পুরোনো কথা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে সেই ‘বাংলাদেশি ব্র্যান্ড’–এর ক্রিকেট খেলার আশার কথাই শুনিয়ে গেলেন এ সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়কছবি: প্রথম আলো

বাংলাদেশের কোনো অধিনায়কের মুখে কথাটা নতুন নয় মোটেও। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে পাওয়ার হিটিংয়ের যে চাহিদা, সেটি যখন মেটানো যাচ্ছে না, তখন নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করার কথা সেটা। তামিম ইকবাল এর আগে এমন কথা বলেছেন, বলেছেন মাহমুদউল্লাহও। এবার বললেন নুরুল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে সেই ‘বাংলাদেশি ব্র্যান্ড’–এর ক্রিকেট খেলার আশার কথাই শুনিয়ে গেলেন এ সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে স্পিন সহায়ক কন্ডিশনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস উড়ে যেতে সময় লাগেনি। বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে শুরু করে এখন পর্যন্ত এ সংস্করণে ফল এসেছে, এমন ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র একটি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ হেরেছে বাংলাদেশ। নিজেদের ব্র্যান্ড খুঁজে পাওয়া দূরের কথা, টি-টোয়েন্টির ধাঁধাটা ক্রমে আরও জটিলই হচ্ছে বাংলাদেশের কাছে।

আরও পড়ুন

হারারেতে প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাওয়ার হিটিং নিয়ে প্রশ্ন করা হলে নুরুল অবশ্য বললেন পুরোনো কথাটাই, ‘জিনিসটা আলাদা। আমরা বাংলাদেশি—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি “স্মার্ট এবং সেনসিবল” থাকি, ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, তা নিয়ে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত নই। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

হারারেতে অনুশীলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নুরুল হাসান
বিসিবি

জিম্বাবুয়ে সফরের আগে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসানকে। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমও নেই। তামিম ইকবাল তো অবসরই নিয়েছেন। অপেক্ষাকৃত তরুণ দল নিয়েই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের, যারা সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন

অভিজ্ঞরা অনুপস্থিত থাকলেও নুরুল অবশ্য তাঁর দলকে অনভিজ্ঞ বলতে রাজি নন মোটেও, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশির ভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। অভিজ্ঞরাও আছে। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তবে সেটির জন্য প্রস্তুত আছি।’

সর্বশেষ সফরে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তো তাড়া করেছিল ১৯৩ রান। এবার গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অবশ্য খুব বেশি সময় পায়নি তারা। তবে নুরুল বলছেন, সিরিজ জয়ের চিন্তাই করছেন, ‘অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন, (তবে) শিখতে আসিনি। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি।’

আরও পড়ুন