আন্তর্জাতিক নারী দিবসে গুগলের ডুডল

আন্তর্জাতিক নারী দিবসে গুগল ডুডলছবি : স্ক্রিনশট

আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও দিবসটি উপলক্ষে প্রকাশ করেছে নতুন ডুডল। গুগলে প্রবেশ করলেই দেখা মিলছে ডুডলটির। অ্যানিমেটেড ডুডলটিতে বিভিন্ন পেশায় নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে।

গুগল ডুডলের প্লে বোতামে ক্লিক করলেই অ্যানিমেটেড ভিডিও চলতে শুরু করে। পর্দায় দেখা যায়, একজন মা তাঁর ল্যাপটপে কাজ করছেন। কাজের ফাঁকে পাশে থাকা সন্তানেরও যত্ন নিচ্ছেন তিনি। আবার প্লে বোতামে ক্লিক করলে দেখা যায়, সন্তানদের খেলা, দেখভালের পাশাপাশি একজন নারী গাছে পানি দিচ্ছেন। এরপর পর্যায়ক্রমে পর্দায় দেখা যায়, একদল নারী হাসপাতালে অপারেশনে ব্যস্ত সময় পার করছেন। নানা শ্রেণিপেশার নারীদের কাজের ছবি তুলে ধরার পাশাপাশি ওয়াইল্ড লাইভ ফটোগ্রাফিতে নারীদের অংশগ্রহণও তুলে ধরা হয়েছে ডুডলটিতে। একেবারে শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী নানা নারীদের ছবি তুলে ধরা হয়েছে। অ্যানিমেটেড ভিডিওর শেষ স্ক্রিনে অনুসন্ধান অপশনও রয়েছে, ফলে ক্লিক করলেই আন্তর্জাতিক নারী দিবসের বিস্তারিত তথ্য জানা যাবে।

গুগল ডুডলের পেজে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে গুগল জানিয়েছে, আজ আন্তর্জাতিক নারী দিবসে ডুডল স্লাইডশোর মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির নারীদের দৈনন্দিন কার্যক্রম তুলে ধরা হয়েছে। যেখানে ঘরের কাজে ব্যস্ত মায়ের পাশাপাশি মোটরসাইকেল মেরামত করা নারীকে নিজের দক্ষতা শেখাতে দেখা যাবে। নারীরা কীভাবে পরিবার সামলে নিজেরা সমাজে ভূমিকা রাখেন তাই তুলে ধরা হয়েছে ডুডলটিতে।