টক শো ছাগলামি

.
.

সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুরু হচ্ছে আপনাদের প্রিয় টক শো-ছাগলামি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁ পাশে আছেন আদুরে বিড়াল, প্রভুভক্ত কুকুর আর ডান পাশে আছেন আদর্শবাদী ছাগল। আর বরাবরের মতো মাঝে বসে আছি আমি, মানুষ। সরাসরি আমরা আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটির জার্নাল বায়োলজি লেটার্স-এ একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে ছাগলকে মানুষের নতুন ‘সেরা’ বন্ধু’ হিসেবে দাবি করেছেন তাঁরা। এ বিষয়ে আমরা আপনাদের অভিমত জানতে চাইব। প্রথমেই আসছি আপনার কাছে—
ছাগল: এটা আমাদের ছাগল-সমাজের জন্য নতুন পাওয়া। এত দিন পর, দেরিতে হলেও মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে জেনে আমরা খুশি।
কুকুর: এ বিষয়ে আমি একটু বলি...

মানুষ: আমি আসছি আপনার কাছে...

ছাগল: হ্যাঁ, তারা তো এখন কত কী বলবেন! আগে কুত্তা ছিল মানুষের কাছের বন্ধু। এখন আমরা হয়েছি। সহ্য হচ্ছে না আসলে...

কুকুর: দেখুন, আমরা শিক্ষিত না হতে পারি, কিন্তু মানুষের মতো হিংসাপরায়ণ নই। আর একটা কথা, প্রোগ্রামটা লাইভ অন-এয়ার হচ্ছে। টিভিতে বহু লোক দেখছেন। সম্মান দিয়ে কথা বলুন। কুকুরকে কুত্তা বলবেন না। প্রচণ্ড গায়ে লাগে।

মানুষ: আমিও একমত। ‘কুকুর মানুষের বন্ধু’—শুনতে ভালো লাগলেও ‘মানুষ কুত্তার বন্ধু’ কথাটা বিব্রতকর। যাহোক, এবার আমি বিড়ালের কাছে জানতে চাইব, আপনি কী বলবেন?

বিড়াল: দেখুন, আমরা কিন্তু মানুষের সবচেয়ে কাছাকাছি থাকি। তবু আমাদের নিয়ে তেমন আলোচনা নেই।

ছাগল: কীভাবে থাকবে? চুরি করে খাওয়া ছাড়া আপনাদের তো তেমন কাজ নেই।

বিড়াল: দেখুন, আমরা খিদার জন্য মানুষের খাবার চুরি করি কথাটা সত্য। তবে ভরা পেটে মানুষের মতো বড় বড় পুকুরচুরি করি না।

মানুষ: আমরা আসলে এখানে আপনাদের কাছে মানুষদের সম্পর্কে কিছু জানতে চাইছি না! যাহোক, আপাতত নিচ্ছি একটা বিরতি। দর্শক, সঙ্গে থাকুন।

[বিরতির পর]

বিড়াল: আর একটা কথা, আমি কিন্তু বাঘের মাসি। আমাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলুন।

ছাগল: রাখেন আপনার বাঘের গল্প। সুন্দরবনে বাঘ বেঁচে আছে মাত্র কয়েকটি । আবার রামপাল বিদ্যুৎকেন্দ্র...

মানুষ: প্লিজ, থামুন...থামুন! আমার মনে হয়, আমরা আমাদের আলোচ্য বিষয় থেকে দূরে সরে যাচ্ছি।

ছাগল: ছাগল...

মানুষ: কিছু বললেন?

ছাগল: না বলছিলাম, কুকুর, বিড়াল কি কোনো দিন ছাগলের সেরা বন্ধু হতে পারে! ছাগলই মূলত ছাগলের প্রিয় বন্ধু।

মানুষ: দেখুন, আপনি এতক্ষণ কুকুর আর বিড়ালদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, এবার মানুষের অপমান করছেন না তো?

ছাগল: ধুর্‌ মিয়া! আপনারা যে কী সব ছাগলামি করেন!

কুকুর: ঘেউ...ঘেউ...

বিড়াল: মিঁউ...মিঁউ...

ছাগল: ম্যা...ম্যা...

মানুষ: প্লিজ থামুন...থামুন! অনেক হয়েছে! আমি মানুষ উপস্থাপনা করছিলাম ‘ছাগলামি’। আজ এ পর্যন্তই...বিদায়!

ঘেউ...ঘেউ...!

মিঁউ...মিঁউ...!

ম্যা...ম্যা...ম্যা...