ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের লাইব্রেরি ব্যবহার করা যায়

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের লাইব্রেরি ব্যবহার করা যায়
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের লাইব্রেরি ব্যবহার করা যায়

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২১
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৯

১৬. বর্তমানে সারা বিশ্বে কী ব্যবহার করে শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হয়?
ক. কম্পিউটার খ. টেলিভিশন গ. টেপ রেকর্ডার ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর
উত্তর: ঘ. মাল্টিমিডিয়া প্রজেক্টর
১৭. বিভিন্ন দেশের লাইব্রেরি ব্যবহার করা যায় কীসের মাধ্যমে?
ক. টেলিভিশন খ. ইন্টারনেট গ. ফ্যাক্স ঘ. ই-মেইল
উত্তর: খ. ইন্টারনেট।
১৮. নিচের কোনটি আধুনিক প্রযুক্তির যানবাহন?
ক. রিকশা খ. ঘোড়ার গাড়ি গ.গরুর গাড়ি ঘ. উড়োজাহাজ

উত্তর: ঘ. উড়োজাহাজ
১৯. ফসলের বীজ বোনার জন্য বর্তমানে কী ব্যবহূত হয়?
ক. ট্রাক্টর খ. পাওয়ার টিলার গ. ড্রামসিডার ঘ. অ্যারোপ্লেন
উত্তর: গ. ড্রামসিডার
২০. রক্তপাত ছাড়া কী ব্যবহার করে অনেক জটিল অস্ত্রোপচার করা হচ্ছে?
ক. এক্স-রে খ. লেজার রশ্মি গ. আলট্রাসনোগ্রাফি ঘ. ইসিজি
উত্তর: খ. লেজার রশ্মি
২১. প্রাচীন প্রযুক্তির যন্ত্র কোনটি?
ক. ট্রাক্টর খ. পাওয়ার টিলার গ. ড্রামসিডার ঘ. কোদাল উত্তর: ঘ. কোদাল
২২. ১৭০০ সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির যন্ত্র কোনটি?
ক. লাঙল খ. ট্রাক্টর গ. ড্রামসিডার ঘ. প্যাডেল থ্রেসার উত্তর: ক. লাঙল
২৩. কৃষি প্রযুক্তির অগ্রগতির যুগ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি উত্তর: খ. ৩টি
২৪. কৃষি প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রের দ্বিতীয় যুগটি কিসের?
ক. উন্নত যন্ত্র ব্যবহারের খ. রাসায়নিক সার ব্যবহারের
গ. জৈব প্রযুক্তি ব্যবহারের ঘ. আধুনিক যন্ত্র ব্যবহারের
উত্তর: খ. রাসায়নিক সার ব্যবহারের
২৫. নিচের কোনটি আধুনিক কৃষি প্রযুক্তির?
ক. কোদাল খ. লাঙল গ. জোয়াল ঘ. ট্রাক্টর উত্তর: ঘ. ট্রাক্টর
২৬. কোনটির ব্যবহারে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে?
ক. রাসায়নিক সার খ. ট্রাক্টর গ. জৈব সার ঘ. জৈব প্রযুক্তি
উত্তর: ঘ. জৈব প্রযুক্তি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল