ক্রোম ব্রাউজারে নতুন যে সুবিধা পাওয়া যাবে

ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোড চালু থাকা অবস্থায় স্ক্রিনশট নেওয়া যাবেরয়টার্স

অনলাইনে তথ্য খোঁজা বা কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারকারীদের অবস্থান, সার্চ ইতিহাসসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে ব্রাউজারসহ বিভিন্ন ওয়েবসাইট। আর তাই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের অনেকে ইনকগনিটো বা প্রাইভেট মোড চালু করে অনলাইনে তথ্য খোঁজ করেন। এই সুবিধা চালু থাকলে সার্চ ইতিহাস, কুকিজ ও ডাউনলোডের কোনো তথ্য সংগ্রহ করে না ব্রাউজার। শুধু তা-ই নয়, এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা ওয়েবসাইট থেকেও নিজেকে লুকিয়ে রাখা সম্ভব। তবে ইনকগনিটো মোড চালু থাকলে কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়া যায় না। ফলে প্রয়োজনের সময় বেশ সমস্যা হয়। আর তাই এবার ইনকগনিটো মোড চালু থাকা অবস্থায় স্ক্রিনশট নেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে গুগল।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো ফোনে ইনকগনিটো মোড চালু থাকা অবস্থায় ওয়েবসাইটের পর্দার ছবি তোলা যাবে। শুধু তা–ই নয়, পর্দার ছবি তোলা হলেও ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করবে না ওয়েবসাইট। এরই মধ্যে ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোডে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে গুগল।

আরও পড়ুন

জানা গেছে, ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহারকারীরা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে গেলে ‘ক্যানারি ফ্ল্যাগ’ নামের একটি অপশন দেখতে পারবেন। অপশনটি চালু করলে ইনকগনিটো মোডে থাকা অবস্থায় যেকোনো ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়া যাবে। ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণে শিগগিরই এ সুবিধা যুক্ত করা হতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন