এবার রোনালদোর সম্মানে বিশেষ জার্সি এনেছে স্পোর্তিং

রোনালদোর সম্মানে করা স্পোর্তিং লিসবনের বিশেষ জার্সি গায়ে তাঁর মা মারিয়া দোলোরেসছবি: টুইটার

ছয় দিন আগে ১২ আগস্ট ক্রিস্টিয়ানো রোনালদোর স্পোর্তিং লিসবন ছাড়ার দুই দশক পূর্তি হয়েছে। লিসবনের সেই আঁতুড়ঘরেই তৈরি হয়েছিল আজকের রোনালদোর ভিত। ১৯৯৭ সালে মাত্র ১২ বছর বয়সে পর্তুগিজ ক্লাবটির বয়সভিত্তিক দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন ‘সিআর সেভেন’। মূল দলে তাঁর অভিষেক হয় ২০০২-০৩ মৌসুমে। এরপরই এক প্রীতি ম্যাচে রোনালদোর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসন।

রোনালদোকে দিয়ে সে সময় ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া ডেভিড বেকহামের শূন্যতাও পূরণ করেন ফার্গুসন। স্কটিশ এই কোচের হাত ধরে ইউনাইটেডে আসার সময় রোনালদোর পরিচিতি ছিল সীমিত। ইউনাইটেডেই পরবর্তী সময়ে বিশ্বসেরাদের একজন হয়ে ওঠেন রোনালদো।

আরও পড়ুন

তবে কৈশোরে যে স্পোর্তিং লিসবন ক্লাব তাঁর ভিত গড়ে দিয়েছিল, তারা কখনো ভোলেনি রোনালদোকে। ভোলার কথাও না, রোনালদোই তো ক্লাবটির একাডেমি থেকে বের হওয়া সেরা খেলোয়াড়। স্পোর্তিং লিসবনের আর কোনো খেলোয়াড় তো এমন সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠেননি।

এই মাসেই রোনালদোর স্পোর্তিং লিসবন ছাড়ার ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ জার্সি বাজারে ছেড়েছে স্পোর্তিং। জার্সিটিকে তারা এ মৌসুমে থার্ড কিট বা তৃতীয় জার্সি হিসেবে ব্যবহার করবে। রোনালদোর প্রতি বিশেষ সম্মান দেখাতে গিয়েই মূলত এ উদ্যোগটি নিয়েছে স্পোর্তিং। কালো ও সোনালি রঙের এই জার্সির ডান দিকের ওপরের কোনায় লেখা ‘সিআর সেভেন’।

১৮ বছর বয়সে লিসবন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যান রোনালদো
ছবি: টুইটার

স্পোর্তিংয়ে রোনালদো নিজের শেষ ম্যাচে এমনই একটি জার্সি পরে খেলেছিলেন। তাঁর সেই শেষ ম্যাচের স্মৃতিও এই জার্সির মধ্য দিয়ে ধরে রাখতে চেয়েছে পর্তুগিজ ক্লাবটি। তবে জার্সিতে ক্লাবের ব্যাজের চেয়ে রোনালদোর ব্র্যান্ড নাম বেশি গুরুত্ব পাওয়ায় অনেকে সমালোচনাও করছেন। যদিও সাধারণ ভক্ত-সমর্থকেরা সেই সব সমালোচনাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না।

এর মধ্যে এই জার্সিটি বাজারে আসার পর থেকে বিক্রির দিক থেকে প্রত্যাশা ছাড়িয়ে গেছে। মাত্র দুই সপ্তাহে বিক্রি হয়েছে ১০ হাজারের বেশি জার্সি। অনলাইন ও দোকান দুই জায়গাতেই বেশ উচ্চহারে বিক্রি হচ্ছে এই জার্সি। যা ক্লাবটির মোট জার্সি বিক্রির ৫১ শতাংশ। নাইকি ও স্পোর্তিংয়ের ওয়েবসাইটেও এই জার্সি পাওয়া যাচ্ছে। আবার কেউ চাইলে স্পোর্তিংয়ের নিজস্ব দোকান থেকেও এই জার্সি কিনে আনতে পারবেন। কেউ কিনতে চাইলে এর দাম পড়বে ৯০ ইউরো।

আরও পড়ুন

তবে এর মধ্যে যা বিক্রি হয়েছে, তার অর্ধেকই অনলাইনে কিনেছেন পর্তুগিজের বাইরে থাকা সমর্থকেরা, যা মূলত আন্তর্জাতিক অঙ্গনে রোনালদোর বিপুল জনপ্রিয়তাকেই সামনে এনেছে। রোনালদোর জার্সি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার জার্সি বিক্রিতে রেকর্ড গড়েছিলেন রোনালদো।

স্পোর্তিংয়ের রোনালদোকে সম্মান জানানোর এটিই অবশ্য একমাত্র উদ্যোগ নয়। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে নিজেদের অনুশীলন মাঠের নাম অ্যালকোচেট স্পোর্টস সেন্টার বদলে ক্রিস্টিয়ানো রোনালদো একাডেমি রাখে তারা। সে নামেই এখন নতুনভাবে পরিচিতি পেয়েছে অনুশীলন সেন্টারটি।