মেরিনার্সের বড় হারে হকি লিগের শুরুতেই চমক

প্রথম ম্যাচে ঊষার কাছে হেরেছে মেরিনার্সসংগৃহীত

২৭ মাস পর মাঠে গড়িয়ে আজ প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শুরুই হলো বড় চমক দিয়ে। প্রথম দিনই হেরে গেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাব। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই ঊষার কাছে ৫–১ গোলে হেরে যায় তারা। এক সপ্তাহ আগেই আবাহনীকে হারিয়ে মেরিনার জিতেছে মৌসুম শুরুর টুর্নামেন্ট ক্লাব কাপ। সেমিতে ঊষাকে ৮–৪ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। লিগের শুরুর দিন দলটি দেখল মুদ্রার অন্য পিঠ।

লিগ শুরু হয়েছে অনেক বিতর্কের পর। শুরুর তারিখ নিয়ে ছিল ঊষা–মেরিনার দ্বন্দ্ব। ঊষার সঙ্গে পরে যোগ দেয় আবাহনী, মোহামেডান। সেই দ্বন্দ্ব মিটেছে লিগ কমিটির মধ্যম পন্থা অবলম্বনে। লিগের ম্যাচগুলো যেন বিতর্কমুক্ত থাকে, তাই এবার শুরু থেকেই বড় ম্যাচ পরিচালনা করছেন বিদেশি আম্পায়াররা। মেরিনার–ঊষা ম্যাচ পরিচালনা করেছেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কার দুই আম্পায়ার। আজই ঢাকায় নেমে দুই আম্পায়ার সরাসরি চলে আসেন মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

আজ মেরিনার–ঊষা ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে মেরিনারকে এগিয়ে দেন সোহানুর রহমান সবুজ। সেই গোল ঊষা শোধ করে দেয় তিন মিনিট পরই। গোল করেন মোহাম্মদ শরীক। এই গোলটিও হয়েছে পেনাল্টি কর্নার থেকে। দুই মিনিট পরই তৈয়ব আলীর ফিল্ড গোলে ঊষা এগিয়ে যায় ২–১ গোলে।

উষা–মেরিনার্স ম্যাচের আগে ছিল প্রিমিয়ার লিগ শুরুর সংক্ষিপ্ত আয়োজন। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে
বাংলাদেশ হকি ফেডারেশন

মেরিনারের খেলায় পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল। তারা মাঠে নেমেছিল দুই ভারতীয় হকি খেলোয়াড় নিয়ে। ভারতের প্রদীপ মোর সম্ভবত নিজের ওপর বেশি চাপ নিয়ে ফেলেছিলেন। অবশ্য না নিয়ে উপায়ও ছিল না। মেরিনারের বাকি খেলোয়াড়েরা যে নিষ্প্রভই ছিলেন।

আরও পড়ুন

প্রথম কোয়ার্টারে ২–১ গোলে এগিয়ে যাওয়া ঊষা দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। সুযোগ নষ্ট করেছে মেরিনারও। ঊষা তৃতীয় গোলটি পায় ৪৭ মিনিটে এসে (চতুর্থ কোয়ার্টারে)। গোল করেন ভারতীয় খেলোয়াড় ইশারাক ইখতিদার। পরে মেরিনার কয়েকটি পেনাল্টি কর্নার আদায় করে। কিন্তু ঊষার গোলকিপার অসীম গোপ আর রক্ষণের খেলোয়াড়েরা বারবার তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। এ সময় ঊষাও কয়েকবার আক্রমণে ওঠে। ফাঁকা সুযোগ নষ্ট হয় দুটি।

ঊষা শেষ দুই গোল পায় ম্যাচের একেবারে শেষ দিকে, ৫৭ ও ৫৮ মিনিটে। দুটি গোলই মাহবুব হোসেনের। চারবারের লিগ শিরোপাধারীদের শুরুটা দারুণই হলো লিগে। আজ দিনের অন্য ম্যাচে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড ও দিলকুশা স্পোর্টিং ক্লাব।

জয়ে শুরু আবাহনীর

জয় দিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ ২০২৩-২৪ শুরু করেছে আবাহনী লিমিটেড। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় আবাহনী ও দিলকুশা স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ১০-১ গোলের বিশাল ব্যবধানে জেতে আবাহনী। জয়ী দলের ডিফেন্ডার আশরাফুল ইসলাম হ্যাটট্রিকসহ ৫ গোল করেন। এ ছাড়া দলটির পক্ষে পুস্কর খীসা মিমো ২টি ও ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ আব্দুল্লাহ এবং আমান শরীফ অভয় একটি করে গোল করেছেন। দিলকুশার হয়ে সাগর এক গোল শোধ দেন।

আরও পড়ুন