উইম্বলডনের অঘটনের মিছিলে এবার কিস
উইম্বলডনে আজও অঘটন ঘটেছে। মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ে ১০৪তম জার্মানির লরা সিগামুন্ডের কাছে হেরে বিদায় নিয়েছেন ষষ্ঠ বাছাই ম্যাডিসন কিস।
শেষ পর্যন্ত যাঁরাই চ্যাম্পিয়ন হোন, এবারের উইম্বলডনকে টেনিসপ্রেমীরা ‘অঘটনের উইম্বলডন’ হিসেবে মনে রাখবেন।
বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। ছেলেদের শীর্ষ ১০ বাছাই খেলোয়াড়ের মধ্যে পাঁচজনই হেরে বিদায় নিয়েছেন। মেয়েদের এককে অঘটন ঘটেছে আরও বেশি। কোকো গফ, জেসিকা পেগুলা, জেসমিন পাওলিনি ও ঝেং কিনওয়েন এরই মধ্যে বিদায় নিয়েছেন। ব্যর্থতার সে তালিকায় এবার যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের তারকা ম্যাডিসন কিস।
উইম্বলডনে আজ তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ে ১০৪তম জার্মানির লরা সিগামুন্ডের কাছে ৬–৩, ৬–৩ গেমে হেরেছেন ষষ্ঠ বাছাই ও র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা কিস। মেয়েদের এককে বাছাইয়ে শীর্ষ ছয় খেলোয়াড়ের মধ্যে এখন শুধু র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় আরিনা সাবালেঙ্কাই টিকে রইলেন। ছেলেদের এককে টিকে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এবং র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থাকা ইয়ানিক সিনার।
৩৭ বছর বয়সী সিগামুন্ডের বিপক্ষে ৩১টি ‘আনফোর্সড এরর’ করেছেন ৩০ বছর বয়সী কিস। এ বছর খেলা আগের ১৪টি গ্র্যান্ড স্লাম ম্যাচের মধ্যে ১৩টি জিতলেও আজ একদমই ভালো খেলতে পারেননি কিস। অন্য তিন গ্র্যান্ড স্লামে অন্তত একবার করে সেমিফাইনালে উঠলেও উইম্বলডনে এ নিয়ে ১১ বারের চেষ্টায়ও কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলেন না তিনি।
শেষ ষোলোয় ওঠা সিগামুন্ড ২০১৬ উইম্বলডনে কিসের সঙ্গে সর্বশেষ দেখায় সরাসরি সেটে হেরেছিলেন। ২০২০ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ ষোলোয় উঠলেন সিগামুন্ড। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সী নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের শেষ ষোলোয় উঠলেন তিনি।